![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই কোটি লোকের এই শহরে আমি সম্পূর্ণ অনাত্মীয় একজন। শত মাইল দূরে বাবা-মা, পরিবার। রুক্ষ এই শহরে পরিচিত জন বলতে বন্ধুবান্ধবেরাই। তা-ও সংখ্যাটা একেবারেই অল্প। বাড়ি থেকে আসার কয়েকদিন পরেই পরিচিত মুখগুলো কেমন যেন ধুসর হয়ে যায়। রঙিন সব ছবিগুলোর জায়গায় অস্পস্ট সাদাকালো কিছু ছবি ভাসে-অনেকটা স্বপ্নের মতো।
এই শহরে নিরন্তর ছুটে চলার মাঝে কেউ যে একটু আশার বাণী শোনাবে, একটু পাশে বসে দুটো কথা শুনবে এমন আশা করাই যেন দুরাশা। এই না পাওয়ার মাঝেও হঠাৎ করে এমন কারও কারও সাথে দেখা হয়ে যায়, মনে হয় যেন চিরপরিচিতের দেখা পেলাম। নিজের দুঃখ বলে বেড়াবার জিনিস নয় জানি, তারপরও একা একা কতকাল আর বয়ে বেড়ানো যায় সব ভার। মাঝে মাঝে প্রাণ হাঁপিয়ে ওঠে। একটু হালকা হওয়ার জন্য হলেও এঁদের কাছে যাওয়া চলে।
আমার পরিচিতের তালিকায় যারা আছে এরা চিন্তা চেতনায় অনেক অনেক উদার। কেউ কেউ এমন গভীর সব কষ্ট এঁদের হাসির আড়ালে লুকিয়ে রাখে যে আমি নিজে অবাক বনে যাই। নিজের দুঃখগুলোকে তখন অনেক খেলো মনে হয়। আমি মনে মনে লজ্জিত হই। ওঁদের প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। সাদাকালো জীবনটাকে এরা উচ্ছ্বাসে ভরিয়ে দেয়। দুঃখবোধ, অপ্রাপ্তির যত অভিযোগ সব তুচ্ছ মনে হয়। যখন নিজের দুঃখ চেপে রেখে আমার তুচ্ছ অভিযোগেও তারা সান্ত্বনা দিতে আসে, বুকটা ভরে যায়। হঠাৎ করেই মনে হয়, এর চেয়ে বেশি জীবনে কী-ই আর চাই। বন্ধুদের কেউ কেউ আবার প্রচণ্ড পরিশ্রম করতে পারে। সকাল থেকে রাত-একটানা কাজ করেও এরা ক্লান্ত হয়না। সে কাজ আবার নিজের জন্য নয়। অন্যের মুখে কিভাবে একটু হাসি ফুটিয়ে তোলা যায় সে চেষ্টায়ই থাকে সারাক্ষণ। নিজের সাধ্য হয়তো খুব বেশি নেই কিন্তু আন্তরিকতার ঘাটতি নেই এতটুকু। বন্ধুরা, তোদের পাশে পেতে চাই সারাজীবন। কাছে-দূরে যেখানেই থাকিস অনেক ভালো থাকিস আর এভাবেই সবাইকে ভালো রাখিস।
আমার এক বন্ধুর আজকে জন্মদিন। সবাই তার জন্য দোয়া করবেন।
২৪ শে মে, ২০১৪ রাত ১১:৪৯
পল্লীবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচছা পৌঁছে দেয়া হলো।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ রাত ৩:২৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপনার বন্ধুকে শুভ জন্মদিন জানিয়ে দেবেন আমার পক্ষ থেকে।