নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পল্লীবালক

আমার যা উপলব্ধি, তার প্রকাশের ভাষা জানা নাই............।

পল্লীবালক › বিস্তারিত পোস্টঃ

হল জীবনের কড়চা-৩

০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৫৬

রাতে ঘুমানোর সময় আসলো। আমি তখনো ভেবে পাচ্ছিলাম না চারজনের রুমে চল্লিশজন কিভাবে ঘুমায়। রুমের চারকোণায় চারটা বেড। চার বেডে আট জন। পুরো ফ্লোর জুড়ে বিছানা পাতা। বিছানা বলতে সবার তোশক একসাথে মিলিয়ে পাতা। আমি নবাগত, তাই একজন দয়াপরবশ হয়ে পাশে শুতে দিলো। আমার সাথে আলাপ জমানোর চেষ্টা করলো সম্পুর্ণ নুতন উপায়ে। জিজ্ঞেস করে, সান বাথ বোঝ? আমি কিছুটা অস্বস্তি বোধ করছি। তার ফোন বের করে আমাকে সান বাথের কিছু স্থির চিত্র এবং কিছু চলচ্চিত্র দেখালো। আমি তো পুরাই টাসকিত। সবাই যখন শুলো, দেখা গেলো যেভাবে কাত হয়ে শুয়েছি সেভাবেই রাত কাবার করতে হবে। নড়াচড়ার জায়গা নাই। আমার অভ্যাস হচ্ছে সারা বিছানা জুড়ে গড়াগড়ি করা। সারারাত এই আজাবের মধ্যেই কাটাতে হব, সেটা ভেবেই আমার ঘুম উধাও। রাত এই অবস্থায়ই কাটলো। পরদিনের কথা আর কি বলবো, লাল চোখ, গঞ্জিকাসেবির মত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই আমিই এভাবে ঘুমানোর অভ্যাস করে ফেললাম দুই চারদিনের মধ্যেই। এই যে হলো শুরু, একটা বছর থেকেছি গণরুমে। কত বিচিত্র অভিজ্ঞতারই না ছিলো সেইসব দিন!



চলবে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.