নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরিণী বাঘের প্রেমে পড়ে গেল;
আর অামার শিউরে ওঠে ত্বক__
হলদে ব্যাঙেরা নাকি সর্পগৃহে
সুনিদ্রারক্ষক!
হাঙ্গরের পেটে কেন নিরাপত্তা
খুঁজেছিলো__ সোনালি ট্রাউট,
মরুঝড়ে দ্বিধাগ্রস্ত নিরামিষ উট
সে কথা কীভাবে বলতে পারে?
তবু কোনও রাত্রিকালে
নিভে যাওয়া লাভার আঁধারে
শুয়ে, গল্প বলে গেল__
আমি তার বুদ্ধিমত্তা
প্রশংসাসূচকে মেপে দেখি,
উষ্ট্ররূপ: মেকী মেকী মেকী__
ধূর্ত অতি। জগন্ময় বিস্তারিত
সে এক ইহুদি কলাকার__
আজ আমার জন্মভূমি
অপ্রত্যক্ষে ছায়ামাত্র তার!
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৫ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা