| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক৮০৪
আমিত্বকে ভালবাসি................................
এসএসএসি ক্যান্ডিডেট
(অনুগল্প- ১)
রুম নাম্বার-১
য়াম্মম্ম.....লম্ব বাই অতিভুজ ইকোয়েল্টু সাইন থ্যাটা এঁ সাইন থ্যাটা এঁ এঁ সাইন থ্যাটা........য়াম্মম্ম ভুমি বাই অতিভুজ ইকোয়েল্টু কস থেটা এঁ কস থেটা এঁ এঁ কস থ্যাটা.......
রুম নাম্বার-২
-অই জগলু!টিভিতে ব্রেকিং নিউজ দিতাছে!
রুম নাম্বার-১
শালার সাইন থেটার গুষ্টি কিলাই!...য়াম্মম্ম...... হনেস্টি ইজ দ্য বেস্ট পলেসি......নো ওয়ান ক্যান.....
****** ****** ******
অল টুগেদার
(অণুগল্প- ২)
-এই অরুণ!মাথাটা সোজা কর!
-হ্যা হ্যা মামা!আরেকটু চাপ!
-সজল!তোকে দেখা যাচ্ছে না!
-কিরে সজিব!এইদিকে তাকা!
-দোস্ত!আরেকটু উঁচু হ!তোরে দেখা যায় না!
-তোরা দুইজনেই মাথা নিচু কর!
-কিরে ব্যাট্ট!আমার সামনের থেকে মাথা সরা!
হ্যা! হ্যা! হ্যা!সবাই!ইস_মাইল প্লি...জ!!!
****** ****** ******
লাস্ট মিনিট
(অণুগল্প- ৩)
বল পায়ে ছুটে যাচ্ছে রফিক।মাঝমাঠ পেরিয়ে ডি বক্সের কাছাকাছি। রেফারি হাত উঁচিয়ে ঘড়িটা দেখে আরেকবার।
রফিকের মাথায় তখন একটাই চিন্তা-"মায়ের অপারেশনের জন্য দু লাখ টাকার প্রয়োজন।
****** ****** ******
শার্টের কালো দাগ
(অণুগল্প -৪)
চকলেটগুলি প্যাকেটবন্দি। নিথর পড়ে আছে ফ্রিজের নরমালে।ডীপফ্রিজের আইসক্রিম আরো শক্ত হয়, বরফ কাঠিন্যে।ছোট্ট কিডি সাইকেলটা পড়ে আছে বারান্দায়।স্ট্যান্ডটা ভেঙে গেছে।সামনের চাকা আর হ্যান্ডেল দুমড়েছে বাক্সেট সহ।বারান্দার শিকে ঝুলছে একটি স্কুলড্রেস,শাদা শার্ট।জমাট বাধা রক্ত শুকিয়ে কালো কালো দাগে লেগে আছে। শার্টের কলারে,বুকপকেটে,হাতের কফে।
মিস্টার এন্ড মিসেস রোহান দিন গুজরান-"চারদিন ধরে বাসায় কেউ ডোরেমন দেখে না।"
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
পথিক৮০৪ বলেছেন: ধন্যবাদ!শুভেচ্ছা জানবেন।ছেড়ে দিয়েছিলাম,আবারো শুরু করেছি।দেখা যাক....
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১
আমি সৈকত বলছি বলেছেন: তিন নাম্বারটা অসাধারন ছিলো।
টুইস্টটা ভালো দিয়েছেন তিন নাম্বারে।
শুভ কামনা রইলো। ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩
পথিক৮০৪ বলেছেন: প্রীত হলাম!শুভেচ্ছা জানবেন
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫
ধ্রুবনীল হায়দার বলেছেন: তিন নাম্বার গল্পে রফিক চরিত্র কি খেলোয়াড় না দর্শক ???
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৪
পথিক৮০৪ বলেছেন: ধন্যবাদ দাদা!আসলেই বিভ্রান্তিকর ছিলো বিষয়টা।এখন অবশ্য এডিট করা হয়েছে।ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
আরণ্যক রাখাল বলেছেন: শেষেরটা বেশি ভাল লেগেছে| বাকিগুলাও জমাট গল্প| আরো লিখুন