নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। একেকবার দিন আনতে ।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

একেকবার দিন আনতে
কত কত দিন যে চলে যায় অামাদের!

এখন প্রায় নিশ্চিত বলা যায়, আরও বহুদিন, এভাবেই, পড়ে পড়ে মার খেতে হবে__
মাথার ওপরে মেঘকালো অশ্বদল উড়তে উড়তে অট্টহাসি শুনিয়ে যাবে
উড়ুক্কু বাইন মাছেরা হিসু ছিটাবে আমাদের মুখে ও মাথায়

শেষে, দুয়েকটা হাড়-হাড্ডি যদি অখণ্ড থেকে যায়
তাতেই ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা
ভণ্ডুল হবে বারবার

তবু উঁকি মেরে দেখবো: দিন এলো কি-না;

একেকবার দিন আনতে
কত কত লাঞ্ছনার বুলডোজার যে চলে যায় শিরদাঁড়া বেয়ে!

অথচ
এক লহমায় তুমি ভণ্ডুল করে দাও সাধনসাধ্য দিনগুলোকে!

তোমার প্রণয়যূপকাষ্ঠে গলা রেখে, দেখো,
কত নিশ্চিন্তে কাব্যশায়ী হয়েছি!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

তার আর পর নেই… বলেছেন: কয়েকবার পড়লাম, আলাদা আলাদা করে লাইনগুলো সুন্দর!+

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: প্রত্যেকটি লাইন চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.