নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

এই ঈদে হলো না নতুন জামা

১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

ছোট্ট একটা চাকরী করি
বেতন বেশি নয়
ঈদ উৎসবে বেতন বোনাসে
বাড়তি কিছুটা হয়।

সেই আয়েতে করছি খরচ
নিজেকে রেখে বাদ
প্রত্যেক ঈদে নতুন জামায়
পাই তো অনেক স্বাদ।

নিজের সন্তান বড় আদরের
কচি মুখখান দেখে
নিজের জামা কেমনে কিনি
ওদের জামা রেখে?

সারা রাত্র ঘুমায় নাকো
চোখে নাই তার নিদ
দু’দিন পরে রমজান শেষে
হবে খুশির ঈদ।

সেই আনন্দে পিছ ছাড়ে না
থাকছে গলা ধরে
নতুন জামা চাই যে তাদের
রাত পোহালে ভোরে।

তার পছন্দে কিনলাম জামা
পাশের বাজার গিয়ে
কি যে খুশি, ভাষা নাই তার
জামাটা হাতে নিয়ে।

বাড়ির গিন্নি অর্ধাঙ্গিনী
সে কি থাকবে বাদ?
এই কর্তব্য ভুল হলে রে
জীবনটাই বরবাদ!

অনেক ঘুরে কিনলাম সেটি
আর্থিক সাধ্যের ভিতর
গিন্নি দেখে খুবই খুশি
অনেক কয় মাস পর।

ছোট ভাইবোন অবুঝ মনের
তারাও করে আশা
মুখের উপর কয়না কিছু
চোখে বুঝায় ভাষা।

তাদের জন্যেও হলো কেনা
ওদের পছন্দ মতো
অল্প টাকায় অনেক কিনলে
টাকা থাকে আর কত?

তারপরেতেও দু’জন বাকী
শ্রদ্ধেয় বাবা-মা
তাদের রেখে যতই কিনি
আনন্দই হবে না।

তাদের জন্যও হলো কেনা--
মা কয়, ‘বাছা ওরে,
অনেক টাকা করলি খরচ
মাস যাবে কি করে’?

মায়ের কথায় খুশি হলাম
চেয়ে দেখি মোর পিছু
কাজের মেয়ে অনাথ ইতিম
দিতে হবে তো কিছু?

তার পছন্দের লাল জামাটা
কিনছি যখন ভাই
চেয়ে দেখি হাতের মাঝে
তেমন টাকা নাই।

সেই টাকাতে নতুন জামা
কিনবো যখন আমি
দাঁড়িয়ে আছে অনেক দুরে
গরীব মামা-মামী।

মামা যে মোর সহজ সরল
বড়ই অসহায়
না চাইলেও প্রতি ঈদে
কিছু না কিছু পায়।

নতুন জামা কিনে দেয়ায়
খুশি হলো মোর মামা
এবার ঈদে আমার ভাগ্যে
হলো না নতুন জামা।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: এইভাবেই বেশিরভাগ ঈদ হয়। টীভিতে দেখা রঙ্গিন ঈদ আসলে ঈদের আসল রঙ না। আবার সবাই পাইলো, সবাইকে দিতে পারলাম, এটাতেই অনেকের ঈদ হয়ে যায়, নিজের জন্য কিছু লাগেনা।

ঈদ মুবারাক ভাই। :)

১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। আপনি সত্য কথাই বলেছেন। যারা রোজগারে থাকে তারা নিজের জামা কেনার চেয়ে পোষ্যদের নিয়েই বেশি চিন্তায় থাকে। তাদেরকে খুশি করতে পারলেই নিজে খুশি।
আপনার মূল্যবান মন্তব্যর জন্য। শুভেচ্ছা রইল।

২| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

সুমন কর বলেছেন: ছড়ায় অান্তরিকতার দারুণ প্রকাশ।

ভালো লাগল।

১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। ঈদের শুভেৃচ্ছা রইল।

৩| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

বাকা পথ বাকা চোখ বলেছেন: খুব সুন্দর লাগলো

১৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাক পথ বাকা চোখ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: শ্বাশত সত্যিটাই প্রকাশ করলেন প্রামানিক ভাই!!
মধ্যম আয়ের কর্তার এমনটাই হয়!! :(
আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে "ঘরামীর চালে ছন থাকে না "!
(ঘরামী -যে ঘর বানায়)

১৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: সত্যি কথাই বলেছেন আপা। মধ্যম আয়ের কর্তাদের এরকম ভোগান্তিই ভুগতে হয়। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৫| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

ঢাকাবাসী বলেছেন: আর যারা রিটায়ার্ড তাদের কি হপে?

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৬

প্রামানিক বলেছেন: রিটায়ার্ড যারা তাদের তো ইনকাম বন্ধ। আয় ইনকাম বন্ধ হওয়ায় তারা সবসময় টেনশনে থাকে। এক সময় তার ইনকামের টাকায় ছেলে মেয়েরা মৌজ করে সে ঠিক মত ভাতও পায় না। তাদের সম্পর্কেও সময় সুযোগ আসলে লিখব। ধন্যবাদ ভাই ঢাকা বাসী।

৬| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছড়ায় ভালোলাগা রইল প্রামানিক ভাই। ঈদ কেমন কাটলো? আপনার এবারের ঈদ কেমন কাটলো সেটা জানিয়ে ছড়া চায় জনগণ। :P

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বোকা মানুষ বলতে চায়। ভালই কেটেছে। ভাল লাগেছে ঈদের পরে। গ্রামে গিয়ে আত্মীয় স্বজনের সাথে দেখা করে এসেছি। গ্রামের সেই শৈশব কৈশর এখনও গ্রামে টানে। শুভেচ্ছা রইল।

৭| ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

কাবিল বলেছেন: নিজের কিছু হোক বা না হোক, সবাইকে খুশি রাখার মধ্যে এক ধরনের সুখানুভূতি আছে।



ছড়াই অনেক ভাল লাগা রইল।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন ভাই কাবিল। আসলেই অন্যকে খুশি করার মধ্যেও একটা আনন্দ।

৮| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: আহারে!

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

৯| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:০০

তৌফিক মাসুদ বলেছেন: এটাই বাস্তবতা। ধন্যবাদ কবিকে।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। সত্য কথাই বলেছেন। মধ্যবিত্ত জীবনের বাস্তবতা এটাই।

১০| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৩

মো: আশিকুজ্জামান বলেছেন: এবার ঈদে আমার ভাগ্যে
হলো না নতুন জামা।
--প্রামানিক ভাই বাড়ির কর্তাদের এমনই হয়।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: খাঁটি কথাই বলেছেন ভাই। বাড়ির কর্তাদের আসল দশা আমার ছড়ার মত।

১১| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের গ্রাম বাংলার মধ্যম আয়ের মানুষদের প্রকৃত চিত্রই ফুটে উঠেছে আপনার ছড়ায়.........ভালোলাগা অনেক

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। ঠিকই বলেছেন মধ্যবিত্ত জীবনের বাস্তব রূপ এটা।

১২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৩

জুন বলেছেন:
মা কয়, ‘বাছা ওরে,
অনেক টাকা করলি খরচ
মাস যাবে কি করে’
?

কবিতায় বাস্তব চিত্র প্রামানিক অনেক ভালোলাগলো ।
+

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। ঠিকই বলেছেন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪০

শায়মা বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া।

বাট আমি জানি তুমি পাঞ্জাবী কিনছো:)

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। আমি কিনতে পারলেও অনেকের ভাগ্যে হয়তো পাঞ্জাবী জোটেনি। তাদের কথাই ছড়ায় তুলে ধরেছি। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.