নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য চয়ন

অদৃশ্য এক ভুবনে আপনাকে স্বাগতম

বাংলার পথিক

যা মাথায় আসে তাই লেখি

বাংলার পথিক › বিস্তারিত পোস্টঃ

জিহাদকে উদ্ধারে বুয়েট ছাত্রের রেসকিউ ডিভাইস

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২




পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদকে উদ্ধারে একের পর পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছে। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জিহাদকে উদ্ধারের জন্য একটি বিশেষ রেসকিউ ডিভাইস (ক্যাপসুল লিফট) এর ডিজাইন করেছেন। ওই ছাত্রের তানভীর আরাফাত ধ্রুব। তিনি এখন গুগল বাসে ট্রেইনার হিসেবে কাজ করছেন।

তিনি দাবি করেছেন ওই বিশেষ লিফট দিয়ে জিহাদকে সহজেই উদ্ধার করা সম্ভব। এটি বানাতেও বেশি সময় লাহবে না। মাত্র ১ ঘন্টার মধ্যই এটি বানানে সম্ভব।

তিনি বলেন, ক্যাপস্যুলটা নামানোর সময় হলুদ দড়ি ধরে নামাতে হবে, ওঠানোর সময় লাল দড়ি ব্যহার করতে হবে। মাথায় যা যা চ্যালেঞ্জ আসছে সবই ট্যাকল দেয়া সম্ভব। লোহার ড্রামের মিস্ত্রি যারা আছে তারা ঘণ্টার মধ্যে এটি বানাতে পারবে।

এটা মূলত একটা তলা খোলা-বন্ধ করা যায় এমন লিফট। ব্যাস হতে হবে ১৪ ইঞ্চির থেকে অল্প একটু কম। নামানোর সময় নিচের ডালা চারটা খোলা থাকবে, সো বাচ্চারে পাস করে নিচে নেমে যাবে। আর তারপর লাল দড়ি ধরে টান দিলেই নিচের ডালা লেগে গিয়ে উপরের মুখ খোলা ড্রামে পরিণত হবে। বাচ্চাকে কিছউ করা লাগবে না, সে জাস্ট দাঁড়িয়ে থাকবে।

তবে ওঠানোর সময় ভুলেও লাল দড়িতে ঢিল দিয়া হলুদ দড়ি টানা যাবে না।

ধ্রুবর ডিজাইন করা রেসকিউ ডিভাইসটি তৈরি করতে তার বন্ধুরা এখন ওয়ার্কশপে রয়েছেন। তারা জানিয়েছেন ডিভাইসটি তৈরি করতে প্রায় তিন ঘণ্টা লাগবে।

এমন ঘটনার জন্য তাকে ধন্যবাদ দিয়াই যায় কিন্তু আমার মনে হয় বেশ দেরী হয়ে গেছে তবুও মরদেহ কিংবা ভবিষ্যতের জন্য কাজে লাগবে ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৬

খেলাঘর বলেছেন:



ড্রইং ঠিক আছে, সামান্য যোগ করার দরকার: ড্রামের গায়ে (ভেটর থেকে) দাঁড়ানোর জন্য ছোট ২টি পা-দানী লাগাতে হবে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

ব্লগার ভুত বলেছেন: নাটকের ক্ষেত্রে এসব জিনিস লাগে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.