নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
কী ছিনুরে
কী হনুরে
কী হবোরে ভবিষ্যতে?
কী চড়েছি
কী চড়ছিরে
কী চড়বোরে যাত্রা পথে?
কী খেয়েছি
কী খাচ্ছিরে
কী খাবোরে খাবার খেতে?
কী করেছি
কী করছিরে
কী করবোরে সামনে যেতে?
কী পড়েছি
কী পড়ছিরে
কী পড়বোরে বইয়ের পাতায়?
কী দেখেছি
কী দেখছিরে
কী দেখবোরে ছবির খাতায়?
কী বলেছি
কী বলছিরে
কী বলবোরে বলার সময়?
কী নিয়েছি
কী নিচ্ছিরে
কী নিবোরে নেয়ার সময়?
কী শুনেছি
কী শুনছিরে
কী শুনবোরে কানে কানে?
কী গেয়েছি
কী গাচ্ছিরে
কী গাবোরে গানে গানে?
কী দেখেছি
কী দেখতেছি
কী দেখবোরে এই জীবনে?
কী বুজেছি
কী বুজতেছি
কী বুঝবোরে সামনের ক্ষণে?
কী ভেবেছি
কী ভাবছিরে
কী ভাববোরে আগামীতে?
কী পরেছি
কী পরতেছি
কী পরবোরে গরম শীতে?
কী লিখেছি
কী লিখতেছি
কী লিখবোরে লেখক হতে?
কী ছেপেছি
কী ছাপতেছি
কী ছাপবোরে কালের স্রোতে?
কেন কিসে কি এর পরে
কী দিয়ে যেই প্রশ্ন করি
প্রশ্নের পরে প্রশ্ন আসে
তাই তো অতীত স্মরণ করি।
অতীতটাকে স্মরণ করে
বর্তমানটা দেখব যখন
দুই কালটা করলে যাচাই
ভবিষ্যতটা বুঝবো তখন।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইল
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
মকসুদ মনি বলেছেন: মানুষ ছিলাম মানুষ আছি। যেন মানুষ হয়েই বেঁচে থাকি
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: এটাই হলো আসল কথা। কি ছিলাম কি হলাম এটার চেয়ে মানুষ হয়ে বেঁচে থাকাটাই উত্তম।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১
বিদ্রোহী বাঙালি বলেছেন: //অতীতটাকে স্মরণ করে
বর্তমানটা দেখব যখন
দুই কালটা করলে যাচাই
ভবিষ্যতটা বুঝবো তখন।//
সমাপনে যা বলেছেন, তারপর আর কিছু বলার নাই। আসলেই তখন বুঝবো আমরা। ছড়ার ভিন্নতা অনেক ভালো লেগেছে প্রামাণিক ভাই।
‘কি’ এর জায়গায় মনে হয় ‘কী’ হবে। শুভ ইংরেজি নববর্ষ প্রামাণিক ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৯
প্রামানিক বলেছেন: কি এর জায়গায় কি হবে কথাটা ঠিকই বলেছেন। ছড়া পোষ্ট দেয়ার আগে আমিও কথাটা চিন্তা করেছিলাম। প্রশ্নের উত্তর হা না দিয়ে না দেওয়া গেলে কী হয়। সে হিসেবে কি এর জায়গায় কী দেয়া উচিৎ।
ভাল লাগল আপনার মূল্যবান মতামত। নববর্ষের শুভ্চেছা রইল।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:১২
বিদ্রোহী বাঙালি বলেছেন: ঠিক করে দিয়েছেন দেখা যায়। ভালো করেছেন। একবার সমস্যা ছিল না। কিন্তু অনেকবার হওয়াতে একটু দৃষ্টিকটু মনে হয়েছিল। এইবার পারফেক্ট হইছে।
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল ভাই। এরকম ত্রুটি গুলো দেখে দিলে খুশি হবো।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
আমিনুর রহমান বলেছেন:
অতীতটাকে স্মরণ করে
বর্তমানটা দেখব যখন
দুই কালটা করলে যাচাই
ভবিষ্যতটা বুঝবো তখন
ছন্দময় আর শেষ চার লাইন তো দুর্দান্ত !
০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমিনুর রহমান। শুভেচ্ছা রইল।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
ডানাভাঙ্গা চিল বলেছেন: কবিতার সাথে ছবিটা চমৎকার মানিয়েছে।
প্লাস।
০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডানাভাঙ্গা চিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
এনামুল রেজা বলেছেন: কি ছিনু! কি হনুরে ভাই..
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এনামুল রেজা। শুভেচ্ছা রইল।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
ডি মুন বলেছেন:
বাহ, দারুণ ছন্দময় লেখা
++++
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডি মুন। অনেক অনেক শুভেচ্ছা র্রইল।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অতীতটাকে স্মরণ করে
বর্তমানটা দেখব যখন
দুই কালটা করলে যাচাই
ভবিষ্যতটা বুঝবো তখন।
বাহ দারুন বলেছেন।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২
নিলু বলেছেন: খাঁটি বাংলা কথা
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নিলু। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
ইমিনা বলেছেন: অসাধারন লাগলো। সহজ করে বলা কথাগুলোতে জীবনের অনেক সত্য লুকিয়ে আছে। তাছাড়া এই রুপ ছন্দময় ছড়া/কবিতায় কেমন যেন একটা ইনোসেন্স খুঁজে পাই।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
শুভকামনা।।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ইমিনা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০
অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং স্টাইলের কবিতা +++++++++
ভালো লাগলো ভ্রাতা।
অনেক শুভকামনা
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
প্রামানিক বলেছেন: শুভেচ্ছা রইল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
ওয়্যারউলফ বলেছেন: কি পড়েছি ,কি শুনেছি। কি বুজেছি ? কি জানি ?