নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বউখুদ

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫



শহীদুল ইসলাম প্রামানিক



ছড়াবাজের বউয়ের ছড়ায়

নামটা পেলাম বউখুদের

বহুদিন হয় খাই না এসব

পাচ্ছি যে স্বাদ ঔষুধের।



চাউল ভাঙলেই খুদ হয়রে

রান্না করলে বউখুদ হয়

কোন কারণে এই ভাতকে

সবাই মিলে বউখুদ কয়?



জামাই যদি রান্না করে

হয়না তবু জামাই খুদ

বউখুদের নাম কে দিলরে

কার মাথাতে ছিল ভুত?



রান্না করলে খায়রে সবাই

বউকি শুধু একলা খায়

খুদের ভাত বললে পরে

কেউ কি মনে দুঃখ পায়?



খুদের ভাতকে বউখুদ বললে

ভাতের স্বাদ কি যায় বেড়ে

না বললে পর বউগুলো কি

যার তার উপর যায় তেড়ে?



প্রশ্ন এসব মাথার মধ্যে

ঘুরছে ফিরছে বারংবার

ভাতের স্বাদটা যেমনই হোক

নামটা কিন্তু চমৎকার।



(ছবি ইন্টারনেট)

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০

এম এ কাশেম বলেছেন: ভাবী খুদ বললে কেমন হয় ?

সমৎকার ছড়া প্রমানিক ভাই।

শুভেচ্ছা সতত।

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই। আমিও তো সেই কথাই বলি। যেই রান্না করুক নামটা হয় বউখুদ।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈছে ছড়া। +

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাতই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

কাবিল বলেছেন: বাহ বাহ চমৎকার
ছড়াই +++++

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল । অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮

সাদী ফেরদৌস বলেছেন: আপনার হবে ভাই , নতুন এক সুকুমার রায়ের জন্ম হচ্ছে । আমরা আপনার কাছে আরও বিচিত্র লেখা চাই ।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাদী ফেরদৌস। মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ছড়া সবসময়ই চমেৎকার হয়।

ছবিও অসাধারণ।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


এসব শব্দ কি হারায়ে যাবে একদিন! মানুষের ভবিষ্যত ভালো, খুদের চাল শুধু মুরগী খাবে।

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:১৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বেচারীকে একদম ধুইয়ে দিলেন ;) .একতরফা হয়ে গেছে...আপুদের (ব্লগার) এসে প্রতিবাদ করা উচিত :(

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমার বাংলাদেশ স্বাধীন। আপনি ভাল বিষয় তুলে ধরেছেন। এটা আমিও খেয়াল করিনি। শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: খুদের ভাতকে বউখুদ বললে
ভাতের স্বাদ কি যায় বেড়ে
না বললে পর বউগুলো কি
যার তার উপর যায় তেড়ে?



-------- "বউখুদ "-কী সুন্দর একটা নাম!
নামের গুণেই খুব সুস্বাদু হয়!!!
তাই অবশ্যই ক্রেডিট বউটার। :) :)

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। বউখুদ নামটাও সুন্দর খাইতেও মজাদা। বউ ঝি দের হাত যশের উপর রান্নার স্বাদটা নির্ভর করে এটাও ঠিক। শুভেচ্ছা রইল।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৯

অর্বাচীন পথিক বলেছেন: খুব সুন্দর একটা পড়লাম।

এবার একটা প্রশ্ন "বউখুদ" কি কোন খাবার নাকি ??

আমি এই নামে কোন খাবারের সাথে পরিচিত নয়

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বচীন পথিক। বউখুদ একটা গ্রাম বাংলার সহজ খাবার। গ্রামে চাউল বাছাই করার পর ভাঙ্গা চাউলের যে ছোট ছোট খুদ বের হয় সেই খুদগুলো লবন মরিচ পিয়াজ দিয়ে শুকনা শুকনা করে রান্না করে। সেটাই বউ খুদের ভাত। লবন মরিচ পিয়াজ দিয়ে রান্না করায় খেতে বেশ মজা লাগে।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: বউখুদের ভাত শুটকী ভর্তা দিয়ে বা কালিজিরা দিযে খেতে খুব ভাল লাগে।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামািনক ভাই।

বিষয়টা বিস্তারিত বলার জন্য

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

অন্ধবিন্দু বলেছেন:
হেহে নামটা কিন্তু চমৎকার ;)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.