নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। মধ্যরাতের মহাখালি ।।

২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৭

= Either Art is cruel or April =

জায়গাটার নাম: মহাখালি; যাকে শব্দান্তরে মহাশূন্য বলা যেতেই পারে। এর বেশি তেমন গুরুতর আর কিছুই ভেবে দেখিনি কিংবা বিশ্বনাথ জায়গাটা দেখতে কেমন, কোনও অবসরে, ইমাজিনেশানেও আনিনি; অথবা সেখানে যে মায়ের নাম সূর্যবান বিবি, তাঁর সস্নেহ চোখ প্রতীক্ষা নিয়ে প্রহর গুণতে গুণতে কতোটা ঘোলা হয়ে ওঠে__ তার কোনও চিত্রকল্প নির্মাণ করবার কথাও মাথায় আসেনি আমার। ‘ইদার আর্ট ইজ ক্রুয়েল অর এপ্রিল’__ ইংরেজিতে এই বাক্যটা ভেবেছি বহুবার, ভাবতে ভাবতে, মহাখালি কিংবা শব্দান্তরের সেই মহাশূন্যকে অনেক অনেকবার অতিক্রম করেছি।

মধ্যরাতে, প্রাইভেট একটা গাড়ি মহাখালি হয়ে বসে আছে, তার চালক নেই, যাত্রী নেই__ পৃথিবীতে মধ্যরাত নেমে আসছে, মধ্যদুপুর হচ্ছে; লোকনাথ পঞ্জিকার পৃষ্ঠাগুলোর ভেতরে লুকোচুরি খেলছে বৈশাখ ও এপ্রিল; অপহরণ, গুপ্তহত্যা, গুম... এইসব মহান রাজনৈতিক শব্দমালা নয়__ বরং আমার মনের মধ্যে গুঞ্জন তুলছে এক মহাশূন্যতা: মধ্যরাতের মহাখালি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.