![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্ক কি লিখব?নিজের ঢোল কি নিজে কেমন করে পিটাই বলেন???????????
"সৌজন্যতা"
--স্বরচিত
রচিত:- ২০ ফেব্রুয়ারি ২০১৫
বেদনার নীল বিষে ছেয়েছে অন্তর,
তবুও ঈষৎ মুখ বাঁকিয়ে বলা ভালো আছি;
এ ভালো আছি বলা সৌজন্যতার!
যে সৌজন্যতা আছে বলেই আজো
নিজের কষ্টগুলোকে ঢেকে রাখা যায় অকপটে;
এই সৌজন্যতাই কিছু প্রাপ্তি থেকে বিমুখ রাখে আমায়!
তাইতো দীর্ঘশ্বাস ফেলে বলি পেয়েও হারালাম;
আর বড় বেদনা তো পেয়ে হারানোর বেদনা-ই!
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
পড়া চোর বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
আহা রুবন বলেছেন: 'যে সৌজন্যতা আছে বলেই আজো
নিজের কষ্টগুলোকে ঢেকে রাখা যায় অকপটে'
খাঁটি কথা। কবিতা ভাললেগেছে।