নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (পাকা মরিচ)

২৩ শে মে, ২০১৫ দুপুর ১:৪৫

১।

চর এলাকার একটি মরিচ গাছে কত মরিচ ধরেছে
২।

গাছে পাকা মরিচ
৩।

পাকা মরিচ ক্ষেত
৪।

নতুন চরে নতুন বাড়িতে মরিচ শুকানো হচ্ছে।
৫।

পাকা মরিচের ক্ষেত
৬।

পাকা মরিচ ক্ষেত থেকে তুললে প্রতি মণ দুই শত টাকা করে পায়। কে কত মণ মরিচ তুলেছে তার হিসাব করার জন্য মরিচ মাপা হচ্ছে।
৭।

পাকা মরিচ ক্ষেত থেকে তুললে প্রতি মণ দুই শত টাকা করে পায়। কে কত মণ মরিচ তুলেছে তার হিসাব করার জন্য মরিচ মাপা হচ্ছে।
৮।

পাকা মরিচ ক্ষেত থেকে তুললে প্রতি মণ দুই শত টাকা করে পায়। কে কত মণ মরিচ তুলেছে তার হিসাব করার জন্য মরিচ মাপা হচ্ছে।
৯।

পাকা মরিচ ক্ষেত থেকে তুললে প্রতি মণ দুই শত টাকা করে পায়। কে কত মণ মরিচ তুলেছে তার হিসাব করার জন্য মরিচ মাপা হচ্ছে।
১০।

বালুর উপর মরিচ শুকানো হচ্ছে।
১১।

পাকা মরিচ শুকানোর দৃশ্য
নতুন চরে নতুন বাড়িতে পাকা মরিচ শুকানোর দৃশ্য।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:১৯

জেন রসি বলেছেন: মরিচ দেইখা ঝাল লাগতেছে।

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: মরিচ তো ঝালই হয় কাজেই ঝাল লাগাটা অস্বাভাবিক নয়। ধন্যবাদ আপনার রসিকতার জন্য।

২| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৬

জলপাই আলম বলেছেন: কত দিন যাই না । ছবির মতো ।

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: কোথায় যান না ভাই, মনে হয় গ্রামে? ধন্যবাদ মন্তব্যর জন্য।

৩| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

হাসান মাহবুব বলেছেন: আহা কী টাটকা মরিচ!

২৩ শে মে, ২০১৫ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৪| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

এন জে শাওন বলেছেন: আমরা গ্রামের মানুষ তবুও চরে যাওয়া হয়না তাই এসব দেখাও হয়না। যাওয়া উচিত মনে হয়।

২৩ শে মে, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ভাই আমরা গ্রামের মানুষ। গ্রামের সব জায়গায় ঘুরে বেড়ানো দরকার। তাহলে অনেক কিছু দেখা যায়। ধন্যবাদ

৫| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:২৪

কলমের কালি শেষ বলেছেন: চমতকার মরিচ ছবি ব্লগ ।

২৩ শে মে, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভ্চেছা রইল।

৬| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:২৬

দিশেহারা আমি বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো।

বিদেশে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে মরিচ কিনতে গেলে। প্রতি পিচ মরিচ কিনতে হয় গড়ে ১৫ টাকা করে ।১০ টার বেশি মরিচ কেনা হয়নি কখনও । তরকারীতে কাঁচা বা পাকা মরিচ দিয়ে রান্না করা এখানে সৌখিন ব্যাপার। :(

২৩ শে মে, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ভাই আপনার মরিচ কাহিনী শুনে খুব আফসোস হচ্ছে। এত দাম মরিচের অথচ আমরা এখানে দাম পাই না। ঐদেশ যদি আমাদের দেশ থেকে মরিচ নিত তাহলে বাংলাদেশ অনেক পয়সা পেত। ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: লালে লাল , ঝালে ঝাল এই পোস্টে ঝালায়িত ভাল লাগা।


আসলে ঝাল ছাড়া কোন কোন খাবারই ভাল লাগে না ।

২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

প্রামানিক বলেছেন: ঝাল ছাড়া কোন তরকারীই ভাল লাগে না। শুভেচ্ছা রইল।

৮| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২১

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: শুকনা মরিচ আমার জন্য নিষিদ্ধ। পেটে সয় না। :| ঝালায়িত পোস্টে জ্বালাময় শুভেচ্ছা। :P

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: পেটে সহ্য হোক আর না হোক পোড়া মরিচ দিয়ে আলু ভর্তায় ঘি মাখালে অন্য রকম স্বাদ। ধন্যবাদ

৯| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: চমৎকার ছবি ব্লগ। সুন্দর শেয়ার।

২৫ শে মে, ২০১৫ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:১২

প্রণব দেবনাথ বলেছেন: ঝাল লেগে গেলো :((

২৫ শে মে, ২০১৫ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ঝালে তো ঝালই লাগবে। ধন্যবাদ

১১| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:২২

আহা! বলেছেন: প্রামানিক ভাই কি হেল্প করতে পারবেনঃ Click This Link

২৫ শে মে, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: সাধ্যের মধ্যে হলে হয়তো পারবো। ধন্যবাদ

১২| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:৫৩

তৌফিক মাসুদ বলেছেন: দারুন ছবি গুলো। আপনার এই গুণটি নতুন করে ধরা পড়ল এই আরকি।

২৬ শে মে, ২০১৫ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৩| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:০৯

ব্লগার মাসুদ বলেছেন: পোস্ট অন্যরকম ভালো লাগা ভাই ।

২৬ শে মে, ২০১৫ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ। শুভেচ্ছা রইল ।

১৪| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:১৪

জুন বলেছেন:
:)

২৬ শে মে, ২০১৫ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: মরিচ দেখতে এতো সুন্দর ক্যান? কি তেজী কালার!!

২৬ শে মে, ২০১৫ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। চরের পলিমাটির মরিচ তো চরের মানুষের মতো একটু তেজীভাব থাকতে পারে। শুভ্চেছা রইল।

১৬| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৮

তুষার কাব্য বলেছেন: টকটকে লাল মরিচের ঝাল টাও নিশ্চয় সেইরকম হবে !

ভালো লাগলো ছবি ব্লগ ।

২৭ শে মে, ২০১৫ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: জি ভাই চর এলাকার খাঁটি মরিচ। এই মরিচের ঝালও প্রচুর।

১৭| ২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,



লেখা বা ক্যাপশান আপনার মরিচের মতো ঝাল হয়নি । ছিটকী মরিচের মতো লেখা ঝাল হতে পারতো । বালিতে শুকিয়েছেন তো , তাই ঝাল সব বালি শুষে নিয়েছে .. ;) :D

লাল মরিচের ঝাল শুভেচ্ছা ।

২৭ শে মে, ২০১৫ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: জি ভাই কথাটা ঠিকই বলেছেন। ক্যাপশন ঝাল দিযে লিখি নাই। পাইনসা পাইনসা হইছে। এটা আমিও স্বীকার করি। তবে আপনার খোলামেলা মন্তব্যর জন্য খুব খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.