![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।
Racism এর সবচেয়ে বড় ফ্যাক্টরি হচ্ছে ফেয়ারনেস ক্রিম বা এই জাতীয় প্রোডাক্ট এর বিজ্ঞাপন গুলা।আর আমাদের দেশীয় কোম্পানির বিজ্ঞাপন গুলা তো এক ডিগ্রী বেশী।আমাদের সমাজে ছোটবেলা থেকে ধারণা দেওয়া হয় ফর্সা মানেই সুন্দর আর কালো মানেই অসুন্দর!এই ধারণাবলেই কালো হলে মানুষের যোগ্যতাকে খাটো করে দেখা হয়।বাহ্যিক সৌন্দর্য কখনোই একটা মানুষের যোগ্যতা হতে পারে না।আপনি নিজের যোগ্যতায় ফর্সা বা কালো হোন না।
আমরা সকলেই আল্লাহর সৃষ্টি।আল্লাহ আমাদের একেকজনকে একেকরকম করে সৃষ্টি করেছেন।আদতে সকলেই সুন্দর।
কিন্তু সেই যে সমাজের প্রদত্ত ধারণা আর ফেয়ারনেস ক্রিম এর এড গুলা মাথায় এরকম ভাবে ঢুকে গেছে যে সৌন্দর্য এর মাত্রা মানুষ নিজে নির্ধারণ করে।
যতদিন সমাজ এই ধারণা থেকে বের হতে পারবে না মানসিকতার উন্নতি কখনোই হবে না।আর মানসিকতার উন্নতি না হলে যে সমাজ আর দেশের উন্নতি সম্ভব না সেটা না বললেও চলে।
আর যে সমাজে প্রসূতি মা কালো হলে তাকে বেশী করে দুধ খেতে বলা হয় যাতে তার বাচ্চা ফর্সা হয় সে সমাজ দ্বারা আর কিই বা আশা করে যায়।
সো দৃষ্টিভঙ্গি পাল্টান।বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষকে মাপা বন্ধ করলেই সমাজের উন্নতি সম্ভব।
পরিশেষে একটা বাণী বলি,
'Don't look for an eye candy,
candy looses it's sweetness one time,
but look for a good soul,
cause a good soul never dies'
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
বিষাক্ত ফাহিম বলেছেন: ধন্যবাদ।আমাদের সমাজের জন্য কঠিন সত্য এটা একটা :-(
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লিখেছেন, আপনার সাথে সহমত ।