নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। জেগে উঠি তোমার মৃত্যুর ভেতরে ।।

২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রত্যূষ থেকে গোধূলি__ কী দুঃসহ অন্ধকার
সইতে হয়েছে তোমাকে! যতক্ষণ না সন্ধ্যা
প্রস্ফুটিত হচ্ছে তার মায়াবী আলো নিয়ে__
নিঃসাড় শুয়ে থাকতে হয়েছে মৃত্যুমঞ্চে;
সারারাত স্বপ্নের ওমে বেঁচে থাকতে থাকতে
ভোরের আগেই নিতে হয়েছে মৃত্যুর স্বাদ;
স্বপ্ন দেখার জেদ আর রাত্রির মিষ্টি আলোয়
এইসব বেঁচে থাকা; যুদ্ধই মেনেছিলে তাকে।
সেটা হয়তো হেমন্তের সন্ধ্যা নয়, হয়তো বা
বসন্তেরই বিকেলবেলা; সেই একমাত্র মুহূর্ত
যখন শেষবারের মতো দিবসের অন্ধকারে
জীবিত দেখেছিলাম তোমাকে, আহ, কম্পিত
যৌথ-ঠোট, যার আকস্মিক বিরতির ভেতর দিয়ে
বয়ে গিয়েছিলো ফেব্রুয়ারি মাসের শেষ হাওয়া!
এখন শুধু স্বপ্নের ভেতরে জীবিত দেখি তোমাকে
আর জেগে উঠি তোমার মৃত্যুর ভেতরে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.