নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নগরবাড়ীর ঘাটে

২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩


শহীদুল ইসলাম প্রামানিক

যমুনা সেতু হয়নি তখন
নগর বাড়ি এসে
বাস গাড়ি আর যাচেছ নাতো
থামল হেথায় শেষে।

হোটেল বয়দের চেচামেচি
দিচ্ছে খাওয়ার লোভ
মাছি ভনভন ভাঙ্গা প্লেট
দেখলে উঠে ক্ষোভ।

তারপরেতেও ক্ষুধার জ্বালায়
গেলাম হোটেল ঘরে
সস্তা কাঠের চেয়ার টেবিল
নড়বড় নড়বড় করে।

ম্যানেজার সাব বসে আছেন
গায়ে গেঞ্জি শুধু
সামনে রাখা ঝোল তরকারী
চিংড়ি, ইলিশ, কদু।

জিজ্ঞেস করলাম লঞ্চের কথা,
‘কখন যাবে ছাড়ি’?
বলল হেসে, ‘এক ঘন্টা পর
বসেন তাড়াতাড়ি’।

খাওয়ার টেবিলে বসার পরে
যেই নিয়েছি ভাত
অর্ধ প্লেট না খাওয়াতেই
ধুয়ে ফেল্লাম হাত।

লঞ্চটি তখন ভেপু দিয়েছে
যাচ্ছে এখন ছেড়ে
ভাতের দাম ছাড়ছে নাতো
জোরেই নিচেছ কেড়ে।

তাড়াহুড়োতে দিলেম টাকা
খুচরা নাকি নাই
বত্রিশ টাকা বেশি দিয়েই
দৌড়ে গেলাম তাই।

লঞ্চটি তখন ছাড়ে ছাড়ে
উঠে পরলাম যেই
তাকিয়ে দেখি ব্যাগটি আছে
হাতের ছাতা নেই।

ছাতা রেখেছি হোটেল ঘরে
কেমনে যাব তীরে
লঞ্চটি তখন ছেড়ে দিয়েছে
যাওয়া হলোনা ফিরে।

তিনমাস পরে আবার গেলাম
নগর বাড়ির ঘাটে
ওই হোটেলে ছাতা চাইলে
আর কি দাবী খাটে?

দাঁত খেচিয়ে বলল কথা
হোটেল ম্যানেজার
ছাতা চাওয়াটা অপরাধ মোর
পাল্টা জবাব তার।

তার পরেতেও ওই ঘাট দিয়ে
করছি আসা যাওয়া
অনিচ্ছাতেও সেই হোটেলে
খেয়েছি রসের খাওয়া।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: লঞ্চটি তখন ভেপু দিয়েছে
যাচ্ছে এখন ছেড়ে
ভাতের দাম ছাড়ছে নাতো
জোরেই নিচেছ কেড়ে।

তাড়াহুড়োতে দিলেম টাকা
খুচরা নাকি নাই
বত্রিশ টাকা বেশি দিয়েই
দৌড়ে গেলাম তাই।


নগরবাড়ি ঘাটে এমনই ঘটে সব সময়!
দারুন ছড়া লিখেছেন প্রামানিক ভাই!
অনেক অনেক শুভেচ্ছা!!

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: তিন মাস পর আবার ছাতা চাইতে গেছেন !!

হাহাহাহা....

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: তিন মাস পর ছাতা চাইতে গিয়ে তো উল্টা ঝারি শুনতে হয়েছে। ধন্যবাদ ভাই সুমন কর।

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:

বাংগালী দোকানদারেরা মানুষের টাকা পেলো, সন্মান পেলো না জীবনে।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: সম্মান পাওয়ার মত কোন কাজও করে না পাবে কোত্থেকে। ধন্যবাদ ভাই চাঁদ গাজী। শুভেচ্ছা রইল।

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০০

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

অর্বাচীন পথিক বলেছেন: আহা রে ছাতার শোকে ছড়া

মজা লাগলো

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯

আহমেদ আলিফ বলেছেন:
মারহাবা! মারহাবা!!
ছন্দ সুন্দর হয়েছে, এগিয়ে যান...

২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ আলিফ। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.