নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯


শহীদুল ইসলাম প্রামানিক

গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে
বাড়ির বেড়েছে ভাড়া
আয় ইনকাম তো বাড়েনি ভাই
মোদের কম্ম সারা।

চাকুরেদের বেতন নাকি
হবে সামনে দ্বিগুন
দ্বিগুন হওয়ার আগেই দেখি
বাজার মূল্য তিনগুন।

আয় রোজগার তো বাড়েনা ভাই
খরচ শুধু বাড়ছে
গরীব মানুষ চিপায় পড়ে
দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে।

এইভাবেতে দেশটা চললে
মধ্যম আয়ের লোক
বাজার গিয়ে মূল্য শুনেই
গিলবে শুধু ঢোক।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: বেতন বাড়বে চাকুরেদের
ভালো খবর খুব,
বাকি সব কৃষক-শ্রমিক (৮০% নাগরিক অব বাংলাদেশ, উইথাউট চাকুরিজীবী)
গলায় কলসী বেধে জলে দিবে ডুব।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

প্রামানিক বলেছেন: ভাই ভিটামিন সি। ৮০% নাগরিক নিয়ে কারো মাথা ব্যাথা নাই, কারণ এরা প্রতিবাদ করতে জানে না। কাজেই এরা সবসময় নিগৃহিতই হবে।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: জিনিসপত্রের দামও উন্নত বিশ্বের সমপর্যায়ে নিয়া যাইতে চায় সরকার। বিদেশে বিরিয়ানী আপনি ১০ ডলার মানে প্রায় ৮০০ টাকা প্লেটে খাইবেন আর এইদেশে ১০০ টাকায় আশা করবেন এইটা হইতে পারে নাকি? জীবনযাত্রার মান বাড়ুক না বাড়ুক, দামের দিক থাইকা মানটা অন্তত সহজেই ওদের কাছে নিয়া যাওয়া সভব। মাল টাইপ মন্ত্রী থাকলে অবশ্যই সম্ভব। ;)

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: ভাই আপনার সাথে আমি এক মত। বিরানীর প্লেট ৮০০ টাকা হোক এটা আমিও চাই, যাতে বাংলাদেশের বিরানী চোরাচালানীরা কম দাম পাইয়া বিদেশে পাচার করতে না পারে।
তবে কথা হইল গিয়া, সরকারী কর্মচারীদের বেতন করবেন দেড় লাখ টাকা তাদের পক্ষে ৮০০ টাকা কিছু না কিন্তু কৃষকের ধানের দাম রাখবেন ৫০০ টাকা ওই বেটার তো দেড় মণ ধান বেইচা এক প্লেট বিরানী খাইতে হইবো। এখন আপনিই বিবেচনা করেন এই মানুষগুলা জিন্দীগীতে বিরানী খাইবার পারবো কি না?

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

কাবিল বলেছেন: চাকুরেদের বেতন নাকি
হবে সামনে দ্বিগুন
দ্বিগুন হওয়ার আগেই দেখি
বাজার মূল্য তিনগুন।

দারুন বলেছেন ভাই।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

সাদা মনের মানুষ বলেছেন: যারা সরকারী চাকুরে তাদের হয়তো বেতন বাড়ছে, আমাদের মতো নাদান লোকদের তো বেনি পুইড়া হাতে লাগছে

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: আপনার বেনি পুেইড়া হাতে লাগছে, আমারও তো নেঙটি পোড়ে পোড়ে অবস্থা।

৫| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: তেলের দাম কমার প্রতিশোধ হিসাবে গ্যাস বিদ্যুতের দাম বাড়লো, বেশ ভালো। লাখ লাখ অবৈধ গ্যাস যংযোগ যারা নিয়েছে তারাই ভালো, তাদের বিলও দেওয়া লাগেনা, দামও বাড়েনা।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: কামাল ভাই আমার আসেপাশে অনেকেই অবৈধ গ্যাসের লাইন নিছে তারা দিব্যি আরামে আছে আর আমি বৈধ লাইন নেয়ার জন্য দীর্ঘ দিন হলো বইসা আছি তো আছি। বৈধ পথে চলা যে কত কঠিন তার উদাহারন আমি।

৬| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: আয় রোজগার তো বাড়েনা ভাই
খরচ শুধু বাড়ছে
গরীব মানুষ চিপায় পড়ে
দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে।
------------
শুধু গরীব কেন, প্রথম শ্রেণীর ধনী ছাড়া সবারই একই অবস্থা !!! চিন্তায় আর ভাল লাগে না ! :(

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৯

প্রামানিক বলেছেন: আমাগো নাহার আপা যদি এই চিন্তা করে তাইলে আমি তো আরো নাই।

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, কথায় আছে না, "দূর থেকে কাশবন ঘনই দেখা যায়!!! "
আরেকটা কথা, "যার মাথা, তারই ব্যাথা!! "----

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

প্রামানিক বলেছেন: "দূর থেকে কাশবন ঘনই দেখা যায়!!! "
"যার মাথা, তারই ব্যাথা!! "----
খাইছে আমারে, আমি তো মনে করেছি আমার মাথার ব্যথাই মনে হয় বড় এখন দেখি - - ---

৮| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "আয় রোজগার তো বাড়েনা ভাই
খরচ শুধু বাড়ছে
গরীব মানুষ চিপায় পড়ে
দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে ।" ভয়াবহ রকমের সত্যি কথা! অামার মত গরিবদের কী যে হবে!

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ভাই আপনি গরীব হইলে আর চিন্তা নাই আসেন সব গরীব একত্রে হইয়া কান্নাকাটি করি।

৯| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চলমান কাব্যে ভালো লাগা... বেশ বলেছেন!

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ঈপ্সিতা চৌধুরী। শুভ্চেছা রইল।

১০| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: সরকারী চাকুরীর ক্ষেত্রে বেতন বাড়ার সম্পর্ক আছে কিন্তু বাকিদের........... X((

বাস্তবিক কবিতায় প্লাস।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: বাকীদের অবস্থা ক্যারাসিন। ধন্যবাদ ভাই সুমন কর।

১১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: মধ্যম আয়ের বা উন্নতদেশের লোকদের কি কৃপন হলে চলে?? তারা সন্তানদের পড়াশুনাতে ভ্যাট দেবেন,তাদের সময়মত খাওয়াতে বর্ধিত মূল্যের গ্যাস খরচ করবেন,ইত্যাদি ইত্যাদি।। কিন্তু পাবেন না নাগরিক সুবিধাদী!! :-P

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: একদম হাছা কথা কইছেন। লেখাপড়ায় যদি ভ্যাট দিতে অসুবিধা না হয় তাহলে গ্যাসের বাড়তি দাম দিতে অসুবিধা কোথায়?

১২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

অন্ধবিন্দু বলেছেন: আমগো দাম বাড়ে না কেরে ??

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩

প্রামানিক বলেছেন: সব জিনিসের দাম বাড়ে শুধু মানুষের দাম বাড়ে না। মরার পরে আধ কেজি আটার দাম দিয়েই কেউ নিতে চায় না। কি আজিব ব্যাপার?

১৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: মনে হয় আমরা মেরুদণ্ডহীন হয়ে গেছি ভাই,
নইলে তারা যা ইচ্ছা করবে আর আমরা দুখের গান গাইব/শোকের কবিতা লিখব
এটাই আমাদের নিয়তি নাকি?

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: দাম বেড়েছে গ্যাস আমরা এখন শেষ।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। এখনও শ্যাষ হই নাই সামনে হবো।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

আলী আকবার লিটন বলেছেন: দেখতেই যদি ১৫০০০ লাগে তবে খাইলে তো আরও খরচ ... আরে ভাই লাউ, কুমড়া, পেঁয়াজ মরিচ খাওয়ার কথা বলছি ভুল বুঝেন ক্যা !!

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২১

প্রামানিক বলেছেন: ভুল বোঝার আগেই তো দেখতে দেখতে খাইতে খাইতে জানটা গেল। ধন্যবাদ ভাই লিটন।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫

আলী আকবার লিটন বলেছেন: কমেন্টে দুষ্টমির ইমু দিতে ভুইল্লা গেছিলাম এইডা :P :P

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: ইমু ধন্যবাদ

১৭| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: :(

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন: এই যদি হয় হাল
আসছে দিনে সবাই মোরা হইব বেসামাল।

কবিতায় পঞ্চম ভাল লাগা।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

প্রামানিক বলেছেন: ভাই ভ্রমরের ডানা, বেসামাল তো হইয়াই আছি তারপরে যে কি হমু সেই চিন্তায় আছি।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




দাম নিয়ে ছড়া
কি আর করা !
জ্বালতে তো হবে চুলো
মালের কানে তুলো ..।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ ছন্দ মন্তব্য। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.