![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Focus on self development, the country will developed.
রোহিঙ্গা সংকটের চর্বিত চর্বন আর ভাল লাগছে না, পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক হয়েছে কিন্তু রোহিঙ্গাদের জন্য আমার পোড়ে কেন পেড়ে তাও ক্লিয়ার করছি।
#মানবিকতার কারনে (মৃত বা ভয়ার্ত শিশুর মুখ দেখতে চাই না, সন্তান হারা পিতা-মাতার আহাজারি দেখতে চাই না)।
#মুসলিম বলে।( "রোহিঙ্গাদের উপর কি ভয়াবহ অত্যাচার চলছে।!" একথা বলেই ইমরান এইচ.সরকার সাম্প্রদায়ীক
ট্যাগ খেয়েছেন। অনেক সেকুলার ও অনেক মুসলমানও ভয়ে রোহিঙ্গাদের প্রতি মানবতার দৃষ্টিতেও সহানুভূতি দেখানর কথা বলছে না। এই গনহত্যার জন্য বার্মীজ সৈন্যদের প্রতি নিন্দাও প্রকাশ করছে না। রামু -নাসির নগরে ভিন্ন ধর্মী ও সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে যেমন দু:খ পেয়েছি, নিন্দা প্রকাশ করেছি, তেমন যে কোন অত্যাচারিত মুসলমানের পাশে থাকতে চাই, আমি মুসলমান আমার ধর্ম আমাকে সেই শিক্ষা দেয়)।
#বাঙ্গালী অজির্ন বলে (সপ্তদশ শতকে ইউরোপীয় পর্তুগীজ ও আরকানী মগ দস্যুদের বাংলা থেকে ধরে নিয়ে যাওয়া
মানুষ গুলোই আজকের রোহিঙ্গা। এদের কৃত দাস হিসেবে বিক্রি করা হতো । এবং মিয়ানমারের কর্তৃপক্ষ নিয়মিতভাবে আরসাকে ‘বাঙালি সন্ত্রাসবাদী’ বলে অভিযোগ করে আসছে।
#তারা মুক্তিকামী বলে ( কয়েক প্রজন্ম তো পার হয়ে যায়নি আব্বার মুখে শুনলে তো মনে হয় মাত্র কয়েক দিন আগের
কথা। আমরাও মুক্তি মুক্তিকামী ছিলাম পীড়িত-নির্যাতিত হয়েছি পাকিদের কাছে ঠিক রোহিঙ্গাদের মত, ভারতের মত রোহিঙ্গারাও আমাদের আশ্রয় দিয়েছে ভুলি কি করে। )
#বাংলাদেশের নিরাপত্তার জন্য (তাদের সমস্যার স্থায়ী সমাধান পূর্বক ফেরত না পাঠাতে পারলে বাংলাদেশ নিরাপদ না। মায়ানমার আরাকানকে মুসলিম রোহিঙ্গা মুক্ত করতে চায়, শেষ রোহিঙ্গাটি থাকা পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। তাদের মিশন সফল করতে ধরে নিলাম ৪লক্ষ রোহিঙ্গা হত্যা করলো বাকি ৪লক্ষ আমি,আপনি চাই বা না চাই বাংলাদেশে অনুপ্রবেশ করবে )।
দুনিয়ায় সকলের মতের মিল থাকলে কি এত সংঘাত থাকতো? হ,, আমি রোহিঙ্গাদের জন্য ১বাটি চোখের জল ফেলবো । আপনার মতের সাথে না মিললে আপনি মশাই মুড়ি কিনে খান ।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮
ফাহিম মোল্লা বলেছেন: সেকুলার ও অনেক মুসলমান রোহিঙ্গাদের প্রতি মানবতার দৃষ্টিতেও সহানুভূতি দেখানর কথা বলছে না সাম্প্রদায়ীক ট্যাগ খাওয়ার ভয়ে।
২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
রোহিংগারা বাংগালী, প্রাণ বাঁচাতে বাংলায় আসার প্রচেস্টা স্বাভাবিক
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
ফাহিম মোল্লা বলেছেন: বুকে গুলি খাবর ভয়ে বার্মীজ সৈন্যর হাত থেকে লুকিয়ে বাংলাদেশেই আসবে, কারণ ওরা ভাল করে জানে বিজিবি ওদের বুকে গুলি করবে না, গুলি যদি করে তো পায়ে করবে । আমরা চাই বা না চাই ওরা বাংলাদেশে অনুপ্রবেশ করবে গোপনে লুকিয়ে, বিজিবির হাতপা ধরে,দালালদের টাকা দিয়ে।
৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৭
সচেতনহ্যাপী বলেছেন: তাই খাবে ভাই।। এর সাথে না কি রাষ্ট্রীয় ব্যাপার-েস্যাপার জড়িত!!
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
ফাহিম মোল্লা বলেছেন: অবশ্যই ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, দক্ষিণ এশিয়ার আধিপত্য এর সাথে জড়িত।
ভারত যেমন বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করে বাংলাদেশে ভারতের ছায়া শাসন ও বাজার তৈরী করেছে । আরাকান রাজ্য স্বাধীন হতে সহায়তা করে বাংলাদেশেরও একই পথ অবলম্বন করা উচিত ।
সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বাংলাদেশে আশ্রিতরা ফিরে যেতে পারবে । মায়ানমার চাইছে কোন রোহিঙ্গা তাদের ওখানে রাখবে না এই মিশনে ধরে নিলাম ৪লাখ মেরে ফেল্লো বাকি ৮ লাখ ঠিক বাংলাদেশে ঢুকে পড়বে, আপনি আমি চাই বা নাচাই। যেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকির। এবং ২০ থেকে ৩০ বছর পর দেখবেন চিটাগং এর বোদ্ধদের নিপিড়ন করবে । এবং তারা বাংলাদেশ হতে স্বাধীন হতে চাওয়া দাবিটা আরো জোরালো ভাবে করবে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: ফাহিম মোল্লা ,
এই গনহত্যার জন্য বার্মীজ সৈন্যদের প্রতি নিন্দাও প্রকাশ করছে না।
এই ব্লগে এবং সব সামাজিক সাইটে আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।
ব্লগারদের সবার উচিত এমনতরো পোস্ট দিয়ে ব্লগ ভরিয়ে ফেলা ।