নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখি হলে উড়তাম,নিশাচর প্রাণী হলে রাত জাগতাম,হিংস্র পশু হলে প্রাণী মারতাম, গিরগিটি হলে রং পাল্টাতাম।মানুষ হয়েছি বলে সবগুলোই করি

বিষাক্ত ফাহিম

সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।

বিষাক্ত ফাহিম › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

যখন স্বর্গ-দ্বার এ একা দাড়াব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত
জানি তখন ও সে আমার হবে না তবুও ওই অপ্রাপ্তিই ই যেন আমায় করে পরিতৃপ্ত।

আজ কোনো অনুভূতির গভীরে যেতে চাইনা আর কখনো
যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।

যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর
আর যন্ত্রণার শিবিরে যে অবাধ্য কান্না দেয় এক নির্ভুল সুরের জন্ম
তাকে আমার কাব্যে মেশাই যেন হয় এক বিশুদ্ধ গান
আমার এ গান এ আজ উৎসর্গ হোক তার প্রতি আমার তীব্র ঘৃণা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.