নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্দেশ্য রাখিও সৎ, চেষ্টা রাখিও মহৎ। এগিয়ে যাও..............

ভালো লাগে নীল আকাশ,পূর্ণিমার চাঁদ । ভালো লাগে বন্ধু আর বন্ধুত্বের হাত ।।

টুন্টু কুমার নাথ

আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে দুবাই য়ে আছি।সবাই আমার জন্য আর্শীবাদ করবেন ।

টুন্টু কুমার নাথ › বিস্তারিত পোস্টঃ

স্বামী আর স্ত্রী'র ব্লাড গ্রুপ একই হলে ভাল নাকি খারাপ.................?

২৪ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৫

স্বামী আর স্ত্রী'র ব্লাড গ্রুপ এর সমতা নিয়ে ভীষণ সমস্যায় আছি। এক এক জনে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। কিন্তু কোন মতেই সমঝোতায় আসতে পারতেছি না। ডাক্তার ভাই/বোনেরা একটু হেল্প করবেন প্লিজ.......................

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৩

হোমিওপ্যাথ বলেছেন: Click This Link

২| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৭

আহমেদ আরিফ বলেছেন: রাশি চক্রের হিসাবে খুবই খ্রাপ আপ্নে বিধবা হইয়া যাইবেন যে কোনো সময়




৩| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৯

নিউট্রন বলেছেন: কাহিনী হলো, ফিমেল এর ব্লাড গ্রুপ নেগেটিভ হলে আর মেল পজিটিভ হলে প্রব্লেম হয়। অন্য কোন combination এ সমস্যা হয় না

৪| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০১

করবুক বলেছেন: আমি ডাক্তার নয় তবে বিষয়টা জানা। রক্তের গ্রুপ একই হলে সমস্যা নাই। তবে একই গ্রুপের অপজিত হলে সমস্যা হতে পারে। যেমনঃ একজনের এ (+) আরেকজনের এ(-).

৫| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৪

করবুক বলেছেন: আমি ডাক্তার নয় তবে বিষয়টা জানা। রক্তের গ্রুপ একই হলে সমস্যা নাই। তবে একই গ্রুপের অপজিত হলে সমস্যা হতে পারে। যেমনঃ একজনের এ (+) আরেকজনের এ(-).

৬| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৭

বনসাই বলেছেন: আমি ডাক্তার নই, তারপরও ...
কোনো সমস্যা নেই।
স্বামী + আর স্ত্রী - হলে সমস্যা হতে পারে যদি সন্তান - হয়,
সন্তান + হলে ভয় নাই।
১ম সন্তান গর্ভে আসলে একটি ভ্যাক্সিন মা গ্রহণ করলে সন্তান সুস্থ থাকে।
সাধারনত ভ্যাক্সিন না নিলে ২য় সন্তানের সমস্যা হতে পারে।

৭| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৮

বেঙ্গলেনসিস বলেছেন: একই হলে কোনো সমস্যা নেই। একজনের পজেটিভ আরেকজনের নেগেটিভ হলে সমস্যা।

৮| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৮

কাল্পনিক চরিত্র বলেছেন: Rh Group কি?

৯| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১০

রোম্যান্টিক ভালোবাসার গল্প বলেছেন: হ্যা এরকম কিছু শুনেছি যে সমস্যা হতে পারে তবে সেটা বাচ্চার ক্ষেত্রে। আমি অবশ্য এই বিষয়ে অভিজ্ঞ না। তবে শুনেছি এক ছেলের মা বাবার রক্তের গ্রুপ একই হওয়াতে ঐ ছেলে কে ছোট বেলা থেকেই রক্ত দেওয়া লাগতো। এবং ডাক্টার বলেছিলো যে যদি ১৮ বছর পর নিজে থেকেই দেহে রক্ত তৈরী করতে না পারে তা হলে মারা যাবে। কিন্তু ১৮ বছর হয়ে গেছে তবে সমস্যা সমাধান হয়নি। তাই এখন মৃত্যুর দিন গুনছে। :(

১০| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৫

এম এস জুলহাস বলেছেন:
আমার রক্তের গ্রুপ এবি- নেগেটিভ। ১ম বার রক্ত নে'য়ার পরপরই ডাঃ আমাকে পরামর্শ দিলেন- আপনার রক্তের গ্রুপটা সহজে পাওয়া যায়না। আপনি কোন ক্রমেই এবি- নেগেটিভধারী কোন মেয়েকে বিয়ে করবেন না। এতে আপনাদের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।

১১| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৫

এ হেলাল খান বলেছেন:
অনেক তথ্য জানলাম
পোষ্টে +++++++

১২| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৬

সাগর৭৫ বলেছেন: 'নিউট্রন বলেছেন: কাহিনী হলো, ফিমেল এর ব্লাড গ্রুপ নেগেটিভ হলে আর মেল পজিটিভ হলে প্রব্লেম হয়। অন্য কোন combination এ সমস্যা হয় না ।'

'বনসাই বলেছেন: আমি ডাক্তার নই, তারপরও ...
কোনো সমস্যা নেই।
স্বামী + আর স্ত্রী - হলে সমস্যা হতে পারে যদি সন্তান - হয়,
সন্তান + হলে ভয় নাই।
১ম সন্তান গর্ভে আসলে একটি ভ্যাক্সিন মা গ্রহণ করলে সন্তান সুস্থ থাকে।
সাধারনত ভ্যাক্সিন না নিলে ২য় সন্তানের সমস্যা হতে পারে।'-
এই দুই জনের মন্তব্য সঠিক।

১৩| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৪

রূপকথার রাজকন্যা বলেছেন: এক ব্লাড গ্রুপ হলে কোনো সমস্যা নাই। নেগেটিভ- পজিটিভ হয়ে গেলে সমস্যা হত। যেহেতু তা না তাই সমস্যা নাই। আমার আর আমার হাসবেন্ডেরও সেম ব্লাড গ্রুপ। আরও অনেককে দেখেছি একই ব্লাড গ্রুপ। তাদের কারো কোনো সমস্যা হয়নি।

১৪| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

রূপকথার রাজকন্যা বলেছেন: @রোম্যান্টিক ভালোবাসার গল্প আপনার পেশেন্ট এর কন্ডিশন মা বাবার একই ব্লাডগ্রুপ একই হওয়ার জন্য না। ওটা অন্য কোনো কারন হবে। ডাক্তারের রিপোর্ট দেখলে বুঝতাম কন্ডিশনটা কি? তাহলে ব্যাখ্যা দিতে পারতাম কেন এমন হল?

১৫| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১৯

আমি হনুমান বলেছেন: ভাল।
যদি কোনটা - হয় তয় বাচচা হবার আগে এনটি ডি কিনা রাখবেন [ওয়াজিব]

আল্লাহর কি খেল, আমার বেলায় আজীবন - আমার বউ, লাস্ট টেস্টে এসে গ্রুপ চেন্জ [ও + ] হয়ে গেছে

শুকর আল.......হ

১৬| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৩

অণুজীব বলেছেন: আহমেদ আরিফ বলেছেন: রাশি চক্রের হিসাবে খুবই খ্রাপ আপ্নে বিধবা হইয়া যাইবেন যে কোনো সময়

১৭| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩৭

রাকি২০১১ বলেছেন: অনেক ইনফরমেশন পাইলাম, ধইন্যাপাতা।

১৮| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৪

প্রদীপ মিত্র বলেছেন: বাহ সবাই দেখি ডাক্তার :p

১৯| ২৪ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Gorvo kalin 1ta bishes tika dite hoy.noyto Baccha olpayu hobar somvabona thake.

২০| ২৪ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

আর.এইচ.সুমন বলেছেন: আপনাদের উচিৎ এখনই ভাল ডাক্তারের সাথে পরামর্শ করা .. আমিও এই বিষয়ে অনেক কিছু শুনেছি ,,, আর এমনই একটি বিষয় নিয়ে ব্লগের প্রথম বয়সে একটা পোস্ট দিয়েছিলাম ..

এটা দেখতে পারেন ...

২১| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫১

আমি হনুমান বলেছেন: কোন ভ্যাকসিন এর কথা হুনিনাই।

এনটি ডি না দিতে পারলে অটিজম সহ নানাবিধ সমস্যা ইভেন মারা যেতে পারে।

২২| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭

দীপান্বিতা বলেছেন: অনেক তথ্য জানা হল...ধন্যবাদ...আশাকরি সমস্যার সমাধান হয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.