![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে স্বপ্নচূড়া ফাউন্ডেশন। শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে ফরিদপুর এর প্রানকেন্দ্র ভাঙ্গাতে এই প্রথম কয়েকজন শিক্ষার্থীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা হয় স্বপ্নচূড়া।
প্রতিষ্ঠার পর থেকে সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি অগ্রসর এলাকায় অবকাঠামো,শিশুদের শিক্ষা উন্নয়ন,বৃদ্ধ ও পথ শিশু এবং বিনা মূল্যে রক্তের গ্রুপ পরিক্ষার কাজ করে যাচ্ছে স্বপ্নচূড়া। শুধু এটুকুতেই বসে নেই স্বপ্নচূড়া। বিভিন্ন সামাজিক উৎসব, যেমন-ঈদ উৎসব,নববর্ষ, বড় পূজা, স্বধীনতা দিবস ইত্যাদিতে খাদ্য ও বস্র বিতরন করে থাকে অসহায় ও দরিদ্র মানুষের হাতে এই ফাউন্ডেশনটি। এতে ফাউন্ডেশন এর উদ্যোক্তাদের আর্থিক কোন সার্থ নেই। সুধু জনসেবা ও পথ শিশুদের মুখে একটু হাসি ফুটাতে চায় তারা। এদের একটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে স্বপ্নচূড়া ফাউন্ডেশন। নিজস্ব অর্থায়ন ও মানুষের দেয়া সমস্ত অনুদানই বিলিয়ে দেয় দুস্থদের হাতে। স্বপ্নচূড়া সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, ও পথ শিশুদের কল্যানে কাজ করে যাচ্ছে। আপনাদের হাত ধরেই স্বপ্নচূড়া নিঃস্বার্থ ভাবে এই কাজ গুলো আজীবন করে যেতে চায়।
এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংগঠনটি প্রায় ৭০ টি অসহায় পরিবারের মাঝে বিনা মূল্যে বিতরন করে পন্যদ্রব্য।
তাদের কাজের কিছু ছবি
আপনি চাইলে পারেন বিনা সার্থে এই সংগঠনের হয়ে কাজ করতে। অসহায় ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে। স্বপ্নচূড়া ফাউন্ডেশন ৩ ধরনের সদস্য করে থাকে।
১)সংগঠনের হয়ে কাজ করা এবং প্রতিমাসে কিছু(টাকা,জামা-কাপড়,খাতা,কলম,পেন্সিল ইত্যাদি) ডোনেট করা।
২)যাদের সময় কম/কাজ করতে পারবে না,তারা শুধু কিছু(টাকা,জামা-কাপড়,খাতা,কলম,পেন্সিল ইত্যাদি) ডোনেট করবে।
৩)যারা আর্থিক ভাবে সাহায্য করতে সক্ষম না কিন্তু ইচ্ছা আছে,তারা শুধু নিঃস্বার্থভাবে নিয়মিত কাজ করবে।
যোগাযোগ করুন
ফেসবুক পেইজ- স্বপ্নচূড়া ফাউন্ডেশন-Sopnochura Foundation
ফেসবুক গ্রুপ- ★স্বপ্নচূড়া ফাউন্ডেশন★
©somewhere in net ltd.