নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখি হলে উড়তাম,নিশাচর প্রাণী হলে রাত জাগতাম,হিংস্র পশু হলে প্রাণী মারতাম, গিরগিটি হলে রং পাল্টাতাম।মানুষ হয়েছি বলে সবগুলোই করি

বিষাক্ত ফাহিম

সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।

বিষাক্ত ফাহিম › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত জীবন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

পনের বিশ দিন আগের কথা। হাফ কেজি বড় গলদা চিংড়ি কিনে আনলাম শখের বশে। কিনে আনার পর ফ্রিজারে রেখে গুগোলে সার্চ করতে শুরু করলাম চিংড়ি মাছ দিয়ে হাই ফাই কোয়ালিটির কি কি ডিশ বানানো যেতে পারে!! শুরু হল জল্পনাকল্পনা।
চিংড়ি ভুনা
চিংড়ি মাছের মালাইকারি
চিংড়ি ফ্রাই
নারকেল চিংড়ি
চিংড়ি রোল
ইত্যাদি ইত্যাদি। উপকরণের অভাবে কাচা মরিচ তেলে ভেজে ভর্তা বানিয়ে আজ খেয়ে নিলাম। হা হা
আবার আজ ৩০০ টাকা নিয়ে গেলাম বই মেলায়। আহা হরেক রকমের বই। বই দেখে জিবে জল আসাও অস্বাভাবিক না। বাট অর্থ স্বল্পতায় ২টির বেশি বই কেনা কোন ভাবেই সম্ভব নয়। মেলায় ঘুরে ফিরে পরে পুরোনো পল্টন এর হাউস বিল্ডিং এর সামনে থেকে ১০ টি পুরানো বই কিনে নিয়ে বাসায় এলাম। সাধ্যের মধ্যে সবটুকু সুখ। হাহা
এই হল মধ্যবিত্ত।
হে মধ্যবিত্ত দিয়াছো তুমি মোরে খ্রিস্টের সম্মান। আবার একটু হাসি। হাহা

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কে এম এ রাকিব বলেছেন: সাধ ও সাধ্যের দ্বন্দ্ব এই হলো মধ্যবিত্তের চিরন্তন অবস্থা।
ের মধ্য থেকেই যা যা করা সম্ভব।
আপনি তাও ১০ টা বই কিনে প্রফিট ম্যাক্সিমাইজ করেছেন বলা যায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

বিষাক্ত ফাহিম বলেছেন: জি হ্যা। তাই ম্যাক্সিমাম লেভেলের ম্যাক্সিমাইজ করেছি। :-)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

দিশেহারা আমি বলেছেন: হায়রে মধ্যবিত্ত !!!
আমরা তিন ভাই বোন কখনো বই কিনে পড়েছি বলে মনে পরে না।কেও একজন একটা বই কোথাও থেকে নিয়ে আসলে টানাটানি লেগে যেত।আমি বড়ও ছিলাম তাই জোর করেই নিয়ে নিতাম। একবার ছোট ভাই এসে বলত- ভাইয়া পড়া শেষ হইসে?একবার ছোট বোন এসে বলত- ভাইয়া পড়া শেষ হইসে?
এখন আমি বইমেলার সব বই কিনতে পারি কিন্তু পড়ার সময় ও সুযোগ নেই। না আমার না ছোট ভাই বোনের :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

বিষাক্ত ফাহিম বলেছেন: জীবনটাই এমন ভাই।
যখন সময় থাকে তখন অর্থ থাকে না
যখন অর্থ থাকে তখন সময় থাকে না
আবার যখন অর্থ ও সময় দুইটাই থাকে তখন শরীর থাকে না

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

আজমান আন্দালিব বলেছেন: পুরোনো বই জ্ঞানীর জন্যই...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

বিষাক্ত ফাহিম বলেছেন: এটা ভেবেই স্বান্তনা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.