নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃণের মধ্যে ভাদাল ঘাস এবং বৃক্ষের মধ্যে
ইপিল ইপিল নিয়ে কথা হচ্ছিলো; উঠে এলো
নারী সমকামিতা, যৌনবীতস্পৃহা এবং সঙ্গমভীতি।
ওই সন্ধ্যায়, ওরা আমাকে অভ্যর্থনা জানিয়েছিলো
ককটেল পার্টিতে; সবকিছুই মিশে যাচ্ছিলো
অন্য সবকিছুর সাথে, এমনকি, অনীচ্ছাপ্রসূত
নির্বাচনের ব্যাপার-স্যাপারও! অনুরোধে ঢেঁকি গেলা
অভিজ্ঞতার বাইরে নয় আমাদের__ কিন্তু
কৌশল ফাঁদতে ফাঁদতে নিজের জালে নিজেই জড়িয়ে
সংকীর্ণ পথে শালগাছ ভরে নেওয়া... যন্ত্রণাকর কৌতুক;
টেবিল-তুফানে কৌতুকেরও কমতি ছিলো না। স্মৃতি
হাতড়াতে হাতড়াতে প্রায় ফতুর হয়ে যাচ্ছিলো কেউ কেউ__
জর্জ বার্নাড শ'র সেই গল্পটাকে আমরা কৌতুকেই শুনলাম
যেখানে, মা-হারা কন্যাটিকে প্যাডলক পরিয়ে, চাবি হাতে
বাবা গেছেন দূরের শহরে দোকানদারি করতে, ওদিকে
কন্যার প্রেমিক তাকে একা বাড়িতে পেয়েও, সারাটা দিন
অপ্রবিষ্ট থেকে গেল; মোড়ক-উন্মোচন করতে পারলো না
ছোট্ট একটা চাবির অভাবে
©somewhere in net ltd.