নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখি হলে উড়তাম,নিশাচর প্রাণী হলে রাত জাগতাম,হিংস্র পশু হলে প্রাণী মারতাম, গিরগিটি হলে রং পাল্টাতাম।মানুষ হয়েছি বলে সবগুলোই করি

বিষাক্ত ফাহিম

সাধারন একজন মানুষ। ভালোবাসি অলস ভাবে সময় কাটাতে,অন্ধকারে থাকতে আর গুনগুন করে গান গাইতে। কারো উপর নির্ভরশীল না আমি। আমি স্বাধীন।

বিষাক্ত ফাহিম › বিস্তারিত পোস্টঃ

বোরখা

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

এদেশের নারীরা বড়ো বিপদে পড়েছে। এরা না পরতে পারে শাড়ি, না পরতে পারে কামিজ, না পরতে পারে প্যান্ট টিশার্ট।

শাড়ি পরলে দোষ হয়, নাভীর নিচে পরেছে। পেট দেখা যাচ্ছে, কিংবা ব্লাউজের বেশিরভাগ দেখা যাচ্ছে।

কামিজ পরলে দোষ হয়, ওড়না ঠিক নেই। কামিজ টাইট।

প্যান্ট টিশার্ট পরলে তো কথাই নেই। এই পোশাকের পুরোটাতেই তো সমস্যা।

আসল সমস্যা অন্য যায়গায়। সমস্যাটা হচ্ছে, বাংলাদেশে অবৈধ উপায়ে জন্ম নেয়া পুরুষের সংখ্যা বেশী। লাইনটা রিপিট করলাম। দুবার পড়বেন।
চরিত্রে বোরখা পরাইতে পারেননা অন্যকে দেহে বোরখা জড়ানর উপদেশ দেন কোন অধিকারে?

**বাই দ্যা ওয়ে, আমি নারীবাদী না। কিছু ঘটনার জন্য বাধ্য হয়েই এগুলা বললাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

হাসান মাহবুব বলেছেন: ক্ষুব্ধ হবার কারণ আছে বৈ কি।

২| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

তারান্নুম বলেছেন: খুব বেশী সমস্যা কি হয় আর আজকাল? নিজের মতো করে পোশাক কিন্তু পরা যায়, আগের চেয়ে অনেক বেশী। আমিতো শার্ট-প্যান্ট-হিজাব পরি! গ্রামে লোকজন কৌতূহল নিয়ে তাকায় বৈকি! তবে acceptance বাড়ছে। Lets hope girls will be able to wear what they themselves want to wear..not for others, not for MEN.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.