নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
গরীবের লেখাপড়া। সকালের রোদে ছিঁড়া ছালায় বসে বসার পিঁড়ি ও বসার টুলকে টেবিল বানিয়ে চলছে লেখাপড়া। পড়া অবস্থায় ঘরে খেতে গেলে সময় নষ্ট। তাই পড়ার টেবিলেই চারটে ডাল ভাত খেয়ে নিচ্ছে। ছিঁড়া ছালায় বসে লেখাপড়া করলেও এদের অবহেলা করা যাবে না। হয়তো এরাই একদিন আতিয়ার রহমানের মত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতেও পারে।
গরীবের সন্তান। বয়সে ছোট তবে মেধাবী এবং লেখাপড়ায় খুব মনোযোগী।
শীতের কাছে তো আর গরীব ধনী নেই। সবাইকে সমানভাবে জেকে ধরে। তাই শীত নিবারণের জন্য চলছে কাঁথা শেলাই।
কুকুর হলেও ওদের তো আরাম আয়েশের দরকার আছে। শীতের বিকালে রোদ্রস্নাত হালকা রোদে লাইন ধরে চলছে দিবা নিদ্রা।
পোষা কবুতর। প্লেটে খাবার খেয়ে অভ্যাস। তাই এদের খাবার সবসময় প্লেটেই দিতে হয়। মাটিতে খাবার দিলে খান না।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই যোগী। আন্তরিক শুভেচ্ছা রইল।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
বংশী নদীর পাড়ে বলেছেন: ছবির মাধ্যমে প্রামান্যচিত্র তুলে ধরেছেন সুন্দর করে। আসলে আমাদের সমাজে এই দৃশ্যগুলো প্রায়শ দেখতে পাওয়া যায়।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। এসব দৃশ্য আমাদের দেশে নিত্য চোখে পড়ে। তাই ছবিতে ছবিতে ধরে রাখার চেষ্টা করেছি।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
তিতাস একটি নদীর নাম বলেছেন: যোগী বলেছেন:
কেন জানি সবগুলা ছবিই সুন্দর, কী যেন ব্যাপার আছে।
সহমত যোগী ভাইয়ের সাথে।
আমি নিজে এমন করে পড়ালেখা করেছি ছোট বয়সে। রোদের জন্য সকালে অপেক্ষা করেছি কত!! হাতে মুড়ি নিয়ে বসে ছিলাম কত সকাল। আশা করছি তারাও কোন একদিন পৃথিবীর সর্ব্বোচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষা পাবে সাথে নিজেকে উন্নত মানুষরূপে পরিচিত করবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
প্রামানিক বলেছেন: শীতের দিনে রোদে বসে লেখাপড়া করা একসময় গ্রামের রেওয়াজ ছিল। এখন হয়তো সে পরিবেশ দিন দিন পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ ভাই অনেক অনেক শুভ্চেছা রইল।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
আবু শাকিল বলেছেন: সব গুলা ছবিতেই একটা করে গভীর অর্থ লুকায়িত আছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাকিল শুভেচ্ছা রইল।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
কম ছবির পোস্ট হলেও অনেক কিছুই মনে করিয়ে দিলো। ভালো লাগলো ।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্নিগ্ধ শোভন। অনেক অনেক শুভ্চেছা রইল।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬
কালের সময় বলেছেন: অনেক স্মৃতি মনে হয়ে গেল । ধন্যবাদ পোষ্টটির জন্য।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময় শুভেচ্ছা রইল।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
আলম দীপ্র বলেছেন: চমৎকার একটা পোস্ট করেছেন ভাই ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলম। শুভেচ্ছা রইল।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
ওয়্যারউলফ বলেছেন: শীতের দিনে, সকালের রোদ । আহা । পৃথীবির সবচেয়ে আরামের উত্তাপ।ধন্যবাদ এরকম একটি ছবি ব্লগের জন্য ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ওয়্যারউলফ। শুভেচ্ছা রইল।
১০| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: খুব ভাল লাগল, খুব পরিচিত ছবিগুলো।
ছেলেবেলায় শীতের ছুটিতে দাদাবাড়ী গেলে, গ্রামের চাচাতো ভাই -বোনদের নিয়ে সকালের রোদে বসে, কে কি পড়তে পারে,লিখতে পারে তার খবরদারী করতাম ।
এখন ভাবতে কী যে ভাল লাগে!!
সেদিনের সেই সোনালী দিনগুলো কোথায় হারালাম
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
যোগী বলেছেন:
কেন জানি সবগুলা ছবিই সুন্দর, কী যেন ব্যাপার আছে।