নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখি হলে উড়তাম,নিশাচর প্রাণী হলে রাত জাগতাম,হিংস্র পশু হলে প্রাণী মারতাম, গিরগিটি হলে রং পাল্টাতাম।মানুষ হয়েছি বলে সবগুলোই করি

বিষাক্ত ফাহিম

সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।

বিষাক্ত ফাহিম › বিস্তারিত পোস্টঃ

ছবিওয়ালা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

প্রকৃতির কাছে আমি 'ছবিওয়ালা' নামে পরিচিত।

রাস্তা দিয়ে হেটে যাচ্ছি, দু'ধারের গাছপালা, গাছে বাসা বাধা পাখির দল আমাকে ডাকছে, "ছবিওয়ালা! ও ছবিওয়ালা! আমার একটা ছবি তুলে দাও না গো!"
- আমি ওদের মানা করতে পারি না। ৫ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা দিয়ে ঘটাঘট ছবি তুলে নিই। ওরা খুশি হয়। খুশি হয়ে পাখিরা গান শোনায়। গাছেরা ডাল-পাতা বাড়িয়ে ছায়া দেয়।

কিছুক্ষন ছায়ায় বসে বিশ্রাম নিয়ে আমি চলে আসি। তখন মাথার ওপরের আকাশ, মেঘ আর সূর্য মামা আমাকে় ডেকে থামায়।
বলে, "ছবিওয়ালা, আমাদেরও যে ছবি তুলতে ইচ্ছে করছে!"
- আমি ওদেরও মানা করতে পারি না। ছবি তুলে দিই।

খুশি হয়ে সূর্য মামা তার আলো নিভিয়ে দেয়; সাদা মেঘগুলো কালো হয়ে বৃষ্টি ঝড়ায়। ঠান্ডা জল আমার গা বেয়ে নামে। আমার অবশিষ্ট ক্লান্তি মাটির সাথে মিশে যায়।
মেঘের কোল খালি হয়ে গেলে বৃষ্টি থেমে যায়। আমি চলে আসি।
আবার হাটা ধরি।
মাঝে মাঝে থেমে কান পাতি। কেউ ডাকছে নাকি শোনার জন্য। কেউ ডাকে না আমাকে। আমি সামনে এগুই।
বাঁকা পথ আমাকে নাচায়। নাচতে নাচতে আমি সামনে এগুই।
তারপর থমকে দাড়াই।
মলিন শাড়ি পড়া, হাত ভর্তি লাল চুড়ি পড়া ওই গ্রাম্য বালিকা আমাকে ডাকছে। ..

আমি এগিয়ে যাই তার দিকে। আমার পথ চলা শেষ হয়েছে। আমি তার কাছে পৌছে গেছি।

ছবিওয়ালা তার গন্তব্যে পৌছে গেছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: ভালই লাগল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

বিষাক্ত ফাহিম বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:

"মলিন শাড়ি পড়া, হাত ভর্তি লাল চুড়ি পড়া ওই গ্রাম্য বালিকা আমাকে ডাকছে। ..

আমি এগিয়ে যাই তার দিকে। আমার পথ চলা শেষ হয়েছে। আমি তার কাছে পৌছে গেছি। "

-বার বার নতুন নতুন ঠিকানায়?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

বিষাক্ত ফাহিম বলেছেন: যাযাবর দের ঠিকানার ঠিক থাকে না :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.