![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটে চলে সারাবেলা পর্বতের হাওয়া
ক্লান্তিহীন, শ্রান্তিহীন তার বয়ে যাওয়া,
অকারণ অভিমানে হারায়েছে যারে
প্রবাহমান, বুঝি তারে খুঁজে ফেরে।
কান পেতে শুনি যবে বাঁশরীর তান,
উথলিয়া উঠে সেথা তার অভিমান।
অনুযোগী বলিছে সে, 'হৃদয়ের রাজা
বিনা দোষে কেন দিলে বিচ্ছেদের সাজা'
পথ পানে চেয়ে থাকি অনন্ত-সময়
এই বুঝি হলো, শুভ দৃষ্টি বিনিময়
এই বুঝি তুমি যাবে দিয়ে এই পথে
দিন যায়, রাত যায়, হায় ব্যর্থ মনোরথে।
জানি আসিবে না তায়,
তবু চেয়ে রই সেই চির অভ্যাসবশে,
খেয়ালী, হঠাৎ যদি ভুলোমনে, কভু চলে আসে।
এইভাবে শেষ হলো জীবনের বেলা
স্পন্দন থেমে গেল, তবু চোখ রয়েছিল খোলা
তোমার প্রতীক্ষায়।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
পড়শী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৪
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভাল্লাগসে।