![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।
তিন বছর আগের এক বন্ধু, আর আমি। দুই জনই হারিয়ে গেলাম লেখাপড়ার জন্য।। তিন বছরে কেও আর কারো খবর নেইনি। আসলে ফোন নাম্বার ছিল না, আর বন্ধু আমার ফেসবুকও ব্যাবহার করত না। আমাদের অধিকাংশ খবর নেয়ার প্রসেস গুলো এখন ফেসবুক নির্ভর।
তিন বছর পর হঠাৎ পরশুদিন দেখা হয়ে গেল এই ফেসবুকেই। ও প্রথম মেসেজে বলল: কেমন আছিস?
- ভালই আছি আলহামদুলিল্লাহ্। তোর খবর?
-ভাল নেই দোস্ত?
উত্তর জানতে চাইলে সে জানালো- আব্বু ধানমন্ডিতে ফ্লাট কিনেছে। ওটা নিয়েই অনেক ব্যাস্ত। বুঝিস তো ডেভেলপার এর ফিটিংস ভালো না!! তাই নতুন করে মার্বেল পাথর লাগাচ্ছি। উহ! কি যন্ত্রণা।
আমি অনেক ক্ষন ভেবে পেলাম না ওকে কি বলা উচিৎ। আমার কি বলা উচিৎ - ইতালিয়ান মার্বেল থেকে জাপানি মার্বেল ভালো?? কিন্তু আমি তো জানি না জাপানি মার্বেল কেমন কিংবা আদৌ এ মার্বেল পাওয়া যায় কিনা তাও জানি না। তো কি বলা উচিৎ!!!
আমি জানালাম, দোস্ত মার্বেল সম্পর্কে আমি কিছুই জানি না। বড় জোর গুগোল ঘেটে কিছু আর্টিকেল জোগাড় করে দিতে পারি।
বন্ধু আমার কি ভাবল কে জানে? কাল থেকে দেখি ব্লক করে দিসে।
ইদানিং ব্লক যেন ভাতের বদলে খাচ্ছি।
আমার বন্ধুর ফ্লাট আছে ধানমন্ডিতে, আমার নাই
আমার বন্ধু বি কে এস পি তে ক্রিকেট খেলে!!! আমি বসায় বসে টেম্পল রান, কক খেলি।
আমার বন্ধু মালদার পার্টি। আমি দিলদার বড়জোর।
আমার বন্ধু ডাক্তার হবে, আমি হব গরু চোর।
বন্ধুর সাফল্য অনেক আনন্দের যতক্ষন না সে তার সাফল্যের ট্যাগ গলায় ঝুলিয়ে রাখে।
বন্ধু তুমি ধানমন্ডিতে ফ্লাট দেখালে, ইতালিয়ান মার্বেল দেখালে কিন্তু বন্ধুত্ব দেখালে না।
তোমাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল।
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিষাক্ত ফাহিম বলেছেন: ধন্যবাদ :-)
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার বন্ধু মালদার
আমি বড়জোর দিলদার
এমনে রিদমিক দিলে মজা হৈতো ||
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
বিষাক্ত ফাহিম বলেছেন: ভালো বলেছেন,ধন্যবাদ :-)
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
আমিই মিসির আলী বলেছেন:
আমার বন্ধু মালদার পার্টি। আমি দিলদার বড়জোর।
আমার বন্ধু ডাক্তার হবে, আমি হব গরু চোর।
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
বিষাক্ত ফাহিম বলেছেন: :-)
৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
সায়ান তানভি বলেছেন: লেখাটা ছুয়ে গেল
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
বিষাক্ত ফাহিম বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬
তানভীরএফওয়ান বলেছেন: Selfish friend
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
বিষাক্ত ফাহিম বলেছেন: indeed :-)
৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২
আলভী রহমান শোভন বলেছেন: :'(
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।