নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুধীন দত্ত, সুধীন দত্ত জানে__
অঙ্কন ছিলো পিকাসোর ক্যানভাসে
কাল আর স্পেস চিরেচিরে কোনখানে
উটপাখি তার দূঃখ মাখছে ঘাসে।
কত মরুঝড়, দুচোখ অন্ধ, কানা;
তবু স্থির সেই দগ্ধ দুটি ডানা
আকাশ মাপেনি, স্বপ্নের সংযমে__
পাখি? সে কি তবে কোনও পাখি?
রক্তস্মৃতি ক্যানভাস করে রাখি...
আমিই পিকাসো, সুধীনের বিভ্রমে।
আবার ডাকছি তাকেই অলৌকিকে
জাগো উটপাখি, জাগো আজ চৌদিকে
সুধীন দত্ত, সুধীন দত্ত জানে__
সবশেষে এই সন্ধির কী যে মানে!
___________________
* পেইন্টিং: পাবলো পিকাসো
(Ostrich, from Picasso: Original Etchings
for the Texts of Buffon, Pablo Picasso, 1936)
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ। প্রথম প্লাস।