![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল !!!
ব্লগার ভাইয়েরা আপনারাই বলেন পতিতার পতি নামটা কি আশ্লীল । এই নামটার জন্যই প্রায় তিনমাস যাবত আমাকে সেইভ করে নাই মডুরা । তারপর আমি পতিতার পতি থেকে চিরনীল হয়ে গেলাম । অবশেষে আমাকে সেইভ করা হল । মোটামুটি আনন্দই লাগছে । কিন্তু সুক্ষ একটা দুঃখবোধ বুকের বাম পাশে রয়েই গেছে । কি পপুলারই ছিল না আমার পতিতার পতি নিকটা । অনলাইনে থাকলে শুধু নামের জোরেই মানুষ ব্লগে ঢুকে পরত ।
দুঃখের কথা বলে আর লাভ নাই । তারচেয়ে দেখেন জরায়ুতে বিলীন হয়ে যাওয়া অর্থাৎ সংকলিত পাতায় প্রকাশ না পাওয়া আমার পোস্টগুলো কেমন হইছে ।
আমাদের মাতৃ গ্যলাক্সি আকাশগঙ্গা (মিল্কিওয়ে) ও মহাকাশের নেবুলা ও গ্যলাক্সির কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ )
ছোটগল্প ; অন্ধকার কুঠরিতে একটি মাতাল রাতের পূর্বাভাস(১৬+)
সব সময়ের শ্রেষ্ঠ ১০০ মুভি
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৯
চিরনীল বলেছেন:
২| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৮
রাজসোহান বলেছেন: প্রথম পাতায় স্বাগতম
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১১
চিরনীল বলেছেন: থেংকু
৩| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১০
শয়তান বলেছেন: স্বাগতম
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১২
চিরনীল বলেছেন: ধইন্যা
৪| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: যাউগ্গা সুস্বাগতম
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৩
চিরনীল বলেছেন: ধইন্যা পাতা
৫| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৮
জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: আমারো এটা নিয়ে কিছু বলার ছিল। উল্টাপাল্টা কত রকমের পোস্ট সামুতে লেখা হয়, ভাষার কি ছিরি আর ব্যবহার!!!
ওই সব পোস্টে যারা প্রতিবাদ করেন, দেখা যায় তাদেরকেই ব্লক করে দেয়া হয়!!!
আর ভালো পোস্ট ব্লগাররা খুব কম পড়ে!!!
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৬
চিরনীল বলেছেন: আমি আসলে বুঝতে পারছি নাই , আপনি কি এই পোস্টেই মন্তব্য করেছেন কিনা । যা বলার দয়া করে স্পস্ট করে বলুন ।
৬| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩০
মাহমুদহাসান বলেছেন: পতিতার পতি নিকটা কইলাম আর্টিস্টিক আসিল।
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪০
চিরনীল বলেছেন: হয় দাদা ।
৭| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:৪০
জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: আপনার পোস্ট ভাল্লাগছে
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫
চিরনীল বলেছেন: ধন্যবাদ ।
আপনার বক্তব্যের সাথে সহমত ।
আমার আসলে বোঝা উচিত ছিল যে আমি অত খারাপ ব্লগার না ।
৮| ০২ রা আগস্ট, ২০১০ রাত ৯:৫৩
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: পতিতার পতি
নতুন একটা নিক খুলেন , **কির জামাই
০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:০১
চিরনীল বলেছেন:
৯| ০২ রা আগস্ট, ২০১০ রাত ৯:৫৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কে বলসে নিকের জন্য আপনে সেফ হননাই
চিরনীল নিকটাওতো সুন্দর!!
০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:০২
চিরনীল বলেছেন: মডুরা ইমেইল করে জানাইছে ।
১০| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ৩:০২
নাজমুস বলেছেন: আহারে, দুঃখে চউখে পানি আইয়া পরলো!!!
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:২৬
চিরনীল বলেছেন: হয়
১১| ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩২
প্যাঁচনাই বলেছেন: আহারে !!!!
ব্যাপারস্ না !!!
০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:১৪
চিরনীল বলেছেন: কি আর করমু
১২| ২০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:২৪
সোমহেপি বলেছেন: পতিতার পতি নিকটা তো অনেক বিপ্লবী একটা নিক ছিল।এটা কতজনই বা পারে।সমাজ পতিতা তৈরী করতে পারে ,তাকে ভোগ করতে পারে,বেশ্যা বলে গাল দিতে পারে ,শুধু তাদের পাশে দাড়াতে পারে না।ভদ্দরনোকেরা পতিতার নাম শুনলে নাক সিটকান,আবার কোনপতিতার ইশারা পেলে বউ রাইখা দৌড় দেন পতিতার কাছে।ভোগ শেষ হলে যা শালী.....
এই সমাজ পতিত সমাজ ,ভদ্দরনোকেরা সব বেশ্যার সন্তান,ভদ্দরনোকেরা সব পতিতার পতিতা।পিশাব করি শালা দ্বিমুখী আচরনী সমাজের মুখে...
২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২২
চিরনীল বলেছেন: ধন্যবাদ অসাধারন একটি মন্তব্য করার জন্য ।
বাংলাদেশের প্রায় ১ লক্ষ পতিতার অধিকাংশই পরিস্থিতির শিকলে পরে এই পেশা বেছে নিয়েছ (বা নেয়ানো হয়েছে ) ।
সমাজের সব স্থরেই জীবন চলে ।
আমরা কোন যুক্তি ঐ জীবনকে অবহেলা করি ?
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৫
রাজসোহান বলেছেন: