নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (দিনাজপুরে ঝটিকা সফর)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০


১। দিনাজপুর তোরণ মোহনপুর।

২। দিনাজপুর তোরণ রাস্তার পূর্ব পাশের ছবি।

৩। দিনাজপুর তোরণ রাস্তার পশ্চিম পাশের ছবি।

৪। আত্রাই নদীর উপর মোহনপুর ব্রীজ।

৫। মোহনপুর মাদ্রাসার তোরণ।

৬। মোহনপুর ব্রীজের উদ্বোধনের ফলক।

৭। মোহনপুর ব্রীজের পাশ্চিম পাশের আত্রাই নদীর ছবি। উত্তরপশে বাংলাদেশ দক্ষিণ পাশে ভারত।

৮। আত্রাই নদীর ফলক।

০৯। মোহনপুর আত্রাই নদীর রাবার ড্যাম প্রকল্প।

১০। আত্রাই নদীতে রাবার ড্যাম।

১১। তোরণের উপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

১২। দিনাজপুরের মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। দিনাজপুরের সর্বত্রই এই দৃশ্য চোখে পড়ে।

১৩। মোহনপুর সীমান্ত।

১৪। গরুগুলি বাংলাদেশে, মাঝখানে আত্রাই নদী, ঐ পাড়ে ভারত ।

১৫। কাজের সন্ধানে গাঁয়ের লোক।

১৬। দুই দিনের বৃষ্টিতে ধানের জমি তল। ছবিটি মোহনপুরের।

১৭। মেঠোপথ।

১৮। মোহনপুর ব্রীজ থেকে সাড়ে চার মাইল পশ্চিম উত্তরে এই জায়গায় '৭১সালে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের ঝটিকা আক্রমনে অনেক পাক সেনা নিহত হয়ে পরাজিত হয়। যুদ্ধের স্মৃতিস্তম্ভ।

১৯। এই পুকুরের চারিপাশে খানসেনাদের অনেক বাঙ্কার ছিল।

২০। যুদ্ধের ভয়াবহ স্মৃতি বুকে নিয়ে এখনও এই পুকুরটি অক্ষত আছে।

২১। সবুজ ধান ক্ষেত।

২২। চির সবুজ বাংলাদেশের একটি গ্রাম।

২৩। পঞ্চগড়, দেবীগঞ্জ, ফুলবাড়ি।

২৪। বাংলার চির চেনা ছবি, পাট খড়ি শুকানোর দৃশ্য।

মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

কাবিল বলেছেন: আমি ফাস্ট।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ফাস্ট হওয়ায় আন্তরিক শুভেচ্ছা রইল।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: সুন্দর ছবি ব্লগ !!

প্লাস।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

শামছুল ইসলাম বলেছেন: আপনার চোখ দিয়ে দিনাজপুর দেখলাম।
ভাল লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: জীবনে যাইতারুম কিনা জানিনা, তয় পাকা দেখাটা আপনার মাধ্যমে সাইরা লইলাম!! সবগুলো ছবিই ভাল লেগেছে তবে ১২ নং ছবিটার ব্যাপারে দুইখান কথা আছে!! :P তয় কথা হইলো গিয়ে কথা তা না, কথা হইলো এইডা কথার কথা!! :`>


আসলেই ছবি গুলো খুবই সুন্দর হয়েছে! ধন্যবাদ চমৎকরা ছবি ব্লগের জন্য!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ১২নং ছবিটি এখন দিনাজপুরের সর্বত্র চোখে পড়ে। গ্রামের প্রত্যেকটা মেয়েই এখন সাইকেলে চরে দূরের স্কুলে যায়। পঞ্চগড় দেবীগঞ্জে গিয়েছিলাম সেখানেও দেখেছি স্কুলের সময় অনেক মেয়ে সাইকেলে চড়ে যাচ্ছে। ভাল লাগল এই জন্য যে আগে দূরত্বের কারণে মেয়েরা স্কুলে যেতে পারতো না। এখন সেই সমস্যা নাই। তাছাড়া স্কুল পোষাক পড়ে দল ধরে সবাই সাইকেল নিয়ে স্কুলে যায় দেখতে খুব ভাল লাগে।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

হাসান মাহবুব বলেছেন: আমার পুরোনো শহর। আমরা থাকতাম মিশন রোডে। ভারি সুন্দর জায়গা ছিলো। ওখানে বড় মাঠ বলে একটা মাঠ ছিলো। বাংলাদেশের দীর্ঘতম মাঠ। এখন কোন অবস্থায় আছে কে জানে! পোস্টে ভালো লাগা রইলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: মিশন রোডটি খুব সাজানো গুছানো ছিল। এখনও সুন্দর। ধন্যবাদ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

ভিটামিন সি বলেছেন: কত দিন ধরে সবুজ ধান ক্ষেত দেখি না, ইস!! আমার প্রাণ জুড়ালো। এই ছবিতেই আমার ভালোলাগা ঢেলে দিলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভিটামিন সি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার বিষয় নির্বাচনে
সুন্দর দৃষ্টিনন্দন ছবি !
ধন্যবাদ প্রামানিক ভাই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ধন্যবাদ। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মশিউর রহমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

আব্দুল্যাহ বলেছেন: দিানজপুর গেলেন অথচ বললেন না

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: ভাই আব্দুল্যাহ, মাত্র তিনদিনের সফর ছিল, ঢাকা থেকে আসা যাওয়ায় দুই দিন চলে গেছে সেইজন্য কারো সাথেই দেখা করতে পারি নাই। খুশি হলাম আপনার আগ্রহ দেখে। শুভ্চেছা রইল।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ছবি :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ ছবিগুলো প্রামানিক ভাই।
আমি ক্লাশ ফোর পড়েছি দিনাজপুর ব্যাপটিষ্ট মিশন স্কুলে।
আমার আব্বা তখন ওয়াপদায় চাকুরী করতেন (ডিভিশনাল একাউন্টেন্ট) !!!

দিনাজপুরে বিশাল একটা সবুজ মাঠ ছিল( সম্ভবত প্যারেড গ্রাউন্ড), সেটার পাশ দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম।
একবার প্রচন্ড বন্যা হয়েছিল, আমাদের ওয়াপদা কলোনীতে বাসার ভিতরে পানি এসেছিল।
স্মৃতিতে হঠাৎ করে টুকটাক কিছু মনে পড়ে যায় !!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

প্রামানিক বলেছেন: আপনি যখন ক্লাস ফোরে পড়েন তখন কোন সাল। আমি ১৯৭৬ সালে প্রথম দিনাজপুর গিয়েছি তখন ব্যাপটিষ্ট মিশন দেখেছিলাম। তখন দিনাজপুর শহর এত বড় ছিল না। ধন্যবাদ আপনাকে আপনার পুরানো স্মৃতি মনে করার জন্য।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

প্লাবন২০০৩ বলেছেন: দারুন হয়েছে প্রামানিক ভাই। শুভেচ্ছা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

জুন বলেছেন: দিনাজপুর আমি বেড়াতে গিয়েছিলাম । খুব ভালোলেগেছিল শহরটি । গাছে গাছে আম লিচু ধরে আছে থোকায় থোকায় । রামসাগর দিঘী । পথের দুপাশে বেগুনী জারুল ফুল । অসাধারণ মনোমুগ্ধকর সেই সৌন্দর্য্য এখনো চোখে ভাসে প্রামানিক ভাই।
ছবিগুলো দারুন ।
+

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: এখন দিনাজপুর শহর অনেক সুন্দর, আমি যখন ১৯৭৬সালে প্রথম গিয়েছিলাম তখন এত সুন্দর ছিল না। রামসাগরের পশ্চিম পার্শ্বে কিছু গাছ ছিল উত্তর পাশে পুরানো ভাঙা দালান পূর্ব পাশে খোলামেলা ছিল। ধন্যবাদ আপনাকে আপনার পুরানো স্মৃতি মনে করার জন্য।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: আমি ভাই বছর দু তিনেক আগে গিয়েছিলাম । অনেক বছর আগে নয় ভাই :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনি তাহলে শহরের অনেক উন্নয়ন দেখেছেন।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: নজরুলের গানের কথা মনে পড়ে গেলো, "এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লগনী"। গভীর মুগ্ধতা রেখে গেলাম ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। আন্তরিক শুভেচছা রইল।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ঝটিকা মন্তব্য করলুম --------- বেশ ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ঝটিকা সফরে ঝটিকা মন্তব্য। চমৎকার

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: চমৎকার !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ তানভীর। শুভ্চেছা রইল।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ছবিগুলোর মধ্যে প্রাণ আছে। ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাভদ কায়সার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

কলমের কালি শেষ বলেছেন: ছবিগুলো চমৎকার সুন্দর ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি। আন্তরিক শুভ্চেছা রইল।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট। শুভেচ্ছা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজওয়ানা আলী তনিমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


কি উপলক্ষ্যে সফর?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

প্রামানিক বলেছেন: আমার এক পরিচিত ভাইয়ের সাথে গিয়েছিলাম দেবীগঞ্জে বেড়াতে।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

I am innocent 99% বলেছেন: খুবই ভালো লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ‍শুভ্চেছা রইল।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা আমার শহর! তা দিনাজপুরে আসার আগে একটু জানাতেন! আমি তো আছি এখানে! দিনাজপুরের রাজবাড়ী/ সুপ সাগর/ মাতাসাগর/ রামসাগর/ স্বপ্নপূরী এসব জায়গার ছবি দিলে আরো পরিপূর্ণ হত!
@ হাসান মাহাবুব ভাই, বড় মাঠ বড় মাঠ-ই আছে, সেখানে ক্যাফেটেরিয়া হয়েছে, বিকেলে এন বিভিন্ন অকেশনে সেখানে মানুষ বিনোদনের জন্য ভিড় জমায় প্রতিদিন!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

প্রামানিক বলেছেন: আমার হাতে সময় ছিল না যে কারণে বেশি ঘুরতে পারি নাই। আবার যদি কখনও যাই তখন না হয় আপনাদেরকে জানিয়ে যাবো। ধন্যবাদ।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার!! ভালো লাগল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই। শুভেচ্ছা রইল।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার, খুব ভাল লাগলো ভাই।
খবি শীঘ্রই দিনাজপুর বেড়াতে আসছি, দেখার মত আরো সুন্দর সুন্দর লোকেশন মেনশন করতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির। সময়ের অভাবে বেড়াতে পারি নাই। সময় পেলে ছবি দেয়ার চেষ্টা করবো।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

Blogger Zubair বলেছেন: সুন্দর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জুবাইয়ের। শুভেচ্ছা রইল।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

অগ্নি সারথি বলেছেন: দিলেন তো মিয়া মনডা খারাপ কইর‍্যা। বাড়ির কথা অখন খুব বেশি মনে পড়তাসে। কত্তদিন যাইনা!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

প্রামানিক বলেছেন: হে হে হে আপনার বাড়ির কথা মনে পড়ায় আমার ছবিগুলা কাছে লাগছে। ধন্যবাদ তাড়াতাড়ি ঈদের টিকিট কাটেন।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

হালি্ বলেছেন: ছবি দেইখাই অস্থির

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হালি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

হামিদ আহসান বলেছেন: বাহ সুন্দর ছবি .....।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.