| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমজান্তা
মানবতার কথা বলি। বিবেকের বিচার মানি। অপরাধীর বিরুদ্ধে বলি সে যেই হোক, ডান বাম, মোল্লা মিষ্টার, সরকারী দল বিরোধী দল।
![]()
এই সেই কসাই কাদের:
কুখ্যাত রাজাকার
মিরপুরে গনহত্যা ও বহু অপকর্মের হোতা
আমরা তার ফাঁসি চাই। কিন্তু কসাই কাদের এর অপকর্ম শুধু নামের মিলের কারনে কাদের মোল্লার নামে চালিয়ে দেয়ার অপচেষ্টা ঘৃনিত।
কাদের মোল্লা ছাত্রজীবনে ছাত্রইউনিয়ন করতো।
যুদ্ধের পুরো সময় ছিলেন ফরিদপুরে।
তখন তিনি ব্যবসা করতেন।
মুক্তিযুদ্ধের ট্রেনিংও নিয়েছেন, অথচ শুধূ নামের মিল থাকায় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে কসাই কাদের এর অপকর্ম কাদের মোল্লার নামে চালানো হচ্ছে, যেমনি ভাবে পিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলু শিকদার (পিতা রসুল মিয়া)এর অপকর্মকে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (পিতা ইউসুফ সাঈদী) এর উপর চালিয়ে দেওয়ার ঘৃন্য প্রচেষ্টা হচ্ছে।
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
রামিজের ডিপফ্রিজ বলেছেন: ঠিক আছে- যেকোন ফরেনসিক ল্যাবকে কসাই কাদেরের এই ছবির সাথে কাদের মোল্লার ছবি মিলিয়ে দেখতে বলুন।
ওহো, বলে কী লাভ? তখন তো আবার আপনারা বলবেন যে কাদের মোল্লার ৫০ জন যমজ ভাই আছে।
যার শয়ে শয়ে মানুষকে প্রত্যক্ষ ভাবে খুন করার পরেও অপরাধ স্বীকার করার মত নৈতিক সাহস নেই বরং শিয়ালের যুক্তি দিয়ে এড়াবার চেষ্টা করে তাকে বাঁচাবার জন্য আল্লাহের গজব পড়বে একথা যে বলে সেই কাফের।
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
ফাহীম দেওয়ান বলেছেন: সব গুলা ছাগুর লিষ্টি করতাছি।
৭১ এর রাজাকার গো মতো এই গুলাও এখন মাথা চাড়া দিছে।
তোগো ঘাড় কেম্নে ভাংতে হয় বাঙ্গালী খুব ভালো করেই জানে।
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
সুলতানা১২ বলেছেন: ঠিক বলেছিস, ইসলামী ছাত্রসংগ আর ছাত্রশিবির যেমনি এক নয়! তেমনি কসাই কাদের আর রাজাকার কাদের মোল্লা এক নয়
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
কিছুই পারিনা বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: সব গুলা ছাগুর লিষ্টি করতাছি।
৭১ এর রাজাকার গো মতো এই গুলাও এখন মাথা চাড়া দিছে।
তোগো ঘাড় কেম্নে ভাংতে হয় বাঙ্গালী খুব ভালো করেই জানে।
।
।
ভাঙতে পারলে ভাঙেন দেখি। অবশ্য আপনারা ভাঙার রাজনীতিই করেন।
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
বাংলিক বলেছেন: মুক্তিযুদ্ধের ট্রেনিংও নিয়েছেন, অথচ শুধূ নামের মিল থাকায় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে কসাই কাদের এর অপকর্ম কাদের মোল্লার নামে চালানো হচ্ছে
৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
মুহাম্মদ ফয়সল বলেছেন: মুখ ভরে থুথু আর গালি আসতেছে! তোদের পোষ্টে কোন যুক্তি বা মতামত দেওয়া চলে না!! তোদের দরকার বাঁশ! বেশিদিন অপেক্ষা করতে হবে না রে তোদের! তোদের বাঁশ আসতেছে!
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
জাতির মামু বলেছেন: হু ইজ কসাই কাদের??? তাকে ধরে আনা হোক সবার সামনে। এক জন নিরীহ মানুষ এক দিনো জেলে থাতে পারেন না ।
৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
সময়একাত্তর বলেছেন: থু
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
নাভদ বলেছেন: মগবাজারের পেমেন্ট বেড়ে গেছে নাকিরে ছাগু?
১১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
পলাতক আসামী বলেছেন: এমনভাবে প্রমান দিচ্ছেন মনে হয় ''কাদের মোল্লা'' আপনার বাপ লাগেন। আপনার পোস্টে হিসু করলাম। শালা নব্য রাজাকার।
১২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
স্বপ্নসমুদ্র বলেছেন: হু হা হা হা। হাসাইলি রে ছাগু। তোদের ই এক ভাই ফেসবুকের বাঁশের কেল্লাতে লেখছে বিচারের রায়ের পর কাদের মোল্লা পবিত্র কুরআন হাতে চিল্লায়া বলছে, আমি দোষী না। একাত্তরে আমি দেশে ছিলাম না। তুই দেখি নতুন ম্যা ফাঁদছস। ভাই আল্লাহর দোহাই লাগে। এগুলা বাদ দে। এতদিন তোদের নেতা আছিলো তাই খারাপ লাগতেছে তোদের। বুঝি। ভুল করছস এতদিন। এখন ভুল সংশোধন কর। এরকম ভন্ড একটা মানুষের পক্ষে সাফাই না গেয়ে চুপ থাক। তাও ভালো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
সংসপ্তক_২০১১ বলেছেন: তাই নাকি?
আপনের নাম কমজান্তা কি এই জন্য?