নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবণ সংগ্রাম

পথের কাঙাল

ছাত্র

পথের কাঙাল › বিস্তারিত পোস্টঃ

নপুংশক

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

প্রচণ্ড গরমে একরকম চুপচুপে ভিজে আপনি এলেন বাসায়।এসেই মনে করলেন আরো বড় ভুল করেছেন কারণ বিদ্যুৎ নেই।তারপরও একটু স্বস্তি পাওয়ার জন্য বাথরুমে গেলেন গোসল করবেন বলে।কিন্তু শাওয়ার ছেড়ে দেখলেন পানি নেই।তখনই খেয়াল হল বেশ কয়দিন ধরে পানির এ দুরাবস্থা।কী করবেন??কাকে বলবেন??
বলার মত কেউ তো নেই।কারণ প্রতিবেশী আপনার চেয়ে শক্তি সামর্থ্যে অনেক ক্ষমতাবান।সে যখন এক তরফা পানি একাই ভোগ করার জন্য আলাদা লাইন বসাচ্ছিল তখন আপনি প্রতিবাদ করেননি।আর সে এই সময়ে একই সাথে লাইনও বসিয়েছে সেই সাথে এলাকার এমপিও।আপনার প্রতিবাদ করার সময়টিতে আপনি প্রতিবাদ না করে বলেছিলেন আগে লাইন বসাক।তারপর দেখা যাবে।এখন প্রতিবাদ করার ক্ষমতাও আপনার নেই।প্রতিবাদ করলে এলাকা ছাড়তে হবে।
এদিকে আপনার বাসার উভয়পাশে প্রতিবেশীর দুই বউয়ের ঘর।আপনি আপনার বাসার উপর দিয়ে তার যাবার রাস্তা করে দিলেন। এমনকি প্রতিবেশী মানুষ বলে তার কাছ থেকে তো কোন পয়সা নিলেনই না সেই মাথে আপনার অন্দরমহলে তার দেখাশুনার ব্যাবস্থা করলেন।এমতাবস্থায় আপনার ঘরের সুন্দরী রমণীর দিকে তার চোখ পড়েছে।কী করবেন আপনি??অথচ রাস্তা বানাবার আগে আপনার ছোট ভাই প্রতিবেশীর উপর কিছু শর্ত আরোপ করতে চেয়েছিল।আপনি তাও শুনলেননা।এখন আপনার বিপদে সেও আর কোন বুদ্ধি দিতে পারছেনা কারণ আপনি সেসময় তাকে মেরে এলাকা ছাড়া করেছেন।
আপনার একটি ধানক্ষেত ছিল যার সাথে প্রতিবেশীরও ধানক্ষেতের একটা অংশ ছিল।তবে আপনার অংশটি বড় এবং উর্বর।তো প্রতিবেশী বলল যে আপনার অংশের উপরে কিছু জায়গায় তিনি নীল চাষে আগ্রহী।এলাকার মুরুব্বীরা বলল,এটা করিসনা,তোর জমি নষ্ট হয়ে যাবে।আপনি শুনলেননা।হাজার হোক,প্রতিবেশীতো আপনার বন্ধু।এরকম শক্তিশালী বন্ধু পাওয়া সৌভাগ্যের।দিলেন তাকে অনুমতি। পরের বছর যখন ধান চাষ করতে গেলেন তখন দেখলেন আপনার জমি বন্ধ্যা হয়ে গেছে।কী করবেন আপনি??এবার বসে বসে কাদুন।আর প্রতিবেশীর সাথে চাকর হিসেবে একীভূত হয়ে যান তা না হলে আপনার পেটের খাবারও জুটবেনা।
এরকম বিবেকবুদ্ধিহীন লোক নিশ্চয়ই আপনি নন।তবে কেন বাংলাদেশের ব্যাপারে আপনি এমন নপুংশকের ন্যায় আচরণ করছেন??ফারাক্কা,তিস্তা,টিপাইমুখে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নিল আর আপনি চুপ রইলেন।ট্রানজিট করিডোর দিলেন অথচ শুল্ক মওকুফ করলেন।এখন সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হল।তাতেও বাধ সাধলেননা।অথচ এই বনটি আমাদের দেশের প্রাণের উৎস।এরপর যখন আমাদের আর কিছুই থাকবেনা তখন এমনিতেই আমাদেরকে পাশের দেশের লেজুড় রাষ্ট্র হওয়া ছাড়া উপায় থাকবেনা।সুতরাং সিদ্ধান্ত নিতে হলে আজই নিন।নচেৎ আরেকটি পলাশী আমাদের জন্য অপেক্ষা করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.