নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ওই চোখে চোখ রেখে
প্রেমের মদিরা থেকে
চেয়ে থাকি অপলক দৃষ্টি।
যত তার পানে চাই
তত যেন মজা পাই
এ প্রেম বিধাতার-ই সৃষ্টি।
চেনা নয় তবু চেনা
কড়ি দিয়ে নয় কেনা
তরপরো কেন লাগে ভালো?
যত কিছু দেখি ভবে
এত নেশা নাই তবে
প্রেম বিনা সব যেন কালো।
সারাক্ষণ এই প্রানে
তার প্রতি মন টানে
এ টানের শেষ যেন নাই।
কতজন পাশে আসে
চোখে শুধু সেই ভাসে
ভুলিতে পারিনা যে তাই।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০১
কালনী নদী বলেছেন: চেনা নয় তবু চেনা
কড়ি দিয়ে নয় কেনা
তরপরো কেন লাগে ভালো?
যত কিছু দেখি ভবে
এত নেশা নাই তবে
প্রেম বিনা সব যেন কালো।
সত্যি দাদা ভালোবাসাহীন এ্ পৃথিবীর কোন মানেই নেই।