নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ীর পাশে আরশি নগর

যেথায় পড়শী বসত করে, আমি একদিন ও না দেখিলাম তারে।

পড়শী

পড়শী › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের প্রতি অনুযোগ এবং তার উত্তর (১ম পর্ব)

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

অনুযোগ পর্ব



ঈশ্বর, দেখিছ কি তোমার পুজায় কভু অবহেলা?

তোমার আদেশমত চলি সারাবেলা।

বজ্রকন্ঠে করি তব বাণী প্রচারিত,

আহবানী পৃথিবীতে অবিশ্বাসী যত,

দৃঢ়তায় সাক্ষ্য দিই তোমার অস্তিত্ব,

তোমারই আদেশে, তব প্রতিনিধি-মত।



নিত্যদিন হাজারো কোলাহলে

প্রার্থনার সময় হলে, ছুটে যাই সব ফেলে

তোমার পবিত্র ঘরে, তোমারই নির্দেশমত।



আসে যবে সেই কাল, মহিমান্বিত

ক্ষুধা-তৃষ্ণা-কাম করি পরাজিত

সূর্য্যোদয় থেকে সূর্যাস্ত।



কখনো হয়নি কার্পণ্য, দিতে অংশীদার

সারা বছরের উপার্জন, যারা ভাগীদার

যেটুকু ন্যায্য স্বীকৃত।



এতকিছু করেও তবু পারিনি কি ভুলাইতে তোমায়?

তোমার কল্যাণ দেখি, শুধু অবিশ্বাসীদের বেলায়!

ধনে-মানে-জীবনে দেখি তাদেরই গৌরব

আমার প্রার্থনা-ত্যাগ, তবে মূল্যহীন সব?

(চলবে)



কবিতার মূল ভাব টি কবি আল্লামা ইকবালের 'শিকওয়া এবং জওয়াব-এ-শিকওয়া' থেকে উৎসারিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২

রায়হান হোসেন রানা বলেছেন: যেন আমার মনের কথাগুলা ফুটে উঠেছে আপনার কবিতায় । ধন্যবাদ। +++

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১

পড়শী বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান, আপনাকে।

২| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:৪৩

মেকী ভদ্রলোক বলেছেন: অসাধারণ লিখেছেন......

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

পড়শী বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.