নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমরা ফিরে যাবো আমাদের সোনালি অতীতে ।

ফাহিম মোল্লা

Focus on self development, the country will developed.

ফাহিম মোল্লা › বিস্তারিত পোস্টঃ

জীবনের শেষ প্রহরে মতিন সাহেব ও তার বিস্ময় ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

ধর-ধর শালার চোখ তুলে দে যেন গাড়ি চালাতে রাস্তায় না আসে, আসলে যেন ভিক্ষা করতে আসে । দুই দিন আগে দেখেছি ভ্যান চালাতে আর এখন পিকআপ ড্রাইভার হয়ে গেছে । দে দে শালার চোখ তুলে দে। জ্ঞান হারানোর ভং ধরে পড়ে আছে শালার কিছুই হয়নি ।
আস্তে আস্তে উঠে বসলেন মতিন সাহেব চোখ মেলেই সামনে তার প্রিয় টয়োটা এলিয়ন গাড়িটি দেখতে পেলেন । সামনের ডান পাশের অংশটার উপর একটা লোডেড পিকআপ উঠে আছে, বুকের ভেতরটা যেন মুচড়ে উঠলো কারন নতুন গাড়িটা দু'মাসও হয়নি কিনেছে ।
রাগে-ক্রোধে সামনেই পড়ে থাকা অচেতন দেহটির দিকে এগিয়ে গেলো মতিন সাহেব। আজ নিজের হাতেই তোর চোখ তুলে নেব তোর ড্রাইভিং লাইসেন্স বাতিল করবো । কাছে যেতেই থমকে যায় মতিন সাহেব, মুখটা তার খুবই চেনা-চেনা মনে হয়! হ্যা গত সপ্তাহেই তো অফিসের সামনের ফটোকপির দোকানি মনির সাহেব এই লোকটিকেই নিয়ে এসেছিলো ড্রাইভিং লাইসেন্স করাতে, ফটোকপির দোকান হল সাইন বোর্ড, সে আসলে BRTA এর দালালী করে । স্যার এই হলো আক্কাস ওর লাইসেন্স করিয়ে দিতে হবে আর ও কোন পরীক্ষা দিতে আসতে পারবে না, কারন ওর প্রতিদিনই ভ্যান চালিয়ে সংসার চালাতে হয় ।
আরে মনির সাহেব এত দিন ধরে কাজ করছি- কারো কি চোখের পরীক্ষা, সাধারণ জ্ঞান বা জিক-জাক ড্রাইভিং পরীক্ষার প্রয়োজন পড়েছে ! শুধু গরু ছাগল চিনতে পারলেই হলো । জানেন না- মতিন ভূইয়াঁ এক কথার মানুষ, আপনি শুধু খেয়াল রাখবেন আমার রেটটা যেন ঠিক থাকে। লার্নার পেপার দিয়ে দিচ্ছি গাড়ি চালাতে থাক লাইসেন্স আসলে জানিয়ে দেব ।
সে দিনের কথা ভাবতে ভাবতে মতিন সাহেব আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আর মনে মনে আওড়াতে থাকে কুত্তার বাচ্চা তোকে সেই দিন কত উপকার করলাম বিনা পরীক্ষায় তোর সব কাগজ পত্রে সই করে দিলাম আর তুই আমার গাড়িটাই ভেঙ্গে দিলি !!
মুঠ পাকিয়ে মতিন সাহেব আক্কাসের টুটি চেপে ধরতে যায় কিন্তু মতিন সাহেবের হাত ফসকে যায় সে আক্কাসকে ধরতে পারে না। উদভ্রান্তের মত এদিক ওদিক তাকাতে থাকে মতিন সাহেব সে কি স্বপ্ন দেখছে ? দেখতে পায় আঘাতে থেতলে যাওয়া তারই দেহ লোক-জন ধরা-ধরি করে পিকআপ ড্রাইভার আক্কাসের পাশে এনে শুইয়ে রাখছে ।
মতিন সাহেব বুঝতে পারলেন কোন বস্তু বা সত্তার প্রতি মায়া, রাগ, ক্ষোভ, ঘৃনা চরিতার্থ করার দিন তার ফুরিয়েছে এখন তিনি সব কিছুর উর্দ্ধে .....

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

ঢাকাবাসী বলেছেন: এইসব দুর্ঘটনা আর প্রত্যক্ষ খুনের জন্য যারা বলে গরু ছাগল চিনলেই গাড়ি চালান যায় তারাই দায়ী! বছরে ১৫০০০ খুন হয় কোন শাস্তি হয় না!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

ফাহিম মোল্লা বলেছেন: BRTA অফিসের সামনে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমান দালাল রয়েছে সেখানে । কেউ যদি দালাল ছাড়া সঠিক ভাবে লাইসেন্স করতে যায় তবে তিনি লাইসেন্স কোন কালে পাবেন কিনা সন্দেহ আছে । এমন কি যারা সঠিক ভাবে লাইসেন্স করতে যায় তাদের প্রতি BRTA কর্মচারী - কর্মকর্তা বিরক্তি প্রকাশ করে, এবং ঘুরিয়ে ফিরিয়ে বাতিল করে দেয় । দালালের মাধ্যমে গেলে ছবি আর ফিঙ্গার প্রিন্ট ছাড়া কিছুই লাগবে না ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা বলে গরু ছাগল চিনলেই গাড়ি চালান যায়
তাদের গাড়ীর উপর কেন এরা ট্রাক উঠায়না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ফাহিম মোল্লা বলেছেন: নীতি নির্ধারক ও বড় কথা যারা বলে তারা সব সময় সব কিছুর উর্দ্ধে থাকেন ।
তবে BRTA অফিস গুলোতে দালালী প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছে ।
দালালের মাধ্যমে লাইসেন্স করতে গেলে ড্রাইভারের বোধ, দৃষ্টি এবং শ্রবন শক্তি আছে কিনা তার প্রয়োজন পড়ে না ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফাটাকেষ্ট কত থাপড়ানি, দাবড়ানি দিল মিডিয়ার সামনে। কিন্তু যেই লাউ, হেই কদু। তিনিও পারেননি এই চক্রকে ভাঙতে। হবে না, এই দেশের কিছু হবে না যতদিন এই দুই পরিবার রাজনীতিতে থাকবে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফাহিম মোল্লা বলেছেন: রাজনীতি ও লুন্ঠনের টিকেট আমরাই দেই, আমরা আমরা ঠিক হলে আলো আসবেই ।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: এই রোড এক্সিডেন্টের কারনে কত সম্ভাবনাময় জীবন যে হারিয়ে যায়, কত পরিবার নিঃস্ব হয়....যখন শাহজাহানের মতো চামাড় এসব মিসম্যানেজম্যান্টের পক্ষে কথা বলে তখন হতাশ হতে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.