নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

বাঘমারির জঙ্গলেতে ভূতপ্রেতের হুঙ্কার
গাছগাছালির দৃশ্যাবলী অতি ভীষণ চমৎকার।
ভূতপ্রেতের হঠাৎ আওয়াজ সবার পিলে চমকে যায়
কে বা কারা এসে যেনো গাছের পাতা নাড়িয়ে যায়।
ভূতপ্রেতের সাদা মূর্তি দূরে আছে দণ্ডায়মান
চোখ কান নাক মুখ কোথায় তাদের দেখতে অতি ভয়ঙ্কর।
দেখে যেনো মনে হয় সাদা কাপড়ে ঢাকা সমগ্র শরীর তার
ভয় ভীতি দেখাতে এখানে কোনো মানুষের বুঝি আবির্ভাব।
বনের পথের মাটি দাউ দাউ করে জ্বলে উঠলো আগুনে
চারিপাশে ঘোরাঘুরি করছে যারা বিশ্রী আওয়াজ তাদের কণ্ঠে।
ভূতপ্রেতের আস্তানায় দিও নাকো হানা
ফাঁদে একবার পড়ে গেলে ফিরতে কভু পারবে না।
মানুষ তুমি হও না কেনো যতই বুদ্ধিমান
আসলে মানুষ বোকা তুমি নও গো শক্তিমান।
বুদ্ধি যদি থাকতো তোমার বুঝতে এতদিনে
ভূতপ্রেতের অস্তিত্ব ছিলো মানুষ মরার পরে।
গীতার কথা শ্রেষ্ঠ কথা তার ওপরে নাই
মরার পরে নতুন দেহ গীতায় পাওয়া যায়।
ভূতপ্রেত যাই বলো না যায় না কাটা তরবারিতে
বাতাস পারে, না শুকাতে, জল পারে না ভেজাতে।
আগুন পারে, না পোড়াতে নতুন দেহ যার
গীতার কথা শ্রেষ্ঠ কথা ভূতপ্রেতে জন্ম তার।
শ্বাসপ্রশ্বাসে নাই রে বাতাস, তৃষ্ণাতে নাই জল
দেহ পুড়তে নাই রে আগুন, ভূত কিনা তাই বল্‌।
তোরা ঘুরিস জঙ্গলেতে কি খুঁজিতে বল
তোদের মাথার নাই রে বুদ্ধি দেখ না ভূতের ছল্‌।
কেউ দিয়েছে ঝাঁপ, তারপর তো কিছুই নাই
এ কেমন ভূত তোরা বলতে পারিস আমায়।
রাতের বেলায় জঙ্গলেতে ভূতপ্রেতের ডেরায়
হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে পথে আগুন সেথায়।
বলা নাই কওয়া নাই হঠাৎ হঠাৎ আগুন
ভূতপ্রেতের ছল চাতুরি সবার আগে জানুন।
পুঁথির পরে পুঁথি পড়ে যাচ্ছো দেখতে কাকে তোমরা
ভূতপ্রেতের অস্তিত্বে জেনো ভগবদ গীতা সবার সেরা।
মরার পরে নতুন দেহ বলা আছে গীতায়
জল বাতাস আগুন সেথায় কার্যকরী নয়।
তরবারি তুচ্ছ সেথায় যায় না কাটা তাকে
আগুন তাকে না পুড়িয়ে বৃথা কেঁদে মরে।
জলে সে তো ভেজে না রে যতই বৃষ্টি হোক
তৃষ্ণা যদি না থাকে তার কিবা জলের প্রয়োজন।
শ্বাসপ্রশ্বাস নাই থাকে তার, নাই প্রয়োজন বাতাস
নতুন গুনের অধিকারী ভূতপ্রেতে জন্ম যে তার।
পুনর্জন্ম অনেক পরে কাটুক আগে ভূতের দশা
তাই তো বলি সবার আগে পড়ো তুমি ভগবদ গীতা।
হেঁটে গেলো, উড়ে গেলো, তবু যায় না দেখা চোখে
মাঝে মাঝে সাদা মূর্তি, কালো মূর্তি পড়ে কারোর চোখে।
ভূতপ্রেতের অস্তিত্বে নাই বিশ্বাস যাদের
মরার পরে খুঁজে নিও তোমরা তখন তাদের।
তোমরা মানুষ যতই পড়ো বুদ্ধি তোমার নাই
ভূতপ্রেতের অস্তিত্বে গীতার ওপর কেউ নাই।
গীতার কথা শ্রেষ্ঠ কথা বাঁচার পথ দেখায়
মরার পরে নতুন দেহ ভূতের দেহ হয়।
ভুল ব্যাখ্যা দিয়ে মানুষ চলবে কতদিন
মানুষ হলো আসল শয়তান বোঝো এতদিন।
চোখগুলো সব বড় বড় লম্বা সাদা মূর্তি
চোখের দেখা ভুল হবে না আমি প্রদীপ বলছি।
সাদা মূর্তি দেখা দিয়ে অদৃশ্য হয়ে যায়
আশেপাশে ঘুরছে তারা ধরার উপায় নাই।
বন বাদাড়ে ঘুরে কি আর ভূতকে ধরা যায়
ভূতের সাথে কথা বলতে সাহস থাকা চায়।
সাদা মূর্তি হেঁটে বেড়ায় ধরার সুযোগ নাই
ভূতপ্রেতের ছল চাতুরি বোঝা বড় দায়।
ভূতপ্রেতে যারা ঘোরে লুকিয়ে তারা থাকে
ধরা দিতে চায় না তারা মানুষেরই কাছে।
মানুষ হলে লড়তে তুমি, চিনতে তুমি তাকে
ভূতপ্রেতের নাই পরিচয় লড়বে তুমি কার সাথে।
পরিচয়হীন লোকের সাথে লড়তে যেমন নাই
পরিচয়হীন ভূতের সাথে কথা তেমন বলতে নাই।
ভূতপ্রেতের সাথে তোমরা লড়াই করতে যেয়ো না
মরার পরে অদৃশ্য শক্তি তারা তাদের কাছে এসো না।
বন বাদাড়ে ঘুরে ঘুরে ভূত কি ধরা যায়
অদৃশ্য শক্তি তারা বুঝতে বাকি নাই।
শিয়াল ডাকে হুঁক্কা হুঁয়া ধারে কাছে হয়
সব শিয়ালের ডাক এবার কানে শোনা যায়।
ভূতপ্রেতের বিকট আওয়াজ কানের চারিপাশে
যায় না দেখা, যায় না ধরা, ঘোরে চতুর্দিকে।
ভূতপ্রেতের ধারে কাছে যেয়ো নাকো তোমরা
মরার পরে ভূতপ্রেত হয় বুঝতে কিগো পারছো না।
এখনো মানুষ পুঁথি পড়ে রইলো বোকা হয়ে
ভূতপ্রেতের কথায় মানুষের আস্থা মোটে নাই রে।
আমি প্রদীপ, জাতিস্মর প্রদীপ সত্য কথা বলে যাই
মরার পরে ভূতপ্রেত হয়, তখন পুনর্জন্ম নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.