নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ পহেলা বৈশাখ ১৪২২

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২২


ছবি-০১
ভোর পাঁচটায় ঘুম থেকে জেগে দেখি আমার ছোট ছেলে উঠে বসে আছে। মনে হলো তার সারা রাত ঘুম হয়নি। কখন রমনা পার্কে যাবে সেই চিন্তায় সারা রাত কেটেছে। আমার ছেলের তাগাদায় সকাল ছয়টা হওয়ার আগেই তাকে সাথে নিয়ে বের হতে হলো।

ছবি-০২
বেলুনের সমারোহ

আমার ছেলে গিয়েই আগে একটি একতারা কেনার বায়না ধরল। অবশেষে বাধ্য হয়ে একতারা কিনে দিলাম। একতারা হাতে নিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে গেলে বাউলরা তার সাথে ছবির পোজ দেয়।
ছবি-০৩

মাটির তৈরী পাখি। দেখতে অসম্ভব সুন্দর। বোঝাই যায় না এগুলো মাটি দিয়ে তৈরী। সেখানে গিয়ে পাখির গায়ে হাত দিয়ে খাঁচার ভিতর অচিন পাখি গানের সুর ধরে আমার ছেলে।
ছবি-০৪

বাংলা একাডেমির দেয়ালে আঁকা ছবি।
ছবি-০৫

প্লাস্টিকের ফুলের সহারোহ।
ছবি-০৬

রংবেরংয়ের বাতাস খাওয়া পাখা এবং বাঁশের তৈরী জিনিষপত্র।
ছবি-০৭

বিভিন্ন ধরনের খেলনা এবং প্লাস্টিকের বাঁশি।
ছবি-০৮

চারু কলার সামনে
ছবি-০৯

চারু কলার সামনে বৈশাখী র ্যালীর জন্য প্রস্তুতী
ছবি-১০

চারু কলার সামনে বৈশাখী র ্যালীর জন্য প্রস্তুতী পাখির অবয়ব
ছবি-১১

শিশুপার্কের সামনে ঋষিজ শিল্প গোষ্ঠীর গান।
ছবি-১২

সোহরাওয়ার্দী উদ্যান আর রমনা পার্কের মাঝের রাস্তা।
ছবি-১৩

রমনা পার্কের পশ্চিম পার্শ্বে গানের আয়োজনের প্রস্তুতি চলছে।
ছবি-১৪

প্রেস ক্লাব আর হাইকোর্টের মোরে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ, ভাইয়া। :)


ছবিগুলো ভালো হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভ নববর্ষ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪

কলমের কালি শেষ বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা ।

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। নববর্ষের শুভ্চেছা রইল।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: নববর্ষে বাপ-বেটা ভালঈ ঘুরেছেন দেখা যায়।
গিন্নী কি সাথে ছিল, না তাকে ফেলেই গিয়েছিলান?
ছবিগুলো চমৎকার হয়েছে।
বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল প্রামানিক ভাই।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। গিন্নির আসার ইচ্ছা ছিল। মেয়ের পরীক্ষা থাকার কারণে বাসা ছেড়ে আসতে পারে নাই। নববর্ষের শুভ্চেছা রইল।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪

এম এম করিম বলেছেন: শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা রইল।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২

নুর ইসলাম রফিক বলেছেন: ভাল লাগলো ভালো লাগা গুলি।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর ইসলাম রফিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

আহমেদ আলিফ বলেছেন:
ছবিগুলি মোবাইল দিয়ে তুলেছেন না ক্যামেরায়?

ভালো লাগলো!

২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ছবিগুলো মোবাইল দিয়ে তোলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.