নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাক ভাবুক......................

আমিত্বকে ভালবাসি.............

পথিক৮০৪

আমিত্বকে ভালবাসি................................

পথিক৮০৪ › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮



|| তুরষ্ক ||

রক্তাধিক্যের আমাবস্যা পেরিয়ে যদি আবার কোন পূর্ণিমাতিথির জন্ম হয়-
আমরা নতুন করে সারাবাড়িতে চুনকাম করে সাজিয়ে দেবো।
জন্ম, মৃত্যু অথবা আবেগের পরেই আসে স্বাধীনতা।
সুতরাং -
ছোট ছোট লেজওয়ালা মানুষে পৃথিবী ভরে ওঠার আগেই আমাদের বাড়ি ফেরা দরকার।


|| স্বপ্ন ও মরণবিলাস ||

ধর্ম অথবা স্বর্গীয় বিশ্বাসে যদি সময়ের মৃত্যু ঘটে-
লালদালানের ঝুলন্ত দিনের শেষে
এই পৃথিবী আবারো খুঁজুক হারানো পথ।পবিত্র লালসবুজ।
অথবা একটি রৌদ্রময় সকালে আবারো নেমে আসুক অবলা মানববন্ধন-
প্রেম নিবেদনে আমরা যখন বড়ই বিশ্বাসী।

সৃষ্টি জানে-জেহাদ,জঙ্গী,মানবতা ইত্যাদি প্রতারিত শব্দের ভাঁজে লুকিয়ে থাকা আমি একজন মানুষ,নিরীহ প্রাণী।


|| ইতিহাসের পাণ্ডুলিপি ||

দেখো,প্রিয়!
অন্ধকূপের হারানো রশির সন্ধানে ওরা আবার এসেছে-
অথচ অসংখ্য সূর্যাস্তকাল ঝরেছে সাগরে।
তবুও আবার বিভৎস হতে চায় পৃথিবী।
দিক হতে দিকের ডাকে নেমেছে আধার
ব্যবিলনের গল্পের অসারতা কিন্তু আমরা ঠিকই উদ্ধার করেছি, প্রিয়!
তবুও ওরা আবার এসেছে-
এক,দুই,তিন করে।
প্রিয়!চলো তবে,রাত বারোটার আগেই আবার বাড়ি ফিরতে হবে যে!





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.