নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
রাজা মশায় খেতে বসেছেন
সাথে উমেদার
রাজা মশায় যাহাই বলেন
তিনগুণ করেন তার।
খাবার খেতে খানসামারা
পটল দিল পাতে
মাছের সাথে আর কিছু নয়
ঝোল দিয়েছে তাতে।
পটল দেখে বলল রাজা,
‘পটল নয়রে ভালো’
রাজার তিনগুন মন্দ বলেই
উমেদারের মুখ কালো।
“পটল একটা সব্জি নাকি
এইটা কেমনে খায়?
এমন সব্জি রাজার পাতে
করছে হায়! হায়!! হায়!!!”
পটল খেয়ে বললেন রাজা,
“পটল খারাপ নয়
মাছের সাথে রান্না করলে
ভালই মজা হয়”।
রাজার মুখের প্রশংসাতে
বলছে উমেদার,
“পটলের মতো সুস্বাদু যে
সব্জি নাইকো আর”।
উমেদারের এমন কথায়
বলল রাজা রেগে,
“এই মুহুর্তে সামনে থেকে
যাবেন দুরে ভেগে”।
“তোমরা মশাই কেমন মানুষ
নিজের নাইকো গুন
আমি রাজা যাহাই বলি
তাহাই বল তিন গুন”।
রাজার কথায় উমেদারে
বলছে তোয়াজ করে
কাচুমাচু ভাবটা নিয়ে
চাকরী যাওয়ার ডরে।
“পটল-সব্জির নই তো গোলাম
গোলাম যে আপনার
প্রশংসাতেই দিন কাটে মোর
কাজ নাই তো আর”।
“আপনার মনের ভাবটা মোরা
সবসময় যে স্মরি
যেই কথাতে আপনি খুশি
সেইটা তিনগুন করি”।
“যোগ্যতা মোর তোয়াজ করা–
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নিলু। শুভেচ্ছা রইল।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: বাহ! এটাও ভালো লাগলো ।
শুভেচ্ছা
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রায়হান। শুভেচ্ছা রইল।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮
বাংলার নেতা বলেছেন: দরুন তো কবিতা টা। বেশ ভাল হয়েছে!! নিজে লিখেছেন নাকি কারও হেল্প এ......?
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২১
প্রামানিক বলেছেন: হেল্প আছে তবে বিধাতার
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
কলমের কালি শেষ বলেছেন: বেশ মজার ছড়া কাব্য ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কলমের কালি শুভেচ্ছা রইল।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩
বাংলার নেতা বলেছেন: কলমের কালি শেষ হয়ে যাবার পরেও লেখে কেমনে? মাথায় আসে না........!
০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
প্রামানিক বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪
নিলু বলেছেন: ভালো