নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (ঈদের ছুটিতে গ্রামের কিছু ছবি)

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৭


১। নদীর পাড়ের ছবি।

২। নদী পাড়ে বাড়ি

৩। গ্রামের বাড়ি

৪। নদীর কবলে বসত ভিটা।

৫। এখানে দাঁড়িয়ে নদীর মুক্ত হাওয়ায় উড়ে যেতে মন চায়।

৬। কিছুটা সমুদ্রের স্বাদ।

৭। যমুনা নদীর দৃশ্য।

৮। হোক না গ্রাম তার পরেও বিজলী বাতির প্রয়োজন। বিজলী বাতি সংযোগের কাজ করা হচ্ছে।

৯। কলের লাঙল নষ্ট। কলের লাঙল দিয়ে জমি চাষ করতে করতে নিজেই এখন দক্ষ মেকার। কৃষক নিজেই নিজের লাঙল মেরামতের কাজ করছে।

১০। ঈদের পরে মীলাদের আয়োজন করেছে আমার জ্যাঠাতো ভাইয়ের বড় ছেলে। তাই খাসীর এই অবস্থা।

১১। বাইরে তুমুল বৃষ্টি তাই ঘরের ভিতর খাসীর মাংস কাটাকাটি হচ্ছে।

১২। ভ্যান রিক্সায় চড়ে বাঁশের যাতায়াত।

মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,



সেই নদীর বয়ে চলা , বসত ভিটা ভেঙে পরার দৃশ্য , ঈদে - কোরবানীতে গরু খাসি জবাই করে কলাপাতার উপরে রাখা ।
ফেলে আসা সব পরিচিত চিত্র ।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। আপনার আমার অনেকেরই পরিচিত দৃশ্য। যা এখন রেজেক রুজির কারণে ঢাকা শহরে চার দেয়ালে আবদ্ধ থেকে সচারচর দেখা সম্ভব হয় না।

২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৯

বুরহানউদ্দীন শামস বলেছেন: ঈস্বার সাজিয়েছে গ্রাম আর মানুষ সাজিয়েছে নগর।
সত্যি গ্রামের সৌন্দর্য অকৃত্রিম।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বুরহান উদ্দীন শামস। আপনি চরম সত্য কথা বলেছেন। ইশ্বর সাজিয়েছে গ্রাম আর মানুষ সাজিয়েছে শহর। খুব ভাল লাগল আপনার মন্তব্য। শুভেচ্ছা রইল।

৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: পরিচিত সব সুন্দর ছবি। ভালো লাগল।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: এই ছবিগুলো আপনার আমার চির পরিচিত। ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৪| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার সব ছবি।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১২

কেএসরথি বলেছেন: সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কেএসরথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩৭

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ছবিগুলো আসলেই খুব সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকবাল হোসেন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৭| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৭

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। গ্রামের জন্য মন কেমন করছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুফিয়া। যাদের শৈশব কৈশর গ্রামে কেটেছে তাদের কাছে গ্রাম সবসময়ই ভাল লাগে। শুভেচ্ছা রইল।

৮| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর ছবিব্লগ প্রামানিক ভাই। :)

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪

মো: আশিকুজ্জামান বলেছেন: প্রামানিক ভাই এবার ঈদে ভালোয় মজা করলেন মনে হচ্ছে।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: গ্রামে গেলে এমনিতেই আমার ভাল লাগে। শহরে চার দেয়ালের মধ্যে বসে থাকতে থাকতে হাপিয়ে উঠলে তখন খোলামেলা নিঃশ্বাস নেয়ার জন্য হুট করে গ্রামে চলে যাই। গ্রাম আমার কাছে সবসময় ভাল লাগে। ধন্যবাদ ভাই আশিকুজ্জামান।

১০| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৬

চাঁদগাজী বলেছেন:

প্রকৃতি সুন্দর; কিন্তু মানুষ তো এগুতে পারছে বলে মনে হয় না।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: মানুষ ধান্দাবাজ তাই এগুতে পারছে না। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

১১| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৮

জুন বলেছেন: আপনার সুন্দর ছবিতে গ্রামের জীবন আর নদীর ঠান্ডা বাতাসটা উপলব্ধি করতে পারছি ভাই ।
+

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। বাস্তবতার নিরীখে আপনার মূল্যবান মন্তব্য ভাল লাগল। শুভেচ্ছা রইল।

১২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২০

শান্তি প্রিয় একজন মানুষ বলেছেন: গ্রাম এমনিতেই সুন্দর এই সুন্দর আরো অসাধারন হয়েছে পাকা হাতে তোলা ছবি দিয়ে।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শান্তি প্রিয় একজন মানুষ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

নীলসাধু বলেছেন: চমৎকার সব ছবিতে পোষ্ট সাজানো।
ধন্যবাদ প্রামানিক ভাই!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নীল সাধু ভাই। আন্তরিক শুভেচ্ছা রইল।

১৪| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি ক্যাপশানে চমৎকার পোস্ট । প্লাস লন ভ্রাতা ।

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: নদী,গাছ-পালা, নীল আকাশ সবই ভালো লাগলো। কিন্তু এর মধ্যে খাসী কাটাকুটির ছবি দেয়ার কী প্রয়োজন পড়লো বুঝলাম না।

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। গ্রামের গাছ-পালা, নদী-নালা, নীল আকাশের ছবি দিতে গিয়ে মনে হলো গ্রামে কলার পাতা বিছিয়ে গরু খাসী কাটাকুটির দৃশ্যটাও দেয়া দরকার। আমরা যারা গ্রামে থাকি তাদের কাছে এই দৃশ্য কিছু না কিন্তু যারা শহরে থাকে তাদের কাছে হয়তো গ্রামের এই দৃশ্যটিও ভাল লাগতে পারে।

১৬| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

ভিটামিন সি বলেছেন: কতদিন নদী দেখি না!!! আমার প্রেয়সী ব্রক্ষ্মপুত্রের নিবিড় জলরাশি, তার বুকে ভাসমান নৌকা, তীরে সাজানো কাশ ফুলের বিথী দেখি না কবে থেকে। প্রামানিক দা, আপনার বাড়ি যদি নদীর কাছে হয় তাহলে আপনার বাড়িতে আমার নিমন্ত্রণ রইল।

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ভাই ভিটামিন সি। আমার বাড়ি একদিন নদীর কাছেই ছিল এখন পুরোটাই নদীর ভিতরে। তবে সমস্যা নাই আপনি চাইলে যে কোন সময় আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসতে পারেন। আপনার জন্য বাড়ির দরজা খোলা রাখলাম।

১৭| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পরিচিত গ্রামের দৃশ্য।

ভাল লাগল খুব। আমিও গ্রামে বাস করি। :)

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৬

অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগল। :)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অশ্রুত প্রহর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩১

এস কাজী বলেছেন: র্ণফুলী পাড়ের মানুষ হওয়াতে নদীর পাড় দেখলেই নস্টালজিক হয়ে পড়ি। ভাল লাগলো।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এস কাজী। আমরা যারা নদী পাড়ের মানুষ তাদের কাছে এ দৃশ্য স্মৃতি জাগানিয়া। ভাল লাগল আপনার মন্তব্য। শুভেচ্ছা রইল।

২০| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

কামরুন নাহার বীথি বলেছেন: বড়বেশী আপন যেন ছবিগুলো, আমিও যে যমুনা পাড়ের সন্তান!!

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: আমরা যারা যমুনা পাড়ের মানুষ তাদের কাছে ছবিগুলো অতি পরিচিত। ধন্যবাদ কামরুন্নাহার আপা।

২১| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

নুর ইসলাম রফিক বলেছেন: নয়নাবিরাম গ্রাম।
ঠিকানা দেবেন সময় পেলে ঘুরে আসবো।
থাকা খাওয়া কিন্তু আপনাদের বাড়িতেই করবো।

খাসি লাগবে না ডাল বাজিতেই আমার চলে।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: আপনার দাওয়াত যে কোন দিন রইল। আসলে খুশি হবো।

২২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: দয়া করেন ভাই, আমার ভাই মার্বেন্না

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: আমি তো ভাত মারি নাই খাসী মারছি। চোখে উল্টা দেখেন কেন?

২৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: চামড়া ছিলে রাখা এটা খাশি নাকি কইতর?? =p~

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: কইতর না ভাই চুড়ুই পাখি।

২৪| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩১

তাহসিন মামা বলেছেন: নদীতে নৌকা আর বাচ্চাদের দুরন্ত জলকেলির ছবি মিস করছি। তবে ভালো লেগেছে। ভালো থাকবেন।

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিন মামা। আপনার মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৫| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৪

ভরকেন্দ্র বলেছেন: ++++++++++++

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচছা রইল।

২৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৯

কলমের কালি শেষ বলেছেন: দৃষ্টিনন্দন ছবি । তবে শেষের ছবিগুলো না দিলে শুধুই প্রাকৃতিক ছবিগুলো উপভোগ করতে ভাল লাগলো বেশি ।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শেষের ছবি গুলো দিয়ে ভুলই করেছি।

২৭| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৬

ইমরুল_কায়েস বলেছেন: যমুনায় অনেক স্মৃতি, সব মনে পড়ে গেল। ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল।

২৮| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩২

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার কষ্টের জন্য অনেক দিন পরে গ্রামের এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হলো ।
কত দিন গ্রামে যাইনি ।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.