নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

তাজা ট্যাংরা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭


শহীদুল ইসলাম প্রামানিক

সকাল বেলা রমনা পার্কে হাঁটতে যাওয়ার পথে সেগুন বাগিচার রাস্তার পাশে দেখি এক লোক কিছু গোলসা মাছ নিয়ে বসে আছে। মাছগুলি তাজা। সবগুলো মাছ লাফালাফি করছে। এমন তাজা মাছ ঢাকা শহরে সচারচর চোখে পড়ে না তাও আবার গোলসা মাছ। কৈ, শিং, টাকি, শোল মাছ হলে কোনো কথা ছিল না। এসব মাছ দুই চারদিন পানি ছাড়াই লাফালাফি করতে পারে। কিন্তু বড় বড় ট্যাংরা বা গোলসা মাছ ঢাকা শহরের ভিআইপি এলাকায় পিচঢালা রাস্তায় এসে লাফালাফি করবে এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। ঔৎসুক ক্রেতা দর্শক ভির করে মাছের লাফালাফি দেখছে। আমিও কৌতুহল দমিয়ে রাখতে না পেরে কাছে গিয়ে দেখতে লাগলাম। শহরের ভিতর শুকনা থালায় মাছের লাফালাফি দেখে মছের প্রতি খুব লোভ হলো। লোভ সংবরণ করতে না পেরে ছবি তুলে নিলাম। মাছের দাম মাত্র ১৫০০/- টাকা কেজি। মাছের দাম শোনার পর অনেকের মুখ শুকিয়ে গেল। তারা মাছের দাম করা তো দূরের কথা শুধু ঢোক গিলতে গিলতে বাড়ি চলে গেলেন।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

হানিফঢাকা বলেছেন: ৬০০ - ৮০০ টাকা কেজি। আমি মাঝে মাঝে কিনি। খিলগাও, মুগদা, বাসাবো তে পাওয়া যায়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

প্রামানিক বলেছেন: ৬০০-৮০০ টাকা কেজি সেটা তো লাফায় না, এটা লাফায় এইজন্য ১৫০০ টাকা। ধন্যবাদ ভাই হানিফ ঢাকা।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

হানিফঢাকা বলেছেন: লাফায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: জি লাফালাফি করে।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৫০০ টাকা , আমিতো শুনেই ডোক গিলছি প্রামানিক ভাই , সকালে কিনলাম ৩০০ করে , আমাদের এলাকায় গুল্লা মাছ বলে হাহাহাহা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ভাই কি আর বলবো, দাম শুনে ছবি তুলে ঢোক গিলতে গিলতে আমিও চলে এসেছি।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

হানিফঢাকা বলেছেন: প্রামানিক ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে জীবন্ত লাফানো বড় বড় গোলসা মাছ আমি ৬০০-৮০০ টাকা কেজি করে মাঝে মাঝে কিনি। স্থানভেদে ঢাকা শহরে একই মাছের দাম বিভিন্ন রকমের হয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: হানিফ ভাই, খিলগাঁওয়ে যে মাছের দাম ৩০০টাকা সেগুন বাগিচায় সেই মাছের দাম কমপক্ষে ৫০০ টাকা। তার কারণ হলো ইস্টার্ন হাউজিংয়ে সব বড় বড় লোক বাস করে এই কারণে দামের এত হেরফের। আমি একবার চায়না হাঁস কেনার চিন্তা ভাবনায় ছিলাম। অনোক কিছু খেলাম এই জিনিষটি খাওয়া হয়নি। সেগুন বাগিচায় এক হাঁসওয়ালা একদাম ৭০০ টাকা বলে দিল এর নিচে বিক্রি করলে তার পোষাবে না। একজন বলল, আপনি খিলগাঁও চলে যান, কমে পাবেন। ত্রিশটাকা রিক্সা ভাড়া দিয়ে খিলগাঁও রেলগেটে গিয়ে তার চেয়েও বড় হাঁস ৪০০টাকায় কিনে এনেছিলাম।
ধন্যবাদ ভাই, শুভেচছা রইল।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

হানিফঢাকা বলেছেন: প্রামানিক ভাই আমি আপনাকে এই কথাটিই বলতে চেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আর কি বলবো ভাই আমাদের দেশে সাধারণ মানুষ তাজা মাছ খেতে পারবে না । অন্তত যারা ঢাকায় থাকেন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ভাই কি আর বলবো, গ্রামে গিয়েও বিলের তাজা মাছ পাই না। যা পাই সব চাষের মাছ। খেয়ে কোন মজা পাই না।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: যদিও আমি মাছ খাইনা, তবে ছোটবেলার আনন্দের স্মৃতির একটা হল মাছ ধরা। নানার বাড়িতে গিয়ে অথবা বাসার সামনের ঝিল থেকে। ঝিলটা এখন ভরে ফেলা হয়েছে। ঝিলের উপর এখন উচু উচু বাড়ি। সব স্মৃতি বিল্ডিং এর নীচে চাপা পড়ে গেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: মাছ খাওয়ার চেয়ে মাছ ধরায় আনন্দ বেশি। মাছ ধরা কিছুটা নেশাও বটে। ধন্যবাদ

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইডার নাম হইল ট্যাঁহার খেলা... :-P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: খালি ট্যাহার খেলা না ভাই ট্যাহার মেলাও। ধন্যবাদ

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

সুমন কর বলেছেন: মাছের দাম মাত্র ১৫০০/- টাকা কেজি। মাছের দাম শোনার পর অনেকের মুখ শুকিয়ে গেল। তারা মাছের দাম করা তো দূরের কথা শুধু ঢোক গিলতে গিলতে বাড়ি চলে গেলেন।

আমিও চলে যাই !~!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০

প্রামানিক বলেছেন: চলে যাওয়া ছাড়া উপায় নাই। ঘুষের টাকা ছাড়া এত দামের মাছ কেনা সম্ভব নয়।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: ভাই যদি সামান্যতমও মায়া থাকে তাহলে এককেজি পার্সেল করে দেন আজই।। কতদিন দেশীয় তাজামাছ খাওয়াতো দুরের কথা,দেখিও নাই।।
টমের মত জিভ দিয়ে.......।।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২

প্রামানিক বলেছেন: ভাই আপনার মত আমিও, তাজা মাছ খাইতে না পারলেও ছবি তুলে দেখা শুরু করছি।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

বিদ্রোহী সিপাহী বলেছেন: দর্শনেই অর্ধেক ভক্ষণ...

দেন জলদি ৭৫০/- দিয়ে দেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: আপনার আইঠা মাছ কে খাইবো, পুরা মাছের দাম দেন।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: আরেকবার দেখলে দাম পুরাটাই দিতে হইব =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

প্রামানিক বলেছেন: দুইবার অর্ধ ভোজনে পূর্ণ ভোজন আর মাছের দামসহ ডবল দিতে হইবো।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

চানাচুর বলেছেন: মাছ খেতে ভালই লাগে না। কিন্তু পরিস্থিতিতে পড়ে মাঝেমাঝে খাওয়া লাগে তখন মনটা বেশ খারাপ থাকে :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চানাচুর, আপনার মাছের প্রতি অভোক্তি দেখে হাসি পেল। আমরা যখন মাংস রেখে মাছের দিকে ঝুঁকছি আপনি তখন মাছের প্রতি নাখোশ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

শাহরিয়ার সনেট বলেছেন: আমাদের আর এই মাছ খাওয়া হইল না!দাদুর মুখে,বাবার মুখে,মা র মুখে গল্প শুনেই দিন কাটাইতে হচ্ছে..
তারা মাঝে মাঝে এমন সব মাছের কথা বলে যে সেগুলা দেখা তো দূরেই থাক!নাম ও শুনি নাই কোন দিন..
আমার দাদুর বয়স ৮০..
দিব্বি সুস্থ আছেন এখন..
এই না হলে মাছে ভাতে বাংগালী

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: ভাই শাহরিয়ার সনেট, আমিও যে সব মাছ খেয়েছি সেগুলো এখন খুঁজেও পাই না।
মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

কাবিল বলেছেন: ভাই প্রামানিক, আপনি এক কাজ করুন সময় করে আমাদের এলাকায় চলে আসুন, আপনাকে ৩০০/= টাকা কেজি দরে কিনে দেব। একদম তাজা ট্যাংরা মাছ লাফালাফি করে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: কাবিল ভাই, আপনার এলাকা কোনটা? নাম বলেন, হুট করে একদিন আমি গিয়ে হাজির হবো, যদি পরিবেশ অনুকুল থাকে। ধন্যবাদ

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

তারছেড়া লিমন বলেছেন: দিনাজপুর চলে আসেন ৩০০/৪০০ টাকার মধ্যে পাবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

প্রামানিক বলেছেন: ভাই দিনাজপুরের গাড়ি ভাড়াই তো ৬০০টাকা, আপ-ডাউন ১২০০টাকা, মাছের দাম ৩০০ টাকা, সব যোগ করলে সেই ১৫০০টাকায় দাম পড়ল। লাভ তো হইল না।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মাত্র ১৫০০ টাকা? মাছ অার খাওয়া লাগবেনা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: সকাল বেলা অনেকেই তাজা মাছ দেখে এগিয়ে আসে কিন্তু ১৫০০টাকা দাম শুনেই চলে যায়

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

কাবিল বলেছেন: লেখক বলেছেন: কাবিল ভাই, আপনার এলাকা কোনটা? নাম বলেন, হুট করে একদিন আমি গিয়ে হাজির হবো, যদি পরিবেশ অনুকুল থাকে। ধন্যবাদ
আমার লাস্ট পোস্টে আমার এলাকার সম্পর্কিত ধারনা দেওয়া আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

প্রামানিক বলেছেন: যদি ঢাকা শহরে হয়, তাইলে আর দরকার নাই। ড্রেনার পঁচা মাছ মাগনা দিলেও খামু না।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

অর্ধ চন্দ্র বলেছেন: কতোদিন দেখিনি তোমায়.......

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: বাজারে গেলে শুধু পঁচা গলা মরা মাছ চোখে পড়ে তাজা মাছ চোখেই পড়ে না।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

কাবিল বলেছেন: পদ্মা, গড়াই, মাঠ, পুকুর যেখানকার মাছ চাইবেন সেই মাছই পাবেন, চলে আসুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

প্রামানিক বলেছেন: ভাই এবার মনে পড়ছে, আপনি বাঘা যতীনের দেশের লোক। এক সময় যশোরের কৈ মাছের খুব সুনাম ছিল। এখনও কি সেই কৈ মাছ পাওয়া যায়?

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

কাবিল বলেছেন: পদ্মা, গড়াই নদী যশোরে না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: পদ্মা গড়াই আমি চিনি, এই তো সাত বছর আগে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে আসার সময় গড়াই নদীতে গোসল করে এসেছি। যশোর কুষ্টিয়া পাশাপাশি হওয়ায় যশোরের কৈয়ের কথা বলেছি।

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: এগুলারে আমরা কই বৈচা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: বৈচা মাছ আরো ছোট। যেটাকে অনেকে গুইট্ট ট্যাংরাও বলে। ধন্যবাদ।

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

স্পেলবাইন্ডার বলেছেন: সেদিন বাজারে দেখলাম জ্যান্ত পুঁটি মাছ। দাম ১০০০ টাকা কেজি। ১০০০ টাকা দিয়ে দুইটা ইলিশ মাছ কিনলাম। B-))

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: দেশী মাছ এখন পাওয়া যায় না পেলেও আকাশ ছোঁয়া দাম চায়। অথচ কয়েক বছর আগেও এসব পুঁটি ট্যাংরা অল্প দামে বিক্রি হতো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: মাছগুলা কী সুন্দর! কবিতার মত, জোছনার মত, মেঘেদের, প্রেমিকাদের মত সুন্দর :-/ :|

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: মাছের চেহারা দেখেও কবিরা কত কি কল্পনা করে, কত কিছুর সাথে উপমা তুলে ধরে। ধন্যবাদ ভাই হাসান মাহবুব।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, ১৫০০/- টাকা কেজি দামের মাছের ছবি তুলতে আপনাকে টাকা দিতে হয় নাই???? :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: টাকা চাইলে দিতে হতো কিন্তু চায় নাই।
ধন্যবাদ নাহার আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.