নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রক্তেরও কি ধর্ম আছে?

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৭


(উৎসর্গ সহব্লগার উর্বিকে)
Blood_Donating‬ এ বিচি্ত্র অভিজ্ঞতাঃ-

শহীদুল ইসলাম প্রামানিক

মূমূর্ষ এক রুগীর জন্য
রক্ত প্রয়োজন
রক্ত চেয়ে পত্রিকাতে
দিলো বিজ্ঞাপণ।

উর্বি নামের এক মহিলা
দিতে হলেন রাজী
রক্ত দানে ধর্ম নিয়ে
বাঁধলো যে কারসাজি।

হিন্দু না মুসলিম তুমি?
জিজ্ঞেস করে কয়
প্রশ্ন শুনে রক্ত দাতার
হলো যে বিস্ময়!

রক্তের আবার ধর্ম আছে
জন্মে শুনি নাই!
জীবন বাঁচানো ফরজ কিনা,
প্রশ্ন উঠল তাই?

জীবন এবং ধর্মের মাঝে
কোনটা ফরজ আগে?
রক্ত দাতার পাল্টা প্রশ্ন
বলল রাগে রাগে।

মানুষ, ধর্ম কোনটা আগে
আমিও ভাবছি বসে
মনের মাঝে অনেক প্রশ্ন
দেখছি অঙ্ক কষে?

মানুষ যদি না থাকেরে
ধর্ম কোথায় থাকবে,
প্রানীবিহীন জগৎটাতে
আল্লারে কে ডাকবে?

মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে
স্রোষ্টা থাকবে মনে
সারা দিনমান স্রোষ্টার কথা
বলবে জনে জনে।

ধর্ম নিয়ে বাড়াবাড়িতে
সৃষ্টি হলে ধ্বংস
থাকবে কি আর জগত জুড়ে
কোনো মানব বংশ?

রক্ত চিনে প্রাণ প্রাণী
ধর্ম কি আর চেনে?
তাই তো মানুষ মানব রক্ত
রুগীর জন্য কেনে।

রক্ত যদি মোদের মত
ধর্ম কর্ম বুঝতো
দেহের মাঝে ঢোকার পরেই
হিন্দু মুসলিম খুঁজতো!

সেগুন বাগিচা
সকাল ১১-৪৫মিঃ
২২-০৮-২০১৫

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮

লেখোয়াড়. বলেছেন:
উর্বি নামের এক "মহিলা" না বলে বলে উর্বি নামের এক মেয়ে বা বোন।

লেখাটি উর্বিকে উৎসর্গ করার বিনীত অনুরোধ করছি।

আপনার লেখা খুব ভাল হয়।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: আপনার কথা মাথায় রাখলাম। লেখাটি উর্বিকে উৎসর্গ করলাম। ধন্যবাদ ভাই লেখোয়াড়

২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

কলমের কালি শেষ বলেছেন: রক্ত যদি মোদের মত
ধর্ম কর্ম বুঝতো
দেহের মাঝে ঢোকার পরেই
হিন্দু মুসলিম খুঁজতো!


ভাল লাগলো ।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভেচ্ছা রইল।

৩| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার +++

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভ্চেছা রইল।

৪| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

প্লাবন২০০৩ বলেছেন: রক্ত যদি মোদের মত
ধর্ম কর্ম বুঝতো
দেহের মাঝে ঢোকার পরেই
হিন্দু মুসলিম খুঁজতো"!

-বাহ্‌ বাহ্‌। অদ্ভুৎ সুন্দর ছন্দ আর ভাবের যোগ। মনকাড়া। তাই +++++

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫

উর্বি বলেছেন: +++++++ কি বলব! বলার ভাষা হারিয়ে যাচ্ছে। অনবদ্য অসাধারন :)

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। আপনার লেখা ঘটনাটি পড়ে আমার মনে অনেক প্রশ্ন দেখা দিল । আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই ছড়াটি লেখা।

৬| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

গোধুলী রঙ বলেছেন: চমতকার প্রামানিক ভাই। যে কোন বিষয়কেই ছন্দ-কবিতায় প্রকাশ করার দক্ষতা আসাধারন।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ। আপনাদের উৎসাহ আমার ছড়া লেখার প্রেরণা।

৭| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে ভাই।

বিশ্বাসের ভ্রান্ত বলয়ে ঘুরপাক খাওয়া মানুষদের দল মানব ধর্ম থেকেই বিচ্যুত হয়ে গেছে।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই জন রেসি। শুভেচ্ছা রইল।

৮| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসাধারন কবিতা প্রামানিক ভাই। খুব ভালো লাগলো। ধন্যবাদ

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:

গোধুলী রঙ বলেছেন: চমতকার প্রামানিক ভাই। যে কোন বিষয়কেই ছন্দ-কবিতায় প্রকাশ করার দক্ষতা আসাধারন।

সহমত!!!

কবির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউ করিম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: রক্ত যদি মোদের মত
ধর্ম কর্ম বুঝতো
দেহের মাঝে ঢোকার পরেই
হিন্দু মুসলিম খুঁজতো!
---------

১০০% খাটি কথা!!
যাদের ইসলামধর্ম -র হুকুম সম্মন্ধে কোন ধারনা নেই (শুনে মুসলমান), তারাই এমনটা ভাবতে পারে!!!

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন নাহার আপা। ধর্মের গোঁড়ামীর কারণে মানুষ সত্যটাকেও বুঝতে চায় না।

১১| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: চমৎকার প্রামানিক ভাই। সহজ ভাষায় আপনার ছড়া লিখবার ক্ষমতা অসাধারন। লাইকড ইট। :)

উর্বিকেও ধন্যবাদ।পিচ্চি মানুষ হয়েও একটা আপাত নিরীহ কিন্তু গুরুত্বপূর্ন ব্যাপার সামনে তুলে ধরেছে।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আসলেই উর্বির মাথায় এমন একটি বিষায় কাজ করবে সেটা কল্পনাই করতে পারি নাই।

১২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


শুনলাম, উর্বির গায়ে রক্ত নেই!

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪

প্রামানিক বলেছেন: উর্বির রক্ত থাকলেও সে রক্ত সর্বধর্ম পালন করে। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়িতে
সৃষ্টি হলে ধ্বংস
থাকবে কি আর জগত জুড়ে
কোনো মানব বংশ?
খুব সহজ ভাবেই আপনি জটিল বিষয়গুলিকে ছন্দে ফুটিয়ে তোলেন।। যা সত্যিই বিস্ময়কর দক্ষতা।।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ লিখেছেন ভাই, গত বছর রমজান মাসে এক হিন্দু ভদ্রলোক লোক কোন ভাবে জানতে পারলো যে আমার রক্তের গ্রপ A-(ve)। ওনার ডেলিভারি রোগীর জন্য রক্ত দেওয়া জরুরী, আমি বললাম রোজা আছি, ইফতারের পর যোগাযোগ করেন। ইফতারের পর ঐ লোকের সাথে হসপিটালে গিয়ে রক্ত দিলাম। তখন কিন্তু এমন একটা বিষয় আমরা কেউই মনে করিনি যে হিন্দু মানুষের রক্তের সাথে একজন মুসলমান রোজাদারের রক্ত খাপ খাইবে কিনা। এমন প্রশ্ন যারা করে তারা সত্যিই অবিবেচক। আমি বলি সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। আপনার বাস্তব অভিজ্ঞতার কথা শুনে ভাল লাগল। আপনি ঠিকই বলেছেন রোজা থেকে হিন্দুকে রক্ত দেয়ার পর প্রশ্ন মনে আসা স্বাভাবিক। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে ধর্ম দিয়েছে যে কারণে রক্ত নিয়ে সমস্যা হয় না মানুষের মতবাদ নিয়ে সমস্যা।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন সাবলীল ছন্দের আমি কঠিন ভক্ত প্রামানিক ভাই........আশা করছি এমন চলতেই থাকবে।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০১

প্রামানিক বলেছেন: আপনারা আমার লেখা পছন্দ করেন দেখেই তো আমি উৎসাহ পাই। ধন্যবাদ কামাল ভাই।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: খুবই ভালো লাগলো ভাই। চমৎকার ছন্দে মানবতার জয়গান গাইলেন আপনি। ভালো লাগা আর ভালো লাগা

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারন কবিতা।মানবতার জয় হউক। মানুষে ভেদাভেদ দূর হোক। আমিন।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫

সুমন কর বলেছেন: মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে
স্রোষ্টা থাকবে মনে
সারা দিনমান স্রোষ্টার কথা
বলবে জনে জনে।


১০ম প্লাস।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

সাদিকনাফ বলেছেন: অসাধারন!!

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাদিকনাফ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার তাৎক্ষণিক ছান্দসিক কাব্য সৃষ্টির প্রতিভায়, আমি আবিভুত ।
জাত কবিকে অভিনন্দন ।

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। আপনাদের উৎসাহ আমার ছড়া লেখার প্রেরণা। শুভেচ্ছা রইল।

২১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: অসম্ভব ভালো লাগলো । যেন সুফিবাদে ফিরে গেলাম!

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। অপানার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২২| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার +++

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: মোসলমানের গরু খাওয়া রক্ত হিন্দুর শরীরে গেলে কি হবে এই চিন্তায় অস্থির, তেমনি হিন্দুর শুকর খাওয়া রক্ত মোসলমানের শরীরে গেলে ধর্ম থাকবে তো।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ভাই রক্ত যদি গরু আর শুকুর চিনতো তাহলে শরীরে গিয়েই ধাক্কাধাক্কি শুরু করতো। এখন কথা হলো হিন্দু যদি শুকর খেয়ে এসে মুসলমানের কালেমা পড়ে মুসলমান হয় সাথে সাথেই সে মুসলমানের ভাই হয়ে যায় এবং তৎক্ষনাৎ একসাথে বসে ভাত খাওয়া যায়, হিন্দুকে শুদ্ধি করার জন্য দুই চার দশদিন সময় অতিবাহিত করার প্রয়োজন পড়ে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.