নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুর পেছনে আছে কোয়ান্টাম শক্তির রহস্য

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন

ব্যর্থ মানুষ

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন › বিস্তারিত পোস্টঃ

হায়রে সিরিয়াল

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:১৩

-হ্যালো ...কি করছিলি?

-শ্বাশুরী আম্মাকে নিয়ে হিন্দী সিরিয়াল দেখছিলাম।

-নাম কিরে?

-“শ্বাশুড়ী কাভি নেহি আচ্ছা হো”

-বলিস কি শ্বাশুরীর সাথে এই সিরিয়াল দেখিস? তা আজকের ঘটনা কি?

-আর বলিসনা বউ টা শ্বাশুরীকে বিষ খাইয়ে মারতে চায় ...মারতেই পারেনা। যতবার দুধে বিষ মেশায় সেই বিষ নয় বিড়াল খেয়ে যায়...নয় কাজের মেয়েটা খেয়ে যায়...

-ওমা বিড়াল , কাজের মেয়ে কি মরে যায়?

-না না। ওটা তো শ্বাশুরী মারা বিষ। স্পেশাল। অন্যেরা মরবে কেনও? বিড়াল আর কাজের মেয়ে দুইজনই প্রেগন্যান্ট হয়ে যায় তারপর…।

-বলিস কি বিষ খেয়ে প্রেগন্যান্ট হয়ে গেলো...? ভাগ্যিস নায়কটা খায়নি...আচ্ছা তোর জামাইও এইসব দেখে নাকি?

-হ্যা। ওতো অনেক রাতে আছে। তাকে নিয়ে দেখি “পিয়ার আফটার ম্যারী” ।

-এইটার কাহিনী কি?

-মেয়েটার বিয়ে হয় তারপর তার পুরানো প্রেমিকের সাথে পালিয়ে পুলিয়ে প্রেম করে...এই...

-এই সিরিয়াল তোর স্বামীর সাথে দেখিস। অস্বস্তি লাগেনা?

-ওমা কত আনন্দ নিয়ে দেখি। ও বলেছে আমি এমন করলে সে একটুও রাগ হবেনা। আমি বলেছি “তুমি এত্তগুলো কিউট...”

-তাতো ঠিকই। এত্তগুলো কিউট... আচ্ছা এখন কতগুলো হিন্দী সিরিয়াল তুই দেখিস?

-১৭ টা চলছে। সামনের মাসে আরেকটা অ্যাড হবে “মেরি নকর মেরি আশিক” কাজের ছেলের সাথে প্রেম...সুপার ডুপার হিট...

-এটা নিশ্চয় কাজের ছেলেকে নিয়ে দেখবি।

-চুপ করবি তুই?

-আচ্ছা ১৭ টা সিরিয়ালে নায়ক কইজন নায়িকা কইজন রে...

-১৭ টাই মোট ১৭টা বনেদী পরিবারের গল্প। আমরা ফকিরনি পরিবারের কাহিনী দেখিনা। আর নায়ক নায়িকা অনেক। তবে প্রত্যেক টাই একটা করে মেয়ে শয়তান থাকে।

-মেয়েরাই শয়তান শুধু। ছেলেরা শয়তান হয়না।

-না না হিন্দী সিরিয়ালে ছেলে শয়তান থাকার নিয়ম নেই। একটা মেয়ে শয়তান থাকে...এরা কুটনী হয়...দুনিয়া ধ্বংস করে দেয়...

- তুই নারী হয়ে সারাদিন নারী কুটনী ধর্মী গল্প দেখে বেড়াস এটা কেমন কথা?

-দেখ আমাদের ছোট করবিনা। আমরা ছোট নই। কথায় কথায় নারীদের দোষ ধরা । আমরা বোকা গাধা? আমরা খারাপ?? শোন...

-এইসব আমি কোথায় বললাম ...এইসব তো তোদের হিন্দী সিরিয়াল বলে...

-তুই ব্লক। তুই বাদ...তুই আমার বন্ধু না...তুই ভাগ...।তুই তুই তুই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.