![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশের ৯৯.৯০ ভাগ মানুষ কোন না কোন ধর্মে বিশ্বাসী,
যে দেশের ধর্মে বিশ্বাসীদের ৬০ ভাগ প্রতিদিন নিয়মিতভাবে ধর্মীয় নিয়ম কানুন পালন করে এবং মেনে চলে,
যে দেশের ধর্মে বিশ্বাসীদের ৪০ ভাগ প্রতিদিন ধর্মীয় নিয়ম কানুন না মানলেও ইহকাল ও পরকাল,ভাল-মন্দ কাজের জবাবদিহিতা সম্পর্কে মনে প্রাণে বিশ্বাস রাখে,
সে দেশে ধর্মনিরপেক্ষতা কিভাবে সম্ভব আমার অ্যান্টেনায় ধরা দিচ্ছে না।
হ্যাঁ রাজনীতি ছাড়া অন্যান্য বিষয়ে আমরা যথেষ্ট ধর্মনিরপেক্ষ। সেই ছোটবেলা থেকে হিন্দু বন্ধুর সাথে বেড়ে উঠতে গিয়ে কোনদিন মনে আসে নাই আমি মুসলিম ও হিন্দু, এক সাথে আড্ডা দিতে, নাস্তা করতে,বিয়েতে গিয়ে মজা করতে, ডাব ও বড়ই চুরি করতে গিয়ে কোনদিন তো মনে হয় নাই আমার সাথে একটা অন্য ধর্মে বিশ্বাসী মানুষ আছে।
হিন্দু বা বৌদ্ধরা প্রতিবছর তাদের ধর্মীয় অনুষ্টান পালন করছে তাদের তো কোন সময় বাঁধা দেওয়া হয় নাই।
তাহলে শুধু রাজনীতির খাতিরে কেন ধর্ম নিরপেক্ষ হতে হবে???
তাহলে কি সাঈদীর কথাটাই সত্য?? ধর্মনিরপেক্ষ হলে বড় বড় বোতল খাওয়া যাবে, অবাধ মেলামেশায় কোন সমস্যা হবে না, ইউরোপ আমেরিকার মত রাস্তা ঘাটে কিসিংমিসিং করা যাবে।
যে দেশের ধর্ম বিশ্বাসীদের ৯০ ভাগ ইসলামে বিশ্বাসী তারা তো বিশ্বাস করেই ইসলাম সম্পূর্ণ জীবন বিধান যার মধ্যে রাজনীতিও অন্তর্ভুক্ত। তাহলে কেন ৯০ ভাগ মানুষ ইসলামী রাজনীতি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ রাজনীতি করবে??
ইসলামী ব্যাংক ব্যবস্থা না থাকলে তাহলে হয়ত অন্য ব্যাংকে যেতাম, ইসলামী ব্যাংক ব্যবস্থা থাকতে কেন অন্যটিতে যাব?
তাহলে কি ইসলামের উপর আমাদের আস্থা কমে যাচ্ছে??? ইসলাম সম্পূর্ণ জীবন বিধান সেটা মানতে আমাদের চুলকাচ্ছে??
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
অসামাজিক শাকিল বলেছেন: ধন্যবাদ শুভ কামনার জন্য
২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১
ফুরব বলেছেন: ধর্ম নিরপেক্ষতার মানে দাঁড়ায় এরকম--সবাই তার নীজ নীজ ধর্ম নির্ভিগ্নে পালন করবে।রাস্ট্র কোণ ধর্ম অন্যের ঘাড়ে চাপাবে না ।।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
অসামাজিক শাকিল বলেছেন: ধর্মপেক্ষ থাকাকালে কি হিন্দুদের জোর করে মুসলিম বানানো হয়েছিল???
৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০৬
নাম বলবো না বলেছেন: সর্বনাশা বলেছেন:
আপনার প্রোফাইলেই আপনার পোস্টের উত্তর দেয়া আছে --
"সামুতে এসে ভুলে ভরা কিছু লিখি"।
ভুল লিখতে লিখতে জীবনটাকেই ভুলে ভরে ফেলবেন না।
শুভ কামন।
৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: মাঞ্জায় জোর থাকলে সৌদি আরবের মত বাংলাদেশে শরীয়া আইন চালু কইরা দেখান। দেখি বাঙ্গালি কতটুকু মুসলমান, বাঙ্গালির ঈমানের জোর কত। খোদ ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানও শরীয়া চালু করতে পারে নাই আর গণপ্রজাতন্ত্র বাংলাদেশ ইসলামী হইবো। সারাদিন রোজা রাইখা কি করে? সারাদিন না খাইয়া রোজা রাইখা টেলিভীশনের সামনে বইসা হিন্দি সিরিয়াল, হিন্দি ছবি দেখে।
আর বাংলাদেশ যখন ধর্মনিরপেক্ষ ছিল, সেই শেখ মুজিবের সময়ে, তখন বাংলাদেশে মদ আমদানী করা ১০০% নিষিদ্ধ ছিল। ধর্মনিরপেক্ষ বাংলাদেশের এয়ারপোর্ট দিয়া কোন মদ ঢুকতে পারতো না। আর আজকের রাষ্ট্রধর্মের বাংলাদেশে মদ খাওয়ার লাইসেন্স দেয়া হয় সরকার থিকা।
যে দেশের ধর্ম বিশ্বাসীদের ৯০ ভাগ ইসলামে বিশ্বাসী তারা তো বিশ্বাস করেই ইসলাম সম্পূর্ণ জীবন বিধান যার মধ্যে রাজনীতিও অন্তর্ভুক্ত।
কত বিশ্বাস করে তা তো দেখাই যায়। সারাদিন হিন্দি টিভি সিরিয়াল ছবি, আইটেম নাচ গান, পাড়ায় পাড়ায় ডিসের লাইন, সালমান, শাহরুখের ভক্ত দিয়া ভরা। সারাদিন থাকবো হিন্দুস্তানীগোরে নিয়া, নামাজ কালাম, ধর্মের কোন নাম নাই, কিন্তু সংবিধানে খালি "বিসমিল্লাহির রাহমানির রহিম" লাইনটা না থাকলে ধর্ম যায় গা। আইটেম গান দেখলে অবশ্য ধর্ম যায় না, মোবাইলে হিন্দি গান বাজলেও ধর্ম যায় না, শুধু সংবিধানটা ধর্মনিরপেক্ষ করলেই ধর্ম যায় গা। ভন্ডের দল।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
অসামাজিক শাকিল বলেছেন: কোন মাদ্রাসায় আপনি টিভি দেখাতে পারবেন??
কয়জন হুজুরের হিন্দি সিনেমা বা সিরিয়ালের প্রতি আসক্তি আছে??
সারাদিন রোজা রেখে আমার কি করা দায়িত্ব সেটা আমি জানি, আপনি যা করেন সবাই তা করে ভাবলেই ভুল করবেন।
সবাইকে নিজের মত মনে করাটাই বোকামী।
শাহরুক সালমানে আপনি পাগল হতে পারেন আমি না।
আপনার অভিযোগ গুলোর সাথে ইসলাম পালনকারী কারো সাথে যায় না।
আপনার বাসায় হয়ত রোজা রেখে হিন্দি সিরিয়াল চলতে পারে কিন্তু আমার বাসায় পারে না।
নিজের ঈমান ঠিক করে অন্যদের শিক্ষা দেওয়াই উত্তম।
৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫
ধূসর পানিপোকা বলেছেন: আবাল পোস্ট ।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
অসামাজিক শাকিল বলেছেন: আপনার ভাল লাগে নাই বলে দুঃখিত, ভাল লাগার মত পোস্ট দিতে পারি মত দোয়া রাখবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২
সর্বনাশা বলেছেন:
আপনার প্রোফাইলেই আপনার পোস্টের উত্তর দেয়া আছে --
"সামুতে এসে ভুলে ভরা কিছু লিখি"।
ভুল লিখতে লিখতে জীবনটাকেই ভুলে ভরে ফেলবেন না।
শুভ কামনা।