নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমীচীন নয়; তবু মোষে-সিংহে লড়াই হচ্ছিলো।
দৃশ্যের একঘেঁয়েমি আমাকে বাধ্য করলো
স্বপ্নের ভেতরে ঝাঁপ দিতে; আর দ্যাখো, এখানে,
এই প্রশস্ত মাঠের মধ্যে একাই দাঁড়িয়ে আছি!
আমি চাই, অনুসরণ করো আমাকে, স্বপ্নদৃশ্যে
ঝাঁপ দাও এবং দাঁড়িয়ে পড়ো আমার পাশে।
ওরা বলেছিলো, 'মাঠের মতই; কিন্তু কোনই
ভূপৃষ্ঠ নেই সেখানে। পৌঁছতে পারবে না; কেউ
পৌঁছতে পারে না, লাফিয়ে পড়ামাত্রই মৃত্যু
তাকে লুফে নেয় মাটিস্পর্শের আগেই; যেন
ক্রিকেটের ক্যাচ'! ভয় পেয়ো না; ওরা বলেছিলো,
'সেখানে কোনও সেখান নেই, এখান নেই, কোনও
খানই নেই'। তবু আমি দাঁড়িয়ে আছি এখানে।
যখন বলছি: উচ্চতা, এই মাঠ যেন পৃথিবীর
ছাদ! যখন বলছি: নিচু, ভূপৃষ্ঠকে মনে হচ্ছে
আসমান! হুকুমদারিতে অভ্যস্ত রাজারা কাঁপছে;
ইতিহাসের নামে রচিত ফিকশনগুলোতে শুরু হলো
পৃষ্ঠাকম্প। এখানে, ক্রমশ তৈরি হবে নতুন নিসর্গ;
আমি চাই, চলে এসো তুমি! তোমরা চলে এসো!
©somewhere in net ltd.