নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। রূপান্তর ।।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২৯

সব কিছুই ঘটে যাচ্ছে আগাম দৃশ্যের ভেতরে__

নির্জন সৈকতে, লক্ষ করো সেই মাৎস্যমানবীকে,
যে তার লেজভার বইতে পারছে না;
বালি ও রৌদ্রের যৌথচিকিৎসায়
এসো, তার লেজের বিভাজন থেকে সৃষ্টি করি
এক জোড়া পায়ের মহিমা। রূপান্তর
সর্বদাই এক সমঝোতার নাম, এক ধরণের প্রযোজনা;

এসো, পরস্পরের পায়ের কাছে শুয়ে থাকি, ক্লান্ত;
এবং নিঃশর্ত বিদায় জানাই তাদের, যারা
চলে যেতে চায়; রাত্রি কেবল সেটাই নয়, যা
সূর্যাস্তের পর দৃশ্যমান হতে থাকে; বরং
ভয়ানক এক ভবিষ্যত ও বর্তমান বাস্তবতার
প্রকৃত নাম: রাত্রি। সব কিছুই ঘটছে আগাম স্বপ্নের ভেতরে__

ইক্ষুকাণ্ডে রূপান্তরিত আমরা পড়ে আছি, স্থির ও পরিত্রাণহীন;
মাড়াই কলের মতো নির্মম অন্ধকার এগিয়ে আসছে
এর সবই রাত্রির ঘটনা; প্রত্যূষের পথিকেরা দেখতে পাচ্ছে
সুগার মিলের পাশে স্তূপীকৃত রাশি রাশি চিনি থেকে

বাতাসে ছড়িয়ে পড়ছে আমাদের কঙ্কাল ও অস্থিমজ্জার ঘ্রাণ!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৮

সাজ্জাদ দীপ্ত বলেছেন: রাত্রি কেবল সেটাই নয়, যা
সূর্যাস্তের পর দৃশ্যমান হতে থাকে; বরং
ভয়ানক এক ভবিষ্যত ও বর্তমান বাস্তবতার
প্রকৃত নাম: রাত্রি। সব কিছুই ঘটছে আগাম স্বপ্নের ভেতরে __.



অসাধারণ :) আরো পোস্ট এর জন্য অপেক্ষায় রইলাম! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.