![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সুন্দর ধরণীরবুকে
আমার মনের কথা
অবাক সুন্দর অবুঝ লাগা
মনে মন যে গাথা “”
শতরূপ তোমার নিজ মনেতে
এক রূপেতে আকা
ভিন্ন মত ভিন্ন ভাবে কেনো
মনে জাগে ব্যাথা “”
ছলনা তোমার রূপে নয়কো
নিজ মনেতে গাথা
বোঝনাকো ভুল, হইয়ো না ব্যাকুল
মনে পেয়োনা ব্যথা
আজব আমার চলন ভঙ্গি
চাহনিটাও বাঁকা
দেখি আমাতে তাকাই তোমাতে
আমার নয়ন বাঁকা “”
বাঁকা আমার মনে ভাষা
তোমার জন্যে লেখা
কাব্য আমি লিখি যেমন
কাদায় জল মাখা ”
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮
ফয়সাল হাওড়ী বলেছেন: অসাধারণ লিখছেন। লেখা চালায়ে যান। আছি আশে পাশে। পড়ি এবং পড়বো।