নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
●
হয়তো কারও বাতাস-মাখা চুলে
জলঋতু পাঠিয়েছিলো গান—
গানের কলি গুনগুনিয়ে ওড়ে
তাহার যদি জাগার কথা ভোরে
অনেক বেলা ঘুমিয়ে থাকে ভুলে
আমার শুধু হৃদয়ে আনচান
ধারণ করে, ফাঁপর-লাগা মনে
সজলমেঘ, আকাশ খুঁজে মরা—
আকাশ তবু পাই না কোনওখানে
হয়তো কারও গোপন বনে বনে
সমস্তকাল অনাশ্রাবণ, খরা—
খবর খাঁটি: এ মনোমেঘ জানে
●
জুলাইস্মৃতি ।। রহমান হেনরী
৮ জুলাই ২০১৬ খ্রিষ্টাব্দ
নাটোর-৬৪০০
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৬
নাবিক সিনবাদ বলেছেন: