নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখি হলে উড়তাম,নিশাচর প্রাণী হলে রাত জাগতাম,হিংস্র পশু হলে প্রাণী মারতাম, গিরগিটি হলে রং পাল্টাতাম।মানুষ হয়েছি বলে সবগুলোই করি

বিষাক্ত ফাহিম

সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।

বিষাক্ত ফাহিম › বিস্তারিত পোস্টঃ

Indalo

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

Indalo- নতুন একটি বাংলাদেশী ব্যান্ড। ব্যান্ডটি গঠিত হয় ২০১২ সালে। বাংলাদেশের রকলাভার তরুণদের অন্যতম প্রিয় 'জন কবির' তার সাবেক ব্যান্ড 'ব্ল্যাক' ছাড়ার পর ব্যান্ড টি বানান।ব্যান্ড এ যারা আছেন:
১.জন কবির (গিটার & ভোকাল)
২.দিও হক (ড্রামস)
৩.জুবায়ের হাসান (গিটার & ভোকাল)
৪.বার্ট নন্দিত আরেং (ব্যাস & ভোকাল)

২০১৫ সালের জুলাই এ প্রকাশিত হয় তাদের প্রথম এলবাম "কখন কিভাবে এখানে কে জানে"।
এলবাম এর কিছু গান শ্রোতাদের মধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে একটি 'ISD'
২০১৫ সালের বাংলা হিট গানের টপলিষ্ট এও এসে পড়েছে গানটি।
গানটির লিরিক্স :
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে আমি পাশে নেই
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?

যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়

অলস কোন বিকেলে
লাল কাঁচ গ্লাসে পড়ে সময়
চুরমার মাতাল।
বরফ গলারা ভেল্ভেট চাদর
তবুওকি স্বপ্নের আকাশ
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন পোড়ায়,
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়

যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়

যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়।
নতুন খামে পুরনো চিঠিই
তোমার ঠিকানায়।।

ব্যান্ডটির কিছু গান আমারও খুব ভালো লেগেছে। সময় পেলেই শোনা হয়। সবাইকে শোনার আহবান রইল।

শুভকামনা রইল 'Indalo' এর জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.