![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---------------------
ইদানিং সামু একঘেয়েমী হয়ে যাচ্ছে।
এক সময় সামু তে প্রচুর বিনোদনের ব্যবস্থা ছিল। গুরুগম্ভীর পোস্টের পাশাপাশি প্রচুর বিনোদনমূলক পোস্ট আসত। এতে সাধারণ পাঠক রা একঘেয়েমী থেকে রেহাই পেত।
এখন শুধু গুরুগম্ভীর শিক্ষামূলক পোস্ট আসে।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
পড়শী বলেছেন: ??!!
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সজীব বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৫
পড়শী বলেছেন: সামুকে সামনে রেখে এরকম অনেকেই ঘুমায় এখন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
অশ্রুকারিগর বলেছেন: সহমত তাছাড়া ব্লগাররা সব ফেসবুকে ব্যস্ত হয়ে যাওয়ায় আগের মত সময় দেন না ; ভালো পোস্টও আসেনা
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭
পড়শী বলেছেন: ফেসবুকে ব্যস্ত থাকে কি নিয়া?
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
তোমোদাচি বলেছেন: এক দফা, এক দাবী,
মাইনাস বাটন তুই কবে ফিরবি
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯
পড়শী বলেছেন: মাইনাস বাটন উঠিয়ে দিছিল, লেখকদের নিরুৎসাহিত হওয়া থেকে বাঁচাতে। কিন্তু লেখক রা কি নিরুৎসাহিত হওয়া থেকে বাঁচছে।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: অাপনি কিছু মজাদার উপহার দেন।
তবে কথা সত্য।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০
পড়শী বলেছেন: মানুষ দিন দিন সিরিয়াস হয়ে যাচ্ছে। মজা কেউ সহজে পাইতে চায় না।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৬
বোকা ইনদুর বলেছেন: সামুর অনেক আগেই হোগামারা সারা হয়ে গেছে। ভাল ব্লগাররা এখন আর সামুতে মুততেও আসেনা
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২
পড়শী বলেছেন: আপনার ভাষা বড়ই মোধুর (!)।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯
ভিটামিন সি বলেছেন: মজার কিছু লিখলেও রিডার পায় না। যে কয়জন পায় তাও আবার কমেন্ট করি না। আমি যে সহজ ভাষায় লিখার চেষ্টা করি, তারপরও আমার প্রত্যাশিত পাঠক হয় না।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫
পড়শী বলেছেন: সেটা ঠিক। কমেন্ট করতেও আজকাল আলসেমী। তবে সত্যিকারের মজাদার কিছু থাকলে, অনেকেই চলে আসে কমেন্ট করতে।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫
জাফরুল মবীন বলেছেন: আপনি বেশ গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন।
“এখন শুধু গুরুগম্ভীর শিক্ষামূলক পোস্ট আসে”- এ ধরণের পোস্ট যেসব বেরসিকরা দেয় তাদের মধ্যে আমিও একজন
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
পড়শী বলেছেন: আপনি তো ভাই বস মানুষ। শিক্ষামূলক পোস্ট তো অবশ্যই সবার আগে।
কিন্তু সেগুলি অনেক উপভোগ্য হয় যদি তার সাথে কিছু মজাদার পোস্ট ও আসে।
অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
পড়শী বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। পরিবেশের সাথে বন্ধুত্ব পাতাইলেন কেম্নে?
১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: একমত
ভালো থাকবেন ।
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯
পড়শী বলেছেন: মাইনাস বাটন থাকলে বেশ মজা হইতো। ধন্যবাদ।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
আমিনুর রহমান বলেছেন:
হুম !
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৪
পড়শী বলেছেন: হুম মানে কি? একমত না দ্বীমত।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪
অদ্বিত বলেছেন: কেন ? গুরুগম্ভীর শিক্ষামূলক পোষ্টই তো মজার। সিরিয়াসনেসের মধ্যেই মজা খুঁজে নিতে শেখেন। হাসির বা মজার কোন কিছুই বিরক্তিকর। যা কিছু হাসির নয়, তাই মজার।।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৭
পড়শী বলেছেন: বুঝছি আপনি হলেন ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছাত্র। স্যারেরা যা বলেন, তাদের সাথে মাথা নাড়ান।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯
খাটাস বলেছেন: হুম মাইনাচ বাটন থাকলে অমুক আমারে মাইনাস দিলি কেন টাইপ পোস্ট আসত হয়ত। ভালই জমত।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৮
পড়শী বলেছেন: সে সময়টাই সামুর স্বর্ণযুগ ছিল মনে হয়।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: বিনোদনমূলক পোস্ট যে একেবারেই আসে না, তা কিন্তু না। হয়ত আগের চেয়ে সংখ্যায় অনেক কম আসে। আবার যাও আসে তা আমরা হয়ত খেয়াল করি না এবং দেখলেও আগের মত কমেন্ট করি না।
আর মাইনাস বাটন আবার ফিরিয়ে আনা খুব জরুরী।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৯
পড়শী বলেছেন: হু, ঠিক বলেছেন। "আবার যাও আসে তা আমরা হয়ত খেয়াল করি না এবং দেখলেও আগের মত কমেন্ট করি না।"
++ পোস্টের মত -- পোস্টগুলিও অনেক সময় ভাল লাগত।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৬
কলমের কালি শেষ বলেছেন:
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩০
পড়শী বলেছেন: সামুকে সামনে রেখে এরকম অনেকেই ঘুমায় এখন।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৩
নোমান নমি বলেছেন: কঠিনভাবে সহমত
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩১
পড়শী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮
চলতি নিয়ম বলেছেন: মাইনাস বাটন কি দরকার? প্লাস তো আছেই।
প্লাস দিয়ে উতসাহিত করলেই তো হয়।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
পড়শী বলেছেন: হুম, তা ঠিক। তবে একই তরকারী সবসময় ভাল লাগে না।
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনের কথাটাই বলেছেন ।
তখন পোস্ট দেয়ার সাথে সাথে কমেন্টে ভরে যেত ।
এখন পোস্ট দেয়ার এক সপ্তাহ পরেও দেখি , পড়া হয়েছে ৪ বার , কমেন্ট ০ ।
হাহাহাহা............
আসলে মজার পোস্টও কেউ পড়েনা , কমেন্টতো সোনার হরিন ।
এমনও হতে পারে , যা আমার কাছে মজার তা অন্যের কাছে বিরক্তিকর ।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
পড়শী বলেছেন: "এখন পোস্ট দেয়ার এক সপ্তাহ পরেও দেখি , পড়া হয়েছে ৪ বার , কমেন্ট ০ ।" হাহাহা।
একঘেয়েমীর জন্যই এমন হচ্ছে মনে হয়।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭
ভূতের কেচ্ছা বলেছেন: ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------
---------------------
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
পড়শী বলেছেন: মাইনাস বাটন চাইছি বলে আমারেই এত্তগুলো মাইনাস?
২০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭
মামুন রশিদ বলেছেন: মাইনাস গুনতে ভালো লাগে । ফিরিয়ে আনা হোক ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬
পড়শী বলেছেন: মামুন রশিদ ভাইয়ের গুণতে ভাল লাগে, শুধু এই কারণেই ফিরিয়ে আনা হোক।
২১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার পোষ্টে তো অনেক কমেন্টস।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩
পড়শী বলেছেন: তাইতো দেখছি। অনেকেই মাইনাস বাটন টা মিস করে দেখছি।
আমার মনে হয়, বেশির ভাগ ব্লগার, মূল লেখার থেকে কমেন্ট পড়তে বেশি পছন্দ করে। তাই, যেই লেখায় প্রথমে কয়েকটা কমেন্ট হয়ে যায়, সেখানে অনেকে চলে আসে।
২২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪
মিজভী বাপ্পা বলেছেন: সামু মামুর সার্ভারে আগুন লাগাই দেই চলেন!!! এরপর ঐ ভিড্ডু দেইখা বিনুদিত হই
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯
পড়শী বলেছেন: সামুর সার্ভারে আগুন লাগাইয়া বিনোদন উপভোগ!! আইডিয়াটা মারাত্মক। অনেকটা গাছের ডালে বসে, সেই ডাল টা কেটেই আনন্দ উপভোগ করার মত।
২৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরেকটা অবজার্ভেশন আছে, আপনার পোষ্টটা ছোট, পড়তে সহজ। সো বেশিরভাগ মানুষ পড়তে পারে ও কমেন্ট দেয়।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০
পড়শী বলেছেন: ভাল অবজার্ভেশন।
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কমেন্টগুলো মজার
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
পড়শী বলেছেন: আপনিও মূল পোস্টের থেকে কমেন্ট পড়ে বেশি মজা পাইছেন।
২৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
টুম্পা মনি বলেছেন: হুম মাইনাচ দরকার
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০
পড়শী বলেছেন: ধন্যবাদ।
২৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৬
কালো গুপ্তচর বলেছেন: বেশিরভাগ পোষ্টের লেখা থেকে কমেন্টগুলাই মজার হয় । তাই কমেন্টের আশায়ই বসে থাকি । মনে হয় সবাই আমার মতই বসে থাকে, তাই ভালো পোষ্টগুলারও মূল্যায়ন হয়না ।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩
পড়শী বলেছেন: কমেন্টেটর রা বসে থাকে ভাল পোস্টের আশায়। আর পোস্ট দাতা আশায় থাকেন ভাল ভাল কমেন্টের।
দুই একটা পোস্ট ছাড়া কারো আশা পূরণ হয় না।
২৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬
তুষার কাব্য বলেছেন: খারাপ হয়না...আবার পুরনো স্বাদ পাওয়া যাবে...
২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
পড়শী বলেছেন: নেশার জিনিষ যত পুরনো, তত মজা।
২৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২
খেলাঘর বলেছেন:
বিনোদন বেড়েছে, অনেক লেখকের ভাবনাই বিনোদনমুলক।
০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
পড়শী বলেছেন: ভালো বলেছেন। অনেকের কমেন্ট ও বেশ বিনোদন দেয়।
২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: এটাও চরম বিনোদন মূলক পোস্ট
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৫৭
পড়শী বলেছেন: হা হা হা। এটা তো ভেবে দেখিনি।
৩০| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৫
এস কাজী বলেছেন: যৌবন কি আর চিরদিন থাকে??
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৫৭
পড়শী বলেছেন: হায় হায়, সামু বুড়া হইয়া গ্যাছে।
৩১| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭
পড়শী বলেছেন: হুম মানে কি? একমত না দ্বীমত?
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
এমএম মিন্টু বলেছেন: সহমত আপু